expansion joint | collar joint | Pipe joint | flanged joint in pipe, Mortise Joint

 expansion joint | collar joint | Pipe joint | flanged joint in pipe, Mortise Joint

expansion joint | collar joint | Pipe joint | flanged joint in pipe, Mortise Joint

expansion joint | collar joint | Pipe joint | flanged joint in pipe, Mortise Joint

পাইপ সংযোজন (Pipe Joints)

একই সরল রেখায় দুটি পাইপ জোড়া দেয়ার কাজকে পাইপ সংযোজন বলে। সংযোজন স্থানকে জোড় বা সন্ধি (Joint) বলে। পাইপের দৈর্ঘ্য প্রয়োজনের তুলনায় কম বলে পাইপ জোড়া দিতে হয়। পাইপকে এমনভাবে জোড়া দিতে হয়, যাতে সংযোগস্থলে প্রবাহ বাধাপ্রাপ্ত না হয় এবং জোড়াটি যেন নিশ্ছিদ্র ও পানিরোধক হয়। জোড়া দিতে হয়, যাতে সংযোগস্থলে প্রবাহ বাধাপ্রাপ্ত না হয় এবং জোড়াটি যেন নিশ্ছিদ্র ও পানিরোধক হয়। ধাতব পদার্থের তৈরি পাইপ অধিকাংশ ক্ষেত্রে ক্রু থ্রেডের মাধ্যমে সংযোজন করা হয়। পাইপের ব্যাস বেশি হলে এবং প্রয়োজনীয় ফিটিংস পাওয়া না গেলে জয়েন্টিং কম্পাউন্ড দিয়ে ওয়েল্ডিং করে পাইপ সংযোজন করা যায়।

পাইপ সংযোজনের প্রয়োজনীয়তা

পাইপ সংযোজনের প্রয়োজনীয়তা নিম্নরূপ

(ক) তরল পদার্থ বা গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণে। 

(খ) পাইপ লাইন পরিষ্কার-পরিচ্ছন্ন ও মেরামতকরণে।

(গ) পাইপ লাইন স্থাপন ও পরিবর্ধন কাজে।

 (ঘ) পাইপ লাইনের দিকে পরিবর্তন এবং নতুন লাইন সংযোজনকরণে।

(ঙ) বড় ব্যাসের পাইপের সাথে ছোট ব্যাসের পাইপ সংযোজনে।


অন্য পোষ্ট : sewer inspection | sewer pipe lining | sewer line repair | sewer line cleanout

 জোড়ার প্রকারভেদ

সিউয়ার লাইনে পাইপ জোড়া (সন্ধি) প্রধানত চার প্রকার, যথা

(ক) কোটর ও কীলক জোড় (Socket & Spigot Joint) 

(খ) বলয় জোড় (Collar Joint)

(গ) মর্টিজ জোড় (Mortise Joint)

(ঘ) মার্জন জোড় (Wiped Joint)

পানি সংগ্রহ, পরিবহন ও সরবরাহের কাজে পাইপ জোড় নানা রকমের। এর মাঝে ৭টি উল্লেখযোগ্য

(ক) কোটর জোড় (Socket & Spigot or Bell and Spigot Joint) 

(খ) প্যাঁচ-কাটা কোটর জোড় (Screwed and Socket Joint)

(গ) ফ্যাঞ্জ জোড় (Flanged Joint) 

(ঘ) বলয় জোড় ( Collar Joint)

(ঙ) ভিক্টলিক জোড় (Victaulic Joint)

 (চ) ড্রেসার কাপলিং জোড় (Dressure Coupling Joint)

(ছ) প্রসারণ জোড় (Expansion Joint)

expansion joint | collar joint | Pipe joint | flanged joint in pipe, Mortise Joint

(ক) কোটর জোড় (Socket & Spigot or Bell and Spigot Joint)

সাধারণত যেসব পাইপের একটি কোটর-প্রাপ্ত (Socket end) এবং একটি কীলক প্রান্ত (Spigot end) থাকে, যেসব পাইপ পরস্পর সংযুক্তিকরণের সময় কোটর জোড় অবলম্বন করা হয়। সিসার পাইপ, পোড়ামাটির পাইপ, অ্যাজবেস্টসের পাইপ, লোহার পাইপ ইত্যাদি পূর্বে-ঢালাইকৃত (Pre-cast) পাইপের একটি প্রান্তে কোটর (Socket) ও অপর প্রান্তে কীলক (Spigot) থাকে। এ পদ্ধতিতে একটি পাইপের কীলক প্রান্ত পাইপের কোটরের প্রান্তের মাঝে এমনভাবে স্থাপন করতে হয় যাতে দুটি পাইপের মধ্যরেখা (Centre-line) একই সরলরেখায় থাকে। একে বলে এককেন্দ্রিক (Concentric) করা। এখন আলকাতরা মাখানো একটি অ-পাকানো সুতো, শণ বা পাটের গোছাকে আংটির আকারে কীলকের পরিধি বেষ্টিত করে কোটরের মাঝে সজোরে একেবারে জোড়মুখে ঠেলে দিতে হয়। একে কলকিং (Caulking) করা বলা হয়। কোটরের মাঝে অবশিষ্ট বলায়কার অংশটিকে গলিত সিসা (Molte lead) দিয়ে ভর্তি করে হাতুড়ি বা অন্য কোনো যন্ত্র দিয়ে গেঁথে দিতে হয়। ফলে জোড়টি বেশ পানিরোধী হয়। সিসার স্তর কোটরের প্রান্তভাগের মাঝে থাকাই বাঞ্ছনীয়। অনেক সময় পাইপের কোটরটির দৈর্ঘ্য বেশ বড় থাকে, যাতে কীলক প্রান্তের অনেকখানি দৈর্ঘ্যের ওপর কোটরটি চেপে থাকে। যেখানে জোড়ের ওপর অধঃচাপ (Downward pressure) খুব বেশি (যেমন : ভারী গাড়িবহুল রাস্তায়) পড়ার আশঙ্কা বা জোড়ের নিচের ভূ-স্তরের মাটি বেশ নরম সেখানে এটি উপযোগী। এই সন্ধির নাম দীর্ঘ হাতল সন্ধি বা (Long Sleeve Joint) । আবার অনেক সময় কোটরের অন্তর্ব্যাস কীলক-প্রান্তের বহিবাসের সমান সমান থাকে। যন্ত্রের সাহায্যে কীলকটি কোটরের মাঝে প্রবিষ্ট করিয়ে দিলে, কোটরটি কীলকের ওপর একেবারে কোনো ফাঁক না রেখে চেপে বলে। এ কাজে দরকার হলে কোটরকে তৈলাক্ত ও পিচ্ছিল করে নেয়া হয়। এ জোড়কে চাপান জোড় বা টার্নড অ্যান্ড বোৰ্ড বলা হয়। উপরে বর্ণিত দু'রকম জোড়েই কোটরের প্রান্তভাগ ঈষৎ স্ফীত থাকে যেখানে সিসা জমিয়ে দেয়া হয়। কমপক্ষে ৪ বা ১০ সে. মি. ব্যাসের পাইপের জন্য এ প্রকার জোড় করা হয়।


অন্য পোষ্ট : angle valve | Gate Valve,check valve | air relief valve | drain valve, globe valve

(খ) প্যাচ-কাটা কোটর জোড় (Screwed and Socket Joint)

সাধারণত ছোট ব্যাসের রট আয়রন (Wrought Iron) অথবা গ্যালভানাইজ্‌ড্ আয়রন (Galvanized Iron) পাইপ জোড়া দিতে এ সরল জোড় প্রক্রিয়া ব্যবহৃত হয়। সংযোজ্য পাইপের প্রান্তেই বাইরের দিকে (Outside) কিছুটা প্যাচ কাটা থাকে। এখন এ সংযোজ্য পাইপের বহির্ব্যাসের সমান মাপের অন্তর্ব্যাস বিশিষ্ট একটি ভেতরের দিক প্যাচ-কাটা পাইপের টুকরোকে ঘুরিয়ে ঘুরিয়ে সংযোজ্য নলের এক প্রান্তে কিছুটা পরিয়ে দেয়া হয়। ফলে একটি কোটর (Socket) সৃষ্টি হয়। পরে অপর পাইপের সংযোজ্য প্রান্তটি ঐ কোটরের মাঝে এনে ঘুরিয়ে এটে দেয়া হয়। 

expansion joint | collar joint | Pipe joint | flanged joint in pipe

(গ) ফ্ল্যাঞ্জ জোড় (Flanged Joint)

এস্থলে পাইপগুলো প্রতিষ্ঠা প্রান্তভাগ বলয়াকারে উঁচু হয়ে থাকে। এরূপ উন্নত শীর্ষভাগকে বলা হয় ফ্ল্যাঞ্জ। ফ্ল্যাঞ্জের মাঝে ফুটো করা থাকে। পাইপ লাইনের নিশানা ঠিক করার পর সংযোজ্য প্রান্ত দুটো একেবারে গায়ে গায়ে লাগিয়ে পাশাপাশি অবস্থিত ফ্ল্যাঞ্জের ফুটোর মাঝে দিয়ে নাট বোল্ট বা রিভেটের সাহায্যে সহজেই সংযোগ করা যায়। প্রান্ত দুটোর মাঝখানে একটি রবারের রিং থাকে। পাইপের তাপজনিত সংকোচন ও প্রসারণের কুফল রোধ করার জন্যই এ ব্যবস্থা। যা হোক, এরূপ জোড় দৃঢ়বদ্ধ, শক্ত এবং পানিরোধক। ঢালাই লোহার পাইপের ক্ষেত্রে ফ্ল্যাঞ্জটি একসাথে ঢালাই করা থাকে, কিন্তু নরম ইস্পাতের পাইপের ক্ষেত্রে পৃথক ফ্ল্যাঞ্জ পাইপের প্রান্তে প্যাচ দিয়ে বা জোড়া করে আটকানো থাকে। যেখানে পাইপ প্রায়ই বিচ্ছিন্ন করার প্রয়োজন থাকে (যেমন পাম্প কক্ষ) এবং যেখানে আবহ-তাপের তারতম্য খুব বেশি, সেখানে এ ধরনের জোড় দেয়ার প্রয়োজন।


(ঘ) বলয় জোড় (Collar Joint)

সাধারণত বৃহদাকায় পূর্ব-ঢালাইকৃত কংক্রিটের পাইপ বা অ্যাজবেস্টস সিমেন্টের পাইপ-এর কোটরহীন প্রান্ত দুটো সংযোগ করার সময় এ জোড় ব্যবহৃত হয়। সংযোজ্য প্রান্ত দুটোতে খাঁজ কাটা থাকে। একটি পাইপকে যথাস্থানে স্থাপনের পর পরবর্তী পাইপ স্থাপনের আগে একটি ১০´ বা ২৫ সে.মি. দৈর্ঘ্যের এবং পাইপের বহির্বাস অপেক্ষা ২” বা ৫ সে.মি. বেশি (একই পদার্থের তৈরি) ব্যাসের বলয় স্থাপিত পাইপটির সংযোজ্য প্রান্তে পরিয়ে দিতে হয়। পরে পরবর্তী সন্নিবিষ্ট প্রান্ত দুটোর ওপর বলয়টিকে সমানভাবে চাপিয়ে এককেন্দ্রিক করে ধরে রাখা হয় এবং ঐ অবস্থায় শণ বা পাটের গুচ্ছ আলকাতরায় ভিজিয়ে জোড়মুখের খাঁজের মাঝে আংটির আকারে পরিয়ে দেয়া হয়। বলয়ের মাঝে অবশিষ্ট শূন্য অংশ সিমেন্ট বালির মশলা (১৪১)। দিয়ে ভর্তি করে ৪৫ কোণ বিশিষ্ট ফিলেট আকারে শেষ করা হয়।


অন্য পোষ্ট : cement mortar, lead synonym, jute, rubber, white flex seal tape, copper pipe

(ঙ) ভিক্টলিক জোড় (Victaulic Joint)

সরল প্রান্ত বিশিষ্ট ঢালাই লোহা বা ইস্পাতের বা রট লোহার পাইপের জলরোধী ও কম্পনবাহী জোড়া করার সময় এ প্রক্রিয়া অবলম্বন করা হয়। আধা চোঙাকার লোহার খাপ দুটি পাইপে বসানোর জন্য প্রতিষ্ঠা পাইপের প্রান্তভাগ নির্দিষ্ট খাঁজ কাটা থাকে। সাধারণত ব্রিজের ওপর বসানো পাইপ এ জোড় করা হয়। 


(চ) ড্রেসার কাপলিং জোড় (Dressure Coupling Joint) 

এ জোড়টি বলয় জোড়ের অনুরূপ। বলয় জোড় কংক্রিট অথবা অ্যাজবেস্টস পাইপের ক্ষেত্রে প্রযোজ্য, আর ড্রেসার কাপলিং জোড় ঢালাই লোহার পাইপ বা ইস্পাতের পাইপের ক্ষেত্রে প্রযোজ্য। কংক্রিটের বলয়ের পরিবর্তে এখানে লোহার বলয় ব্যবহার করা হয়। রবারের রিং জোেড় মুখ থাকে না, পরিবর্তে প্রতিষ্ঠা পাইপের ওপর লোহা বলয়ের প্রান্তে অবস্থান করে। লোহ বলয়ের নিচের তলে কিছুটা অংশ বিটের আকরে উত্থিত থাকে। এটি জোড়মুকে আটকে গিয়ে লোহা বলয়টিকে স্বস্থানে রাখতে সাহায্যে করে। প্রথমে সংযোজ্য পাইপ দুটো প্রতিষ্ঠার প্রান্তে একটি করে রবারের রিং পরিয়ে দুটিকে দুটি অনুসরণকারী রিং-এর সাহায্যে নাট বোল্ট দিয়ে আটকে দেয়া হয়। এ জোড় নমনীয় অথচ দৃঢ়, তাই নানা ধরনের কম্পন ও ঘাতযুক্ত ভারী ওজনে এটি নষ্ট না ।


(ছ) প্রসারণ জোড় (Expansion Joint)

এটি একটি বিশেষ ধরনের জোড়। আবহ-তাপমাত্রার তারতম্য ও হেরফের এ লোহার পাইপে যে সংকোচন প্রসারণ হয়, তা যদি দৃঢ়বদ্ধ জোড় দিয়ে আবদ্ধ রাখা হয়, তাহলে পাইপের মাঝে পীড়ন এর সৃষ্টি হয়। এর ফলে বিকৃতি অনিবার্য। এ কুফল রোধ করতে সাধারণত ৬/৭ টি পূর্ণ দৈর্ঘ্যের পাইপ বিশিষ্ট পাইপ লাইনে প্রসারণ জোড় করা হয়। 


প্রসারণ জোড় দেখতে কতকটা কোটর জোড়ের মতো। কেবলমাত্র পার্থক্য এই যে, এতে একটি অনুসরণকারী ঢালাই লোহার রিং এবং একটি রবারের রিং থাকে। ঢালাই লোহার রিংটি চাকতি আকারের, মাঝখানে বড় আকারের ফুটো থাকে। ফুটোর নিচে বিটের আকারে কিছুটা অংশ এগিয়ে থাকে। নলের কোটরটিও চাকতির আকরে উত্থিত এবং ঐ কোটরের ভেতের রবার রিংটির পুরুত্বের পরিমাণমতো খাঁজ কাটা থাকে। লোহার রিং ও কোটরকে নাট বোল্ট দিয়ে পর পর সংযোগ করার ব্যবস্থা আছে। সংযোজ্য কীলক প্রান্তটির ওপর প্রথমে ঢালাই লোহার রিংটি ও পরে রবারের রিংটি পরিয়ে দেয়া হয়। এখানে মনে রাখা দরকার, দুটি রিং এরই অন্তর্ব্যাস কীলকের বহিবাসের সমান। ঢালাই লোহার রিংটির অন্তর্বাস সামান্য একটু বেশি হলে ক্ষতি নেই, বরং কাজের সুবিধা। এখন কীলকটিকে কোটরের মাঝে স্থাপন করে রবারের রিংটিকে সজোরে কোটরের মাঝে তার নির্দিষ্ট খাঁজে ঠেলে দেয়া হয়। পরে ঢালাই লোহার অনুসরণকারী রিংটিকে কোটরের সাথে নাট বোল্ট দিয়ে এমনভাবে আবদ্ধ করা হয়, যাতে ঢালাই লোহার রিং-এর বিটটি রবার রিংটিকে কোটরের সঙ্গে দৃঢ়ভাবে চেপে ধরে রাখে। তাপমাত্রার তারতম্য নলের সংকোচন প্রসারণ হলে কোটরের সাথে ঢালাই লোহার রিংটিকে এবং সেই সাথে রবারের রিংটি কোটরের গতিকে অনুসরণ করবে। প্রসারণ জোড় ছাড়া আর একটি বিশিষ্ট জোড় হলে নমনীয় জোড়। যে মাটির ওপর নল বসানো হয়, সে মাটি পরে কিছুটা বসে যেতে পারে। ফলে, দৃঢ়বদ্ধ জোড়া ভেঙ্গে যেতে পারে বা তার কিছু ক্ষতি হতে পারে। এরকম আশঙ্কায় এ জোড় দেয়া হয় । এ জোড়ও প্রসারণ জোড়ের মতো একইভাবে করা হয়। কেবলমাত্র এর কোটরটি গম্বুজাকৃতি এবং এ আকৃতির সাথে মানানসই রবারের রিং এবং অনুসরণকারী লোহার রিং এর বিটটি তৈরি করা হয়। গম্বুজাকৃতি কোটরের মাঝে কীলক প্রান্তটি সহজে মাটি বসার জন্য ওঠা-নামা করতে পারে। ওপরে বর্ণিত জোড়গুলো ছাড়া স্থান-অবস্থানভেদে আরও বিভিন্ন প্রকার জোড় হয়।


অন্য পোষ্ট : sewage cleanup | Primary Treatment | Inspection pit, concrete septic tank

মর্টিজ জোড় (Mortise Joint)

বড় আকারের কংক্রিট পাইপ জোড়ার সময় মর্টিজ জোড় ব্যবহৃত হয়। এ পদ্ধতিতে জোড় দিতে পাইপের প্রান্ত দুটো এমনভাবে খাঁজ কাটা থাকে যে, দুটি পাশাপাশি একই মধ্য রেখায় স্থাপন করলে খাঁজে খাঁজে পুরোপুরি মিশে যায় (চিত্র-১১)।


মার্জন জোড় (Wiped Joint)

নমনীয় ধাতব ও ছোট ব্যাসের কোটরবিহীন পাইপ জোড়া দিতে মার্জন জোড় ব্যবহৃত হয়। সংযোগ প্রান্ত দুটোর একটিকে ফাইল দিয়ে ঘষে পিটিয়ে মুখটা কোটরের আকারে কিছুটা বড় করা হয় এবং অপরটিকে কীলকের আকারে সরু করা হয়।


তারপর কীলক প্রান্তটিকে কোটর প্রান্তের ভেতর কমপক্ষে ৩ মি.মি. দৃঢ়ভাবে বসিয়ে ঝালাই জোড় মুখে ঢেলে দেয়া হয়। ফলে বাইরের ঠাণ্ডার পরশে ঝালাই জোেড় মুখে সাথে সাথে জমাট বাঁধতে শুরু করে। পরে একটি কাপড়ের টুকরা দিয়ে ঐ নরম জমাট বাঁধা ঝালাই মুছে জোড় মুখের চারদিকে বাল্বের আকারে তৈরি করা হয়। ভিন্ন উপাদানের তৈরি দু'টি পাইপ পরস্পর জোড়া দিতে মার্জন জোড় খুবই উপযোগী ।


প্যাচযুক্ত ও প্যাচবিহীন পাইপ জোড়ার অ্যালউন্স :

 পাইপ লাইনের দৈর্ঘ্য বাড়ানো, দিক পরিবর্তন ও আনুষঙ্গিক সরঞ্জাম সংযুক্ত করতে নানা প্রকারের ফিটিংস ব্যবহার করতে হয়। ফিটিংস সংযুক্ত করার ফলে বাস্তবে যে দৈর্ঘ্য বা দূরত্ব পাওয়া যায়, তা থেকে পাইপের দৈর্ঘ্য কম নিতে হয়। পাইপের দৈর্ঘ্য কতটা কম নিতে হবে, তা নির্ভর করে সংযুক্ত ফিটিংসের প্রকারভেদ ও পঠনের ওপর। ফিটিংস বা জোড়াগুলো প্যাচযুক্ত বা প্যাচবিহীন হতে পারে। প্যাঁচযুক্ত পাইপ জোড়ের অ্যালাউল বা গ্যাপ বলতে কোন ফিটিংস বা জোড়ের কেন্দ্র থেকে মুখ বা প্রস্ত (Center to Face) পর্যন্ত দূরত্ব এবং ঐ ফিটিংসের ভেতরের প্যাচের দূরত্বের পার্থক্যকে বোঝায়। আবার প্যাচবিহীন পাইপ জোড়ের অ্যালাউন্স বলতে জোড় বা ফিটিংসের কেন্দ্র থেকে প্রাপ্ত পর্যন্ত দূরত্ব এবং ঐ ফিটিংসে প্রবেশকৃত অংশের দূরত্বের পার্থক্যকে বোঝায়।

আবার একই ধরনের দুটি ফিটিংস পাইপের দুইপ্রঙ্কে জোড়া দিলে নির্ধারিত দৈর্ঘ্যের চেয়ে পাইপ (C1+C1) দৈর্ঘ্য কম নিতে হয়।

পাইপের সাথে ফিটিংস জোড়া দেয়াতে যতটুকু পাইপ দৈর্ঘ্য কম নিতে হয়, একেই পাইপ জোড়ের অ্যালাউন্স বলে।

পাইপ জোড়ের অ্যালাউন্স বা গ্যাপ-এর 

এখানে A = Center to Face এর দূরত্ব। -এর দূরত্ব।

B= Internal Therad C = Allowance

D = অতিরিক্ত গ্রেডের দৈর্ঘ্য (৩-৫ মি.মি.)

পাইপের দৈর্ঘ্য নির্ণয় :

Q = পাইপের সাথে দুটি ফিটিংসের কেন্দ্র বিন্দু হতে অন্য ফিটিংসের কেন্দ্র বিন্দু পর্যন্ত দৈর্ঘ্য। (C1 ও C2 ) ফিটিংসের কেন্দ্রবিন্দু থেকে প্যাচহীন দৈর্ঘ্য। L= Q - (C1+C2) L= থ্রেডসহ পাইপের দৈর্ঘ্য।

অর্থাৎ পাইপের দৈর্ঘ্য "L" পেতে হলে প্রথমে ফিটিংসের কেন্দ্রবিন্দ থেকে থ্রেডের প্রান্ত পর্যন্ত দৈর্ঘ্য জানতে হবে। পরে উক্ত দৈর্ঘ্য থেকে ভেতরের ক্রু থ্রেডহীন (C1+C2) দৈর্ঘ্য ছ থেকে বিয়োগ করলে পাইপের দৈর্ঘ্য * L" পাওয়া যাবে।

অন্য পোষ্ট : underground water line | surface water definition | coagulation, chlorination

 জয়েন্টিং ম্যাটেরিয়ালস্ অ্যান্ড কম্পাউন্ড : 

প্যাচযুক্ত অথবা প্যাচহীন দুই বা ততোধিক কোনো বস্তুকে সংযোগ বা জোড়া দেয়ার সময় জোড়ে যে সব পদার্থ ব্যবহার করা হয়, তাকে জয়েন্টিং ম্যাটেরিয়াল বলে। এর প্রয়োজনীয়তা হলো জোড়কে মজবুত করা। এটি ব্যবহারের ফলে জোড় দৃঢ় ও শক্ত হয় এবং জোড় নিশ্ছিদ্র হওয়ায় কোন তরল কিংবা বাতাস বের হতে পারে না। তাছাড়া কাজে সাহায্য করে। তাই জোড়া দেয়ার জন্য এর বিশেষ প্রয়োজন রয়েছে।

জয়েন্টিং ম্যাটেরিয়ালের সুষ্ঠু ব্যবহার বিধি হচ্ছে-যে কোন পাইপের জোড়া এটির জয়েন্টিং ম্যাটেরিয়ালের সঠিক ব্যবহারের ওপর নির্ভর করে। জয়েন্টিং ম্যাটেরিয়াল সঠিকভাবে ব্যবহার করা না হলে ঐ জোড়া টেকসই হবে না। প্রতি বর্গসেন্টিমিটারে ৭.৫ কেজি চাপ প্রয়োগ করে জোেড় পরীক্ষা করা হয়। যদি সঠিকভাবে জোড়া দেয়া না হয়, তাহলে পানিশূন্য অবস্থায় বাইরের ময়লা পানি পাইপের ভেতরে প্রবেশ করবে। তাই স্ক্রু- থ্রেডের জোড়ায় সীল টেপ কমপক্ষে পাঁচ থেকে সাত পাক প্যাচের দিকে দিতে হবে এবং থ্রেডের সব স্থানে সমতা থাকতে হবে। সিমেন্ট মশলা ১:১ অনুপাতে সঠিকভাবে মিশিয়ে জোড়ের ভেতর সব স্থানে ভরে দিতে হবে যেন কোন ফাঁকা না থাকে । বলয় জোড়ের ক্ষেত্রে আলকাতরা ভেজানো শণের রিং দুই পাইপের ফাঁকে ঢুকিয়ে দিতে হবে। ফ্লাঞ্জ জোড়ার সময় গ্যাসকেটের পুরুত্ব সব জায়গায় একই হতে হবে এবং ছোট বা বড় যেন না হয়। জোড়ে সিসা গলিয়ে জোড়ার ফাঁক বন্ধ করার সময় বোনা সুতা প্রথমে ফাঁকে ঢুকিয়ে নিতে হবে, যাতে গলিত সীসা জোড়ার ফাঁক দিয়ে পাইপের ভেতরে না পড়ে। ক্রু-থ্রেডের জোড়ের সূক্ষ্ম ফাঁকা বন্ধ করার জন্য পুডিং ব্যবহার করতে হয়। জোড়ায় জয়েন্টিং ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে।


কংক্রিট পাইপ সংযোজনে ব্যবহৃত জয়েন্টিং কম্পাউন্ড পদার্থগুলোর নাম ও ব্যবহারের কারণ

কংক্রিট পাইপ বলতে সাধারণত কংক্রিট পাইপ, রি-ইনফোর্সড সিমেন্ট কংক্রিট পাইপ ও অ্যাজবেস্টস সিমেন্ট কংক্রিট পাইপ বোঝায়। এসব কংক্রিট পাইপ সংযোজনের জন্য জয়েন্টিং কম্পাউন্ড হিসেবে আলকাতরা, বিটুমিন ইত্যাদি ব্যবহার করা হয়। এ সব জয়েন্টিং পদার্থ ব্যবহারের ফলে জোড়া লবণাক্ত পানি দিয়ে সহজে ক্ষতি হয় না ও জোড়ার সূক্ষ্ম ফাঁক বন্ধ হয়ে যায়। ফলে পাইপের জোড়া দীর্ঘস্থায়ী হয়। লৌহ ও অলৌহাজাত ধাতব পাইপ সংযোজনে ব্যবহৃত জয়েন্টিং কম্পাউন্ডগুলোর নাম ব্যবহারের কারণ সাধারণত লোহাজাত ধাতব পাইপ, যেমন- কাস্ট আয়রন পাইপ, স্টিল পাইপ, জি আই পাইপ ইত্যাদি সংযোজনের জন্য জয়েন্টিং কম্পাউন্ড হিসেবে গলিত রেজিন, সিসা জিঙ্ক, হোয়াইট লেড, রেড লেড, রং ইত্যাদি ব্যবহার করা হয়। আর আলৌহজাত ধাতব পাইপ, যেমন- সিসার পাইপ, তামার পাইপ, ব্রাশ পাইপ ইত্যাদি সংযোজনের জন্য জয়েন্টিং কম্পাউন্ড হিসেবে পিতল, নরম সোল্ডার লেড ইত্যাদি ব্যবহার করা হয়।

লৌহজাত ও অলৌহজাত পাইপের জোড়ে এসব জয়েন্টিং পদার্থ ব্যবহারের ফলে জোড়ায় লবণাক্ত পানি, এসিডযুক্ত পানি ইত্যাদি সহজে ক্ষতি করতে পারে না। তাছাড়া জোড়ার সূক্ষ ফাঁক বন্ধ হয়ে যায়। সিনথেটিক পাইপ সংযোজনে ব্যবহৃত জয়েন্টিং কম্পাউন্ড ও পদার্থের নাম ব্যবহারের কারণ এ জাতীয় পাইপ, যেমন- প্লাস্টিক পাইপ বা পিভিসি পাইপ, সিসার পাইপ বা লেড পাইপ, পলিথিন পাইপ, রবার পাইপ ইত্যাদি সংযোজনের জন্য জয়েন্টিং কম্পাউন্ড হিসেবে অ্যাডহেসিভ উপাদান যথা- বিভিন্ন ধরনের গ্রু, সুপার গ্লু এবং বিভিন্ন ধরনের সলিউশন ব্যবহার করা হয়।

এগুলো ব্যবহারের ফলে জোড়া শক্ত, মজবুত ও দৃঢ় হয় এবং জোড়ায় কোনো তরল বা বাতাস লিকেজ হতে পারে


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url