প্লাম্বিং ফিটিংস | Plumbing Fittings, Elbow, Tee, Union

 প্লাম্বিং ফিটিংস | Plumbing Fittings, Elbow, Tee, Union
প্লাম্বিং ফিটিংস | Plumbing Fittings, Elbow, Tee, Union


প্লাম্বিং ফিটিংস | Plumbing Fittings, Elbow, Tee, Union

পানি সরবরাহ পদ্ধতিতে পাইপ লাইনে পাইপ সংযোজন, পাইপ লাইনে দিক পরিবর্তন, প্রধান লাইন থেকে শাখা লাইন বের করা, বড় ব্যাসের পাইপের সাথে ছোট ব্যাসের পাইপ জোড়া দেয়া এবং সিউয়ার লাইনে প্লাম্বিং ফিকচার বসাতে যেসব ফিটিংস-এর প্রয়োজন হয়, তাকেই পাইপ ফিটিংস বলে। পাইপ ফিটিংসগুলো বিভিন্ন প্রকার দ্রব্য দিয়ে তৈরি করা হয়। যেমন-কাস্ট আয়রন, রট আয়রন, গ্যালভানাইজ্ড আয়রন, সিমেন্ট, কংক্রিট, পিডিসি, অ্যাসবেস্টস, চীনামাটি, পোড়ামাটি ইত্যাদি।

প্লামিং ফিটিংসের প্রয়োজনীয়তা

প্লাম্বিং ফিটিংসের প্রয়োজনীয়তা নিম্নরূপ :

(ক) পাইপ লাইনে পাইপ সংযোজন করতে।

(খ) পাইপ লাইনের দিক পরিবর্তন করতে।

(গ) প্রধান লাইন থেকে শাখা লাইন বের করতে। 

(ঘ) বড় ব্যাসের পাইপের সাথে ছোট ব্যাসের পাইপ জোড়া দিতে। 

(ঙ) সিউয়ার লাইনে প্লাম্বিং ফিকচার বসাতে।

(চ) পাইপ লাইন রক্ষণাবেক্ষণের জন্য।

(ছ) পানি বা গ্যাস নিয়ন্ত্রণ করতে।

অন্য পোষ্ট : water meter - venturi meter - orifice meter - rotary meter - turbine meter

 প্লাম্বিং ফিটিংসের ক্ষেত্র

প্লাম্বিং ফিটিংস | Plumbing Fittings, Elbow, Tee, Union

সকেট (Socket)

সোজা পাইপ লাইনকে বর্ধিত করার জন্য সকেট ব্যবহৃত হয়। সকেটের কাজ হলো জোড়া দেয়া। পাইপের সাথে ভাল্ভ, বিৰ্ কক্ ইত্যাদি সংযোজন করতেও সকেট ব্যবহৃত হয়। সকেটের ভেতরের দিকে পুরোটাই প্যাচ কাটা থাকে।


এলবো (Elbow)

পাইপ লাইনের দিক পরিবর্তনের জন্য এলবো ব্যবহৃত হয়। এলবো যে কোনো কোণে থাকতে পারে। তবে সাধারণত ৯০ কোণের হয়। এলবোর ভেতরের দিকে উভয় প্রান্তেই প্যাঁচ কাটা থাকে। কাজের ধরন অনুযায়ী ড্রপ এলবো, স্ট্রেট এলবো ইত্যাদি বিভিন্ন প্রকারের হয়ে থাকে।


বেন্ড (Bend)

এটিও পাইপ লাইনের দিক পরিবর্তনে ব্যবহৃত হয়। বেন্ড ৯০ কোণের বেশি হয়ে থাকে। প্রবাহ কম বাধা পায়

বলে প্রধান লাইনে বেন্ড বেশি ব্যবহৃত হয়। এটিরও উভয় প্রান্তে প্যাঁচ কাটা থাকে। রিটার্ন বেন্ড, ক্রোড বেন্ড, মিডিয়াম বেন্ড ইত্যাদি বিভিন্ন প্রকার বেন্ড বাজারে পাওয়া যায়।


টি (Tee)

 প্রধান পাইপ লাইনের সাথে ৯০ কোণে পাইপ সংযোগ কসরতে ‘টি' ব্যবহৃত হয়। এর তিন প্রান্তেই প্যাচ কাটা থাকে। ব্যবহার ক্ষেত্র অণুযায়ী প্লেইন 'টি' সার্ভিস 'টি' ইত্যাদি বিভিন্ন ধরনের 'টি' পাওয়া যায়।


ইউনিয়ন (Union)

সকেট ব্যবহার করে পাইপ সংযোগ করা হলে ভবিষ্যতে প্রয়োজনে সময় পাইপ লাইন খুলতে অসুবিধা হয়। তাই পাইপ লাইন যেখানে খোলার প্রয়োজন হয় সেখানেই সকেটের পরিবর্তে ইউনিয়ন ব্যবহার করা হয়। ফলে পাইপ সংযোগ ও বিচ্ছিন্ন করা সহজ হয়।


অন্য পোষ্ট : সিউয়েজ কি - Industrial Sewage - what is water carriage system

রিডিউসার (Reducer)

পাইপ লাইনে ভিন্ন ব্যাসের দুটি পাইপ একত্রে সংযোগ করার জন্য রিডিউসার ব্যবহার করা হয়। এর দুইপ্রান্তেই ভেতরের দিকে প্যাঁচ কাটা থাকে।


নিপল (Nipple)

কোনো পাইপ লাইনকে ছোট আকারে নির্দিষ্ট পরিমাণ লম্বা করতে নিপল ব্যবহৃত হয়। এর সাহায্যে পাইপ লাইন ৭.৫ সে.মি. থেকে ১০ সে.মি. পর্যন্ত লম্বা করা যায়। নিপ্প্স্ -এর উভয় প্রান্তে বাইরের দিকে প্যাচ কাটা থাকে।


প্লাম্বিং ফিটিংস | Plumbing Fittings, Elbow, Tee, Union


ক্রচ (Cross)

প্রধান পাইপ লাইনের সাথে দুটি শাখা পাইপ লাইন সংযোগ করতে ক্রস ব্যবহৃত হয়। এটির চার প্রাপ্তে ভেতরের দিকে প্যাঁচ কাটা থাকে।


প্লাগ (Plug)

বিশেষ প্রয়োজন ও ভবিষ্যতে পাইপ লাইন বাড়াতে পাইপ লাইনের সমাপ্তি না ঘটিয়ে বন্ধ রাখতে প্লাগ ব্যবহৃত হয়। এটির এক প্রান্তে বাইরের দিকে প্যাঁচ কাটা থাকে।


বুশ (Bush)

বেশি অসম ব্যাসের পাইপ স্থাপনে বুশ ব্যবহৃত হয়।]


স্টপ কক্ (Stop Cock)

পরিবাহী পাইপের প্রবাহ নিয়ন্ত্রণের জন্য স্টপ কক ব্যবহৃত হয়। হ্যান্ড ওয়াশ বেসিন, শাওয়ার বাথ, ওয়াটার ট্যাংক ইত্যাদিতে এটি ব্যবহৃত হয়।


গেট ভালভ (Gate Valv)

পানি পরিবহন ব্যবস্থাপনায় পানির প্রবাহ নিয়ন্ত্রণের জন্য গেট ভালভ্ ব্যবহৃত হয়। এটি সাধারণত রাস্তার কর্নারে যেখানে পাইপ লাইন পরস্পর ছেদ করে, সেখানেই গেইট ভাল্ভ স্থাপন করা হয়।

গ্লোব ভালভ (Galobe Valv)

এটি পানির সোজা লাইনে পানির পরিমাণ নিয়ন্ত্রণের জন্য ব্যবহৃত হয়।


অন্য পোষ্ট : gaskit - automatic faucet - water supply line - sloan automatic faucet

চেক ভালভ (Cheek Valv)

কোনো পাইপের মাঝ দিয়ে পানি যাতে উল্টো দিকে প্রবাহিত হতে না পারে সেজন্য চেক ভাল ব্যবহৃত হয়। এটির ভেতরে ডিস্ক এমনভাবে লাগানো থাকে যেন পানি শুধু একই দিকে প্রবাহিত হতে পারে। কিন্তু প্রবাহ বিপরীতমুখী হলেই চেক ভাল্ভটি নিজে নিজেই বন্ধ হয়ে যায়। এ ভাভটি ভূ-গর্ভস্থ জলাধারের ইনলেট পাইপে, পাম্পের সাকশন লাইনে ও ওভারহেড ট্যাংকের ইনলেট পাইপে পানির একমুখী প্রবাহ নিশ্চিত করে পানির অপচয় রোধ করতে ব্যবহৃত হয়।


বিব্ কক্ (Bib Cock)

 সরবরাহ লাইন থেকে সরাসরি ব্যবহারের স্থানে পানি পেতে বিবূ কক্ ব্যবহৃত হয়। এটির এক প্রান্তে প্যাঁচ কাটা থাকে এবং অপর প্রান্তে বাঁকানো থাকে যাতে পানি নিম্নমুখী হয়ে পড়ে। বিবূ কক্ সাধারণত বাথরুম, কিচেন, ওয়াটার ক্রোসেট ইত্যাদিতে ব্যবহৃত হয়।


প্লাম্বিং ফিটিংসের সংজ্ঞা

সিউয়েজ শোধন ও অপসারণ ব্যবস্থা, সিউয়েজ বহন ব্যবস্থা, পানি সরবরাহ ব্যবস্থা এবং গ্যাস সরবরাহ ব্যবস্থায় যেসব ফিটিংসের প্রয়োজন হয়, তাই প্লাম্বিং ফিটিংস।


প্লাম্বিং ফিটিংসের তালিকা

(ক) সকেট (Socket) 

(খ) এলবো (Elbow)

(গ) বেন্ড (Bend) 

(ঘ) টি (Tee)

(ঙ) ইউনিয়ন (Union)

(চ) রিডিউসার (Reducer) 

(ছ) নিপুল (Nipple)

(জ) ক্রাশ (Cross)

(ঝ) প্লাগ (Plug)

(4) বুশ (Bush)

(ঠ) স্টপ কক (Stop Cock)

(ট) বিব কক (Bib Cock)

(ড) পিলার কক (Pillar Cock) 

(ঢ) গেট ভাল্ভ (Gate Valve)

(ণ) গ্লোব ভাল্ভ (Galobe Valve)

(ত) চেক ভাল্ভ (Cheek Valve) ইত্যাদি।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url