Plumbing Fixtures | প্লাম্বিং ফিকচার, Sink, Bathtub, Shower bath, Flushing

 

Plumbing Fixtures | প্লাম্বিং ফিকচার, Sink, Bathtub, Shower bath, FlushingPlumbing Fixtures | প্লাম্বিং ফিকচার, Sink, Bathtub, Shower bath, Flushing


Plumbing Fixtures | প্লাম্বিং ফিকচার, Sink, Bathtub, Shower bath, Flushing

বাড়ি, অফিস আদালত, শিল্প কারখানা ইত্যাদিতে স্বচ্ছন্দে পানি ব্যবহার এবং ব্যবহৃত পানি বা অন্যান্য তরল বর্জ্য পদার্থ স্বয়ংক্রিয়ভাবে নিষ্কাশনের জন্য গ্লাম্বিং সিস্টেমে যে সব পাত্র বিশেষ ব্যবহার করা হয়, ঐগুলোকে প্লাম্বিং ফিচারস্ বলে। যেমন- হাত ধোয়ার বেসিন, সিংক, বাথ টাব ইত্যাদি। প্লাম্বিং ফিচারগুলো সাধারণত চীনা মাটি, প্লাস্টিক বা অন্য কোন ধাতুর তৈরি হতে পারে।
ফিচারের প্রয়োজনীয়তা
নিম্নবর্ণিত কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করার জন্য প্লাম্বিং ফিচারের প্রয়োজন হয়।
১/ ব্যবহৃত ময়লা পানি অন্যান্য তরল বর্জ্য পদার্থ নিষ্কাশন করা।
২ / উৎপন্ন দুর্গন্ধময় বিষাক্ত গ্যাস বের করে দেয়া।
৩/  অনায়াসে পানি ব্যবহার করা।
বিভিন্ন প্রকার ফিচারের সংজ্ঞা ও ব্যবহার

(১) হাত ধোয়ার বেসিন (Wash hand basin)

 হাত মুখ ধোয়ার জন্য যে পাত্র ব্যবহার করা হয়, তাকেই হাত ধোয়ার বেসিন বলা হয়। এটি চীনামাটি, স্টিল, নিকেল প্লেটেড, পিতল ও আচ্ছাদিত ধাতব পদার্থ দিয়ে তৈরি করা হয়। এছাড়া প্লেট, মেলামাইন, কংক্রিট ইত্যাদি উপাদানে তৈরি বেসিনও ব্যবহৃত হয়। এটি বিভিন্ন আকৃতির হয়। এটি ফ্লোর থেকে ৭৫ সে.মি. ওপরে দেয়াল ব্রাকেট বা কেবিনেট বা লেগ বা প্যাডেস্টাল দিয়ে স্থাপন করা হয়। হাত ধোয়ার বেসিন সাধারণত বাথরুমের ভেতরে বা বাইরে, খাবার ঘরে বা খাবার ঘর ও বসার ঘরের মাঝামাঝি সুবিধাজনক স্থানে দেয়ালে স্থাপন করা হয়। এটি বিভিন্ন প্রকারের হতে পারে।

(২) সিংক (Sink)

রান্নাঘর ও খাবার ঘরে ব্যবহৃত থালা-বাসন, বাটি, গ্লাস, চামচ ও অন্যান্য হাঁড়ি-পাতিল ধোয়ার জন্য যে পাত্র ব্যবহার করা হয়, তাই সিংক। এটি স্টিল, নিকেল প্লেটেড, পিতল ও আচ্ছাদিত ধাতব পদার্থ দিয়ে তৈরি করা হয়। রান্নাঘরে দেয়ালে ব্রাকেট বা পাদস্তম্ভের সাহায্যে মেঝে থেকে ৯ সে.মি. ওপরে সিংক স্থাপন করা হয়। এটির তলদেশে ময়লা পানি বের হওয়ার জন্য পাইপ লাগানোর জন্য ছিদ্র থাকে এবং ওপরে একটি বা দুটি পানির কল লাগনো থাকে। উপচানো পানি সরানোর জন্য ওপরের দিকে একটি ছিদ্র থাকে।

অন্য পোষ্ট : manhole | Drop Manhole | Catch basin | Siphon Spillway

(৩) বাথটাব (Bathtub )

সাধারণত শরীর ডুবিয়ে গোসল করার জন্য চীনামাটি বা মোজাইকের তৈরি বিশেষ চৌবাচ্চাকে বাথটাব বলা হয়। এটি গোসলখানায় ব্যবহৃত হয়। বাঘটাব সাধারণত চার কোণাকার ও মসৃণ। এটি আয়তাকার, বর্গাকার ও গোলাকার হয়ে থাকে। বর্তমানে (Stainless steel) এর বাথটাবও দেখা যায়।

আধুনিক বাথটাব চার প্রকার, যথা

(ক) রিসেড্ টাইপ (Recessed type bathtub )
(খ) কর্নার টাইপ (Conner type bathtub )
(গ) পায়ার টাইপ (Pier type bothtub )
(ঘ) ফ্রি স্ট্যান্ডিং টাইপ (Free Standing type bothtub)

(8) শাওয়ায় বাথ (Shower bath)

সাধারণত শরীর ভিজিয়ে গোসল করার জন্য বাথরুমে শাওয়ার রোজের (ঝর্ণা বা ঝাঝরির) নিচে মেঝের ওপর দেয়ালে যে বিশেষ পাত্র ব্যবহৃত হয়, ওটিই শাওয়ার বাথ।

(৫) ফ্লাশিং সিস্টার্ন (Flushing cistern)

পানি সরবরাহ ব্যবস্থায় পায়খানার মলাধার বা সূত্রাধার সহজে ও কার্যকরভাবে ধোয়ার জন্য ওয়াটার ক্লোসেট এর ওপরে ১০ থেকে ১৫ লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন চালাই লোহা, চীনামাটি বা মেলামাইনের ছোট যে ট্যাংক স্থাপন করা হয়, এটিই ফ্লাশিং সিস্টার্ন । এর তলদেশের মাঝখানে ফ্লাশ পাইপ দিয়ে শৌঁচ-পাত্রগুলোর রিমের সংযোগ থাকে। পায়খানা পরার পর শিকল টানলে বা বোতাম টিপলে পানি ফ্লাশ পাইপ দিয়ে ওয়াটার ক্রোসেট গিয়ে ময়লা ধুয়ে-মুছে নিয়ে যায়। হাই-লেভেল ফ্লাশিং সিস্টার্ন মলাধারের ১২০-১৮০ সেমি. ওপ व्यबद লো-লেভেল ফ্লাশিং সিস্টার্ন মলাধারের ৩০-৪০ সেমি, ওপরে অবস্থান করে। ফ্লাশিং দুই সিস্টার্ন দুই প্রকার, যথা (ক) হাই-লেভেল ফ্লাশিং সিস্টার্ন (খ) লো-লেভেল ক্লাশিং সিস্টার্ন (চিত্র-৭)।

৬। লন্ড্রি ট্রে (Laundry tray )

গোসলখানায় বা বাথরুমে পরিধেয় ও অন্যান্য যাবতীয় কাপড়-চোপড় ধোয়ার জন্য যে বিশেষ পাত্র ব্যবহার করা হয়, এটি লন্ড্রি ট্রে। এটি মসৃণ ও তরল ও তরল অশোষক পদার্থ তৈরি (চিত্র-৮)।

৭। ওয়াটার ক্লোসেট (Water closet)

পানি সরবরাহ ব্যবস্থায় পায়খানা যে পাত্রটিতে সরাসরি মল ত্যাগ করা হয়, ঐ পাত্রটি ও সংলগ্ন ট্যাপ বা সাইফনটিকে একত্রে ওয়াটার ক্লোসেট (W.C) বলা হয়। এটি চীনামাটি বা পোর্সেলিনের তৈরি। এর নিচের দিকে একটি নিষ্কাশন মুখ থাকে, যা সাইফনের খাড়া পাইপের ভেতর ঢুকিয়ে দিতে হয়। প্যানটির পেছনের দিকে একটি ছিদ্র থাকে, যা দিয়ে ফ্লাশিং সিস্টার্ন থেকে পানি এসে পাত্রটিকে ধুয়ে পরিষ্কার করে দেয়।
সাইফনসহ প্যানটির উচ্চতা ৪০০ মি.মি. থেকে ৫৫০ মি.মি. পর্যন্ত।

 Plumbing Fixtures | প্লাম্বিং ফিকচার, Sink, Bathtub, Shower bath, Flushing

ওয়াটার ক্লোসেট  দুই প্রকার যথা

(ক) দেশি বা ইন্ডিয়ান টাইপ
(খ) বিদেশি বা ইউরোপিয়ান টাইপ।

(ক) ইন্ডিয়ান টাইপ :
যে মলপাত্রটি ঘরের মেঝের তলের সাথে সমান করে বসানো হয় তা ইন্ডিয়ান টাইপ।
(খ) ইউরোপিয়ান টাইপ :
যে মলপাত্রটি ঘরের মেঝের তল থেকে প্রায় ৩০-৪০ সে.মি. উঁচুতে (Pedestal) এর ওপর বসানো হয় তা ইউরোপিয়ান টাইপ।

৮। ইউরিন্যালস (Urinals)

যে পাত্রে প্রস্রাব করা হয় ঐ পাত্রটিকে সাধারণত ইউরিন্যাল বলা হয়। এটি সাধারণত দুই প্রকার। যথা
(ক) বাটি আকারের
(খ) স্ল্যাব আকারের।

(ক) বাটি আকারের মূত্রাধার (Bowl Type Urinal) :

 বাটি আকারের মূত্রাধারে আবার দুই প্রকারের। যথা একটির তল চ্যাপ্টাকৃতি, যার মাপ সাধারণত ৪৩ সে.মি. ৩৫ সে. মি. ২৬ সে.মি. । এটিকে দেয়ালের যে-কোনো জায়গায় বসানো হয়। অপরটির তল কোণাকৃতি, যার মাপ সাধারণত ৩৪ সে.মি. ৪৩ সে.মি. ২৬.৫ সে.মি.। এটিকে দেয়ালের বসানো হয়। বাটি আকারের মূত্রাধার মেঝে থেকে ৬০ সে.মি. ওপরে থাকে। ওয়াটার ক্লোসেটের মতোই বাটি আকারের মূত্রাধারের প্রবাহ ট্র্যাপের মাধ্যমে মলনলে নিক্ষিপ্ত হয়।


অন্য পোষ্ট : Gratings | Antisiphonage | Cowl | what is a soil pipe

(খ) স্লাব আকারের (Slab Type Urinal) :

স্ল্যাব আকারে মূত্রাধার দেয়ালে আটকানো খাড়া চ্যাপ্টা বা বক্রাকৃতি স্ল্যাব বিশিষ্ট হয়ে থাকে। এটি সাধারণত ৪৫সে.মি. ১০০ সে.মি. থেকে ৬০ সে.মি. ৬০সে.মি. ১০০ সে.মি. মাপের হয়। মেয়েদের ব্যবহারের জন্য বিশেষভাবে তৈরি স্কোয়াটিং ইউরিন্যাল রয়েছে, যা দেয়ালের কাছাকাছি মেঝেতে বসানো থাকে। এটি বেসিনের মতো একটি প্যান, যা দেয়ালের দিকে ক্রমশ হয়ে থাকে (চিত্র-১০)।
ওয়াটার ক্লোসেট ফ্লাশ মিটার ভালভ :
সরাসরি পানির সরবরাহ লাইন হতে ওয়াটার ক্লোসেটের বাটিতে প্রচুর পানি প্রবাহের মাধ্যমে এটি ধৌত করা যেতে পারে। এই ধরনের ভাল্ভ সংস্থাপন ছেদিতে দৃশ্য দিয়ে আলোচনা করা হলো। অতিরিক্ত পরিমাণ পানির ব্যবহার করে এই ভাল্ভ ব্যবহার করা উচিত। প্রয়োজনীয় পরিমাণ পানি মুক্ত করা পর্যন্ত ঐ ভালভ খোলা থাকবে এবং স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ভালুড় টি এমনভাবে ডিজাইন করা উচিত যে, ইহা খোলা থাকতে পারে না। ফ্লাশমিটার ভালভ ব্যবহার করতে কমপক্ষে পানির চাপ ০.৭ kg/cm2 দরকার হয়, এই চাপ থেকে কম চাপ ব্যবহার করলে কাজ ঠিকমতো হবে না।
এটি যে নিয়ম অনুসারে পরিচালিত হয় :
ফ্লাশ ভালভের মধ্যস্থলে দুটি প্রধান অংশ থাকে, এটি পিস্টন ভালভ এবং অপরটি পিস্টন ভাল্ভকে নিয়ন্ত্রণ করার কক্ষ, পিস্টন ভালৃত দিয়ে সীমাবদ্ধ যেখানে নিম্ন নির্গমন নলটি পিস্টন ডালভ দিয়ে পৃথকীকরণ করা আছে এবং এই পিস্টন ডালৃত সব সময় সরাসরি পানির চাপে থাকে। শুধু দোলানো হাতল দন্ড সামান্য নাড়াচাড়ার মাধ্যমে ফ্লাশ ভালুপ্ত সক্রিয় (কার্যক্ষম) হয়, যা অপারেটিং স্টেমকে কার্যে পরিণত করে, এটি রিলিফ ভালুভ স্টেমকে উন্নীত করে এবং এই উন্নীত স্টেম নির্গমন নলের মুখ খুলে দেয়। ওপরের কক্ষ হতে নিচের নির্গমন নলে পানি গৃহীত হয় এবং তথা হতে ওয়াটার ক্লোসেটের বাটিতে এবং মুত্রাধারে চলে যায়। ওপরের কক্ষের চাপ কমের ফলে পিস্টন ভালুত উন্নীত হয়। সরবরাহ লাইন হতে ফিকচার পর্যন্ত প্রধান বহির্গমন নল খুলে যাওয়ার ফলে পানি তাঁর চিহ্নিত মল অনুসরণ করে।
এই সময় এর মাঝে পিস্টন ভালভের পার্শ্বস্থলে ক্ষুদ্র গর্ত বরাবর পানি প্রবাহের মাধ্যমে ওপরের কক্ষের চাপ পূর্বের অবস্থায় ফিরে আসে। এরূপ বল প্রয়োগকৃত পিস্টন ভাল্ভ নিচে নেমে আসে এবং ফিকচারে আসা পানির প্রবাহ বন্ধ করে দেয়। উন্নীত এবং অবনীত ক্ষুদ্র গর্ত দিয়ে পানির প্রবাহের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়। যা পিস্টন ভালভকে ভালোভাবে উন্মুক্ত করার পরিমাণ নিয়ন্ত্রণ করে।
ফিচার সংরক্ষণ ও মেরামত পদ্ধতি :
ফিকচার সংরক্ষণ বলতে নির্দিষ্ট জায়গায় যথাযথভাবে কার্যকর রাখা বুঝায়। ফিচারকে এমনভাবে রাখতে হবে এবং ব্যবহার করতে হবে, যাতে কোনো কিছু দিয়ে আঘাত প্রাপ্ত না হয়, ঘর্ষণের সম্মুখীন না হয় এবং সর্বোপরি স্থানচ্যুত না হয়। ফিকচার মেরামত বলতে এটির কোনো অংশ নষ্ট হয়ে গেলে, ভেঙে গেলে বা ফেটে গেলে তা কর্মক্ষম করাকে বোঝায়। মেরামত সম্ভব না হলে সেক্ষেত্রে পরিবর্তন বা বদল করতে হবে। ফিচার-এর লাইনের সাথে সংশ্লিষ্ট কোনো ফিটিংস পরিবর্তন বা মেরামত করে এটিকে কার্যক্ষম করাও ফিচার সংরক্ষণ ও মেরামতের অন্তর্ভুক্ত।
ফিটিংস ও ফিকচারের পার্থক্য :
ফিটিংস ও ফিকচারের পার্থক্য নিম্নে দেয়া হলো

ফিটিংস

১। ফিটিংস প্রধানত সরবরাহকৃত তরল বা পানির
পাইপ স্থাপনে বিভিন্ন প্রয়োজনে ব্যবহৃত হয়। যেমন পাইপ লাইনের দিক পরিবর্তন, ব্যাস কমবেশি করা প্রধান লাইন থেকে শাখা লাইন  বের করা, ফিকচার সংযোজন ইত্যাদি।
২। ফিটিংস-এর সাহায্যে তরল বা পানির প্রবাহ
নিয়ন্ত্রণ বা বন্ধ করা যায়।
৩। ফিটিংস পাইপ লাইন সংস্থাপনে গৃহের অভ্যন্তরে ও বাইরে যেকোনো স্থানে ব্যবহৃত হয়।
8।  ফিটিংসের দাম তুলনামূলকভাবে কম।
৫। ফিটিংস ছাড়া প্লাম্বিং সংস্থাপন মূল্যহীন ও অকার্যকর।

ফিচার

১। তরল বা পানি ব্যবহৃত মলমূত্র ও বর্জ্য নিরাপদে ও স্বাচ্ছন্দে স্বয়ংক্রিয়ভাবে নিষ্কাশনের জন্য প্লাম্বিং সিস্টেমে যে পাত্র বিশেষ ব্যবহৃত হয়, তা ফিকচার।
২। ফিচারের মাধ্যমে শুধুমাত্র পানি বা তরল কার্যকারিভাবে ব্যবহার করা যায়।
৩। ফিচার সাধারণত ঘরের অভ্যন্তরে ব্যবহৃত হয়।

৪। ফিচারের দাম তুলনামূলকভাবে বেশি।
৫। ফিকচার ছাড়া প্লাম্বিং সংস্থাপন অস্বাস্থ্যকর ও সেঁকেলে।

ফ্লাশিং সিস্টার্ন মেরামত পদ্ধতি

ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান উভয় ফ্লাশিং একটি ফ্লোট থাকে, যা দিয়ে নিল ভালভ নিয়ন্ত্রিত হয়ে চেম্বার পানি পূর্ণ হয়। এ ইউনিটে নিড্ল ভাল্ভ এবং ফ্লোট উভয় নষ্ট যা বা অকেজো হতে পারে। ফ্লোট এর ত্রুটি বলতে ফ্লোট লিক হওয়া বা ছিদ্র হওয়া বোঝায়। এক্ষেত্রে ফ্লোট বদলি করলেই ভাল হয়। নিল ভাল্ভ ক্ষয় হলে অনেক ক্ষেত্রে গ্রাইন্ডিং পেস্ট দিয়ে গ্রাউন্ডিং করে কর্যোপযোগী করা যায়। লেড পাইপ বা প্লাস্টিক পাইপ লিক হলে বদলি করে ফ্লাশিং সিস্টার্নকে সচল করা হয়। হ্যান্ডেল, লিভার ইত্যাদির ত্রুটি হলে মেরামত বা বদলি করতে হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url