gaskit - automatic faucet - water supply line - sloan automatic faucet

 gaskit - automatic faucet - water supply line - sloan automatic faucet
gaskit - automatic faucet - water supply line - sloan automatic faucet

পানি সরবরাহ লাইনে ড্রেসার পদ্ধতি

পানি সরবরাহ লাইনে ভূ-গর্ভস্থ মূল পাইপ বা শাখা পাইপের কোনো অংশ ভেঙে বা ফেটে গেলে তা মেরামত করা খুবই কষ্টকর ও ব্যয় সাপেক্ষ। এরূপ মেরামত কাজে মাটি খনন করে অপসারণ করে পুরো লাইন ভুলে ফেলে নতুন পাইপ বসাতে হয়। কিন্তু বর্তমানে ড্রেসার পদ্ধতিতে পুরো পাইপ না তুলে শুধু ফাটা বা ভাঙ্গা অংশটুকু ড্রেসার ব্যবহার করে মেরামত করে অভীষ্ট লক্ষে পৌঁছানো যায়। ড্রেসার সংযোজনের মাধ্যমে মেরামত করা হয় বলে এটি ড্রেসার পদ্ধতি নামে পরিচিত। এটি এমন একটি অভিনব পদ্ধতি, যা সকেট ও বলয় ব্যবহৃত সংযোগ পদ্ধতির নীতির অনুরূপ পদ্ধতিতে পরিচালিত হয়। এ পদ্ধতি ব্যবহারে একদিকে যেমন শ্রম ও অর্থের সাশ্রয় হয়, তেমনি পানি সরবরাহ লাইনে মেরামতে দ্রুততা অর্জনে বিস্ময়কর। এ পদ্ধতির মূলমন্ত্র হচ্ছে ড্রেসারের ব্যবহার।


 ড্রেসার ও ড্রেসার নির্বাচন :

ড্রেসার হচ্ছে ঢালাই লোহার তৈরি তিনটি অংশসংবলিত একটি ফিটিং বিশেষ। ড্রেসারের মাঝ অংশটি একটি সোজা পাইপ খণ্ড ও দু'প্রান্তের দুটি অংশ হচ্ছে ফ্ল্যাঞ্জ বিশিষ্ট বোল্ট ব্যবহারক্ষম ছিদ্র বিশিষ্ট বলয় (Collar) -এর অনুরূপ। ফ্ল্যাঞ্জবিশিষ্ট অংশ দুটিতে পাইপের ব্যাসের ভিত্তিতে ৪ বা ৬টি বোল্ট লাগানোর ছিদ্র থাকে। ছিদ্রগুলোর এক প্রান্তের বোল্ট ঢুকিয়ে অপর প্রান্তের প্যাচে নাট লাগিয়ে রেঞ্চের সাহায্যে ঘুরিয়ে টাইট দিয়ে উভয় প্রান্তে দৃঢ়ভাবে আটকানো হয়। পাইপের ব্যাস অনুযায়ী ড্রেসার বিভিন্ন ব্যাসের তৈরি হয়। ১২ (৩০ সে.মি.) পর্যন্ত ব্যাসের ড্রেসার বাজারে পাওয়া যায়।


মেরামতযোগ্য পাইপের ব্যাসের ওপর নির্ভর করে ড্রেসার নির্বাচন করা হয়। পাইপের ভাঙ্গা অংশ বা ফাটল এর পরিমাণ ও প্রকৃতির ওপরও নির্ভর করে ড্রেসারের নির্বাচন। এছাড়া ড্রেসারের নিজস্ব মান অর্থাৎ তৈরিকৃত ধাতু, ড্রেসারের মডেল, প্রস্তুতকারী কোম্পানি, উৎপাদিত মালের ফিনিশিং ফ্ল্যাঞ্জ অংশ দুটোর সমতলতা, মসৃণতা ও উভয় প্রান্তে বোল্টধারী ছিদ্রের এক রেখিতা (Alignment) এবং বোল্টগুলোর দৈর্ঘ্য, নাট-বোল্টের থ্রেডের প্যাচের সঠিকতা ইত্যাদি পরীক্ষা-নিরীক্ষা করেই ড্রেসার নির্বাচন করলে ড্রেসার ব্যবহারের উদ্দেশ্য সাধিত হয়।


অন্য পোষ্ট : sewer inspection | sewer pipe lining | sewer line repair | sewer line cleanout

gaskit - automatic faucet - water supply line - sloan automatic faucet


অ্যাসবেস্টস বা রোপ বা গ্যাসকিট :

ড্রেসার ব্যবহৃত পাইপ সংযোজনে লিক-প্রুফ ও ওয়াটার-টাইট জয়েন্ট সৃষ্টিতে অ্যাসবেস্টন রোপ বা গ্যাসটি ব্যবহার অপরিহার্য। ড্রেসার ও পাইপের সংযোগস্থলে অ্যাসবেস্টন রোপ প্যাচিয়ে বা পাইপের ব্যাসের মাপমতো শীটের ওপর দাগ কেটে তৈরিকৃত গ্যাসকিট ব্যবহার করেই ড্রেসারের নাট-বোল্ট টাইট দেয়া হয়। গ্যাসকিট বা অ্যাসবেস্টস ব্যবহার ওয়াটার টাইট লিক-প্রুফ জয়েন্ট বানাতে যেমন সক্ষম, তেমনি ড্রেসার ও সংযোজিত পাইপের মাঝে গদি (Cushion) সৃষ্টি করে জয়েন্টের চাপ সহনীয় ক্ষমতা বাড়িয়ে জয়েন্ট টেকসই করতে অগ্রণী ভূমিকা পালন করে। গ্যাসটি তৈরিতে রাবারের পরিবর্তে কোনো পচনশীল দ্রব্য ব্যবহার বর্জনীয়।


ড্রেসারের নাট-বোল্ট টাইট দেয়ার পদ্ধতি :

ড্রেসারের নাট-বোল্ট টাইট দেয়ার পদ্ধতি নিম্নরূপ

 ১/ প্রথমে নাট- বোল্ট পরীক্ষা-নিরীক্ষা করে কোন বোল্টের সাথে কোন নাট প্রযোজ্য, তা বাছাই করে

জোড়া মিলিয়ে নিতে হয়। কারণ দেশে তৈরি নাট-বোল্ট একই ব্যাসের হলেও তৈরিজনিত ত্রুটির জন্য বোল্ট নাট পরাতে ভারতম্য ধরা পড়ে। কাজেই প্রতিটি বোল্টের সাথে খালি হাতে নাট পরিয়ে প্যাঁচ ঘুরিয়ে পরীক্ষা করে বোল্টের সাথে সঠিক নাট নির্দিষ্ট করে রাখতে হয়।

২/  চার বা ছয় ছিদ্রযুক্ত প্রান্তের ফ্ল্যাঙ্কের ছিদ্রগুলোতে বোল্ট পরিয়ে প্যাচ-কাটা প্রান্তে হাত দিয়ে নাট

ঘুরিয়ে যতদূর সম্ভব পরানো যায় পরিয়ে নিতে হয়। নাট পরানোকালে লক্ষ রাখতে হবে যে, প্রথমে যে বোল্টে নাট পরাতে হয়, পরবর্তীতে তার পাশের বোল্টে না পরিয়ে প্রথমটার ঠিক বিপরীত বোল্টে নাট পরাতে হয়। এভাবে মুখোমুখি অবস্থানে একের পর এক নাট পরানো শেষ করতে হয়।

৩/ এবার রেঞ্চের সাহায্যে নাটগুলো ঘুরিয়ে টাইট দিতে হয়। এখানেও লক্ষণীয় যে, একটি নাট একবার চূড়ান্ত টাইট দেয়া যাবে না। কারণ এতে জয়েন্টকৃত পাইপের এক-রেখিতা লঙ্গিত হয়। নিয়ম হলো প্রথম নাট যে পরিমাণে টাইট দেয়া হয়, সাথে সাথে এর বিপরীত নাটটিও একই পরিমাণে টাইট দিতেহয়। উদাহরণস্বরূপ যদি চারটি বোল্ট থাকে, তাহলে ‘ক্রশ চিহ্নের’ আকারে প্রদর্শিত 'X বাহু ভিত্তিক ১,২,৩ ও ৪ নং অনুসারে পর্যায়ক্রমে সমপরিমাণে নাটগুলো টাইট দিতে হয়।

৪/ উপরোক্ত নিয়মে প্রাথমিক, মাধ্যমিক ও চূড়ান্ত – এভাবে তিনটি ধাপে নাটগুলো টাইট দিলে সংযোগের দৃঢ়তা শতভাগে অর্জিত হয়।

৫/ ড্রেসারের নাট-বোল্ট টাইট দেয়াকালে বিশেষ লক্ষ রাখতে হয় যেন কোনোক্রমেই কোনো নাট ওভার-টাইট দেয়া যাবে না। অন্যথায় প্যাঁচ কেটে গিয়ে পুরো শ্রম বৃথা হয়ে যাবে।


পানি সরবরাহ লাইনে অটোমেশন পদ্ধতি

পানি সরবরাহ লাইনে অটোমেশন পদ্ধতি বলতে এমন একটি স্বয়ংক্রিয় পদ্ধতি বুঝায়, যাতে টাইমার সেট করে টাইমার বোর্ডে প্রোগ্রাম সেটিং-এর মাধ্যমে রিজারভয়ারের ধারণ ক্ষমতা অনুযায়ী ব্যবহারযোগী সংখ্যা নিরূপণ করে ওভারহেড ট্যাংক অটো পদ্ধতিতে পানি উত্তোলন করা হয় এবং ম্যানুয়েল ফসেটের পরিবর্তে ইলেকট্রনিক ডিভাইস সংবলিত ফসেট ব্যবহৃত হয়।


অন্য পোষ্ট : manhole | Drop Manhole | Catch basin | Siphon Spillway

অটোমেটিক ফসেটের কার্যক্রম ও বৈশিষ্ট্য :

অটোমেটিক ফসেট অটোমেটিক ফসেট বলতে ইলেকট্রনিক ডিভাইস সম্বলিত এমন একটি ফসেট বুঝায়, যা কোনোরূপ স্পর্শ

ছাড়াই হাতের প্রতিচ্ছবি কারণেই অটোমেটিক অন-অফ হয়ে যায়। এটি বিভিন্ন মডেলের এ.সি টাইট ও ব্যাটারি পাওয়া যায়। এ.সি শক্তিতে চালিত ফসেট ১১০ ভোল্ট থেকে ২২০ ভোল্টের এবং ৫০ হার্জ থেকে ৬০ হার্ভের হয়ে থাকে। ব্যাটারিতে চালিত ফসেটে ৪টি অ্যালকালিসেন্ট ব্যাটারি ব্যবহৃত হয়। অটোমেটিক ফসেট অত্যাধুনিক বিলাসবহুল হোটেল, অফিস, বাসভবন ইত্যাদিতে ব্যবহৃত হয়।

gaskit - automatic faucet - water supply line - sloan automatic faucet


অটোমেটিক ফসেটের কার্যক্রম ও বৈশিষ্ট্

১/ স্বয়ংক্রিয় কার্যক্রম

যখন ব্যবহারকারীর হাত ফসেটের বৈদ্যুতিক চুম্বকীয় আবেশীয় অংশ এর নিকটবর্তী হয়, তখন সাথে সাথে পানি বের হয়ে পড়তে থাকে এবং ব্যবহার শেষে হাত সরিয়ে নিলে, তখনই পানি পড়া নিজে নিজে বন্ধ হয়ে যায়।

২/ পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্মত ফসেটের ধাতব অংশ স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয়ভাবে পানি বের হয় ও বন্ধ হয় বলে এটি ব্যবহার সুবিধাজনক, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত। কারণ সাধারণ ফসেট হাত দিয়ে নিয়ন্ত্রিত হয় বলে সহজেই

৩/ পানি ব্যবহারের সাশ্রয়

যায় বা তাড়াহুড়া করে পুরোপুরি বন্ধ না করার কারণে প্রচুর পানির অপচয় হয়, যা অটোমেটিক নোংরা হয়ে যায় এবং রোগ-জীবাণু পারস্পরিক সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। এ ফসেটে পানি ব্যবহারে বেশ সাশ্রয় হয়। কারণ তা সরিয়ে নিলেই পানি পড়া বন্ধ হয়ে যায়। সাধারণ ফসেট নব ঘুরিয়ে ঘুরিয়ে পানি পড়া চালু ও বন্ধ করাকালীন পানির বেশ অপচয় হয়। এছাড়া ব্যক্তিগত ব্যস্ততার কারণে ব্যবহারকারী অনেক সময় সাধারণ ফসেট ব্যবহার শেষে বন্ধ করতে ভুলে ফসেটে ঘটার অবকাশ নেই।

৪/ ফসেট ফিল্টার

অটোমেটিক ফসেটে ফসেট ফিল্টার সংযোজিত থাকায় বালি ও ঐ জাতীয় কঠিন পদার্থ পানির সাথে বাইরে নির্গত হতে পারে না।

৫/ ড্রাইসেল ব্যাটারি সংযুক্ত

এ ফসেট (ব্যাটারি টাইপ) ড্রাইসেল ব্যাটারিতে চলে বলে ইলেকট্রিক ওয়্যারিং-এর কাজের ঝামেলা

থেকে মুক্ত ও বেশি নিরাপদ।

৬/  বৈদ্যুতিক চুম্বকীয় আবেশীয় দূরত্ব স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত ব্যবহৃত ল্যাভাটরি বা সেসিন টাইপ ও পারিপার্শ্বিক পরিবেশ অনুযায়ী এ দূরত্ব স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়।

gaskit - automatic faucet - water supply line - sloan automatic faucet


অটোমেটিক ফসেটের অংশগুলো :

অটোমেটিক ফসেটের অংশগুলো নিম্নরূপ

১/ ফসেট বড়ি

২/ নজল

৩/ ফিক্সড বোর্ড

৪/ বৈদ্যুতিক চুম্বকীয় আবেশীয় জানালা (Induction Window)

৫/ G. 1/2 আটকানো ল্যাভাটরি স্কু

৬/ রাবার ম্যাট

৭/ G. 1/2 আটকানো নাট

৮/ ইন্ডাকশন জানালা এক্সপার্ট লাইন (মূল ফ্রেমের সাথে সংযুক্ত)


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url