Pillar cock | Bib cock | Stop cock, Plastic facet, Bronze facet

 Pillar cock | Bib cock | Stop cock, Plastic facet, Bronze facet
Pillar cock | Bib cock | Stop cock, Plastic facet, Bronze facet
Pillar cock | Bib cock | Stop cock, Plastic facet, Bronze facet

ফসেট কাকে বলে? কত প্রকার ও কি কি

ফসেট (Faucet)

হাত ধোয়ার বেসিন, বাথটাব ইত্যাদি বিভিন্ন ধরনের ফিচারের উপরি অংশের তলদেশ থেকে পানি সরবরাহের জন্য এর নির্দিষ্ট ফুটোতে যে ফিচার ব্যবহার করা হয়, তাকে ফসেট বলে। এটি সাধারণত ব্রোঞ্জের তৈরি এবং এক প্রান্তে বাইরের দিকে প্যাচ কাটা থাকে (চিত্র-১৪)। ফসেটের সাথে ফিচার সাথে ফিচার ও সরবরাহ লাইনের সংযোগ দিতে লেড বা প্লাস্টিকের কানেকটিং পাইপ ব্যবহৃত হয়।

 ফসেটের প্রয়োজনীয়তা

হাত ধোয়ার বেসিন, বাথটাব ইত্যাদি ফিচারের উপরি অংশের ফুটো দিয়ে তলদেশ থেকে পানি আনার প্রায়োজনে ফসেট ব্যবহার করা হয়। উল্লিখিত ফিচারগুলো ফসেট ছাড়া অকার্যকর।

 ফসেটের প্রকারভেদ

উপাদানের ওপর ভিত্তি করে ফসেট দুই প্রকার। যথা

ক) ব্রোঞ্জের ফসেট 

খ) ব্রাশ বা পিতলের ফসেট

গ) প্লাস্টিকের ফসেট

ঘ) নিকেলের ফসেট।

অবস্থানের ওপর ভিত্তি করে ফসেট তিন প্রকার। যথা

ক) পিলার কক

খ) বিব্ কক্

গ) স্টাপ কক্

ক) পিলার কক্ (Pillar cock)

এটি দালান বা গৃহে প্রবাহিত পাইপের পানি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয়। সাধারণত হাত ধোয়ার বেসিন, বাথাটাব, সিংক ইত্যাদি ফিচারের পিলার কক্ ব্যবহার করা হয়। এটি সাধারণত পিতলের তৈরি হয়। এছাড়া নিকেল প্লেটেড করেও তৈরি করা হয়।


অন্য পোষ্ট : Trap | P– Trap | Bottle Trap | S-Trap | Running Trap, Evaporation,

খ) বিব্ কক্ (Bib cock)

কক্ সাধারণত দালান বা গৃহে পানি প্রবাহের পাইপের প্রান্তে স্থাপন করে ব্যবহৃত পানি ও প্রবাহের পানি নিয়ন্ত্রণ করা হয়। বিব কক্ সাধারণত বাথরুমে, হাত-পা ধোয়ার স্থানে ও দালানের বাইরে বাগানে, পায়খানায়, প্রস্রাবখানায় লন্ড্রি-ট্রে ইত্যাদি স্থানে ব্যবহার করা হয়। এটি পিতল প্লাস্টিক দিয়ে তৈরি করার হয় এবং নিকেল প্লেটেড করেও তৈরি হয়।


গ) স্টপ কক্ (Stop cock)

সাধারণত একে ছোট লুইস ভাও বলা হয়। এটি দালান বা গৃহে ও গৃহের বাইরেও বিভিন্ন স্থানে পানি প্রবাহের পরিমাণ নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা হয়। স্টপ কক্ বাড়ি-ঘরের পাইপে, ব্যক্তিগত জমির পাইপে, শাওয়ার, ফ্লাশিং সিস্টার্ন ইত্যাদিতে ব্যবহৃত হয়। এটি পিতল ও নিকেল প্লেটেড করেও তৈরি করা হয়। এর গায়ে ইনলেট ও আউটলেট চিহ্নিত থাকে। 

 ফসেট সংযোজন পদ্ধতি নিচে বিভিন্ন ফসেটের সংযোজন পদ্ধতির বর্ণনা দেয়া হলো

Pillar cock | Bib cock | Stop cock, Plastic facet, Bronze facet

১) বিব কক্

বিব কক্ -এর এক প্রান্তে প্যাঁচ কাটা থাকে ও অপর প্রান্ত বাঁকা নিম্নমুখী হয়। প্যাচ কাটা প্রান্তে সংযোগ করার পর যাতে তরল বা পানি লিকেজ না হয়, সেজন্য প্যাচে সিলটেপ, পুডিং, পাটের আঁশ, রং ইত্যাদি জয়েন্টিং ম্যাটেরিয়ালস্ ব্যবহার করে বেন্ড, এলবো ও সকেটের সঙ্গে সংযোজন করা হয়।

২) পিলার কক্

এর এক প্রান্তে লম্বা প্যাচ ও অপর প্রান্ত বাঁকা নিম্নমুখী হয়। লম্বা প্যাচ বিশিষ্ট প্রান্ত ফিচারে স্থাপনের পরেও বর্ধিত প্যাচ বেরিয়ে থাকে। সরবরাহ পাইপের এক প্রান্তে লেড বা প্লাস্টিক পাইপের এক প্রান্ত এবং পিলার ককের বর্ধিত প্যাচের নিম্নষ্প্রান্তে লেড বা প্লাস্টিক পাইপের অপর প্রান্ত পুডিং, পাটের আঁশ সিলটেপ, রং ইত্যাদি প্রয়োজনীয় জয়েন্টিং ম্যাটেরিয়াস্ সগযোগে সংযোজন করা হয়। তবে লেড পাইপ সংযোজনের পূর্বেই পিলার কক্ রাবার প্যাকিং সহযোগে জাম নাট দিয়ে ফিচারের সাথে দৃঢ়ভাবে আটকাতে হবে। সংযোগের সময় খাড়া খাড়ি স্থাপন হচ্ছে কিনা, সেটি বিশেষভাবে লক্ষ রাখতে হবে।


৩) স্টপ কক্

স্টাপ কক্ -এর উভয় প্রান্তে প্যাচ থাকে। নির্ধারিত স্থানে দুইখণ্ড ক্রু থ্রেডের ওপর প্রয়োজন অনুসারে সিলটেপ, পাটের, পাটের আঁশ, রং ইত্যাদি জয়েন্টিং ম্যাটেরিয়ালস্ ব্যবহার করা হয়। এটি অনুভূমিক উল্লম্বভাবে স্থাপিত হয়। তবে সংযোগের সময় প্রবাহ পাইপের প্রান্তে ইনলেট এবং ফিচারের দিকে আউটলেট লক্ষ রেখে স্থাপন করতে হয়। তাছাড়া স্থাপনের সময় স্পিন্ডলের সেন্টার ও পাইপের সেন্টার লাইন যেন একই রেখায় হয়।


ফসেট মেরামত পদ্ধতি

 নিচে ফসেট মেরামত পদ্ধতি বর্ণনা করা হলো

১) ফসেটের স্টেম বা স্পিন্ডল বাঁকা হলে ফসেট খুলে একে যথাসম্ভব সোজা করে পুনরায় ফিটিং করতে হয়। ২) স্টেমের গা বেয়ে পানি লিক করে যদি উপরের দিকে আসে, তবে পরিষ্কারক ঢাকনা খুলে প্যাকিং গ্র্যান্ড নাট খুলতে হবে। অতঃপর পাকানো সুতা বা পাটের রশি দিয়ে প্যাকিং গ্র্যান্ড তৈরি করে তা লাগাতে হবে এবং পুনঃ গ্ল্যান্ড নাট দিয়ে টাইট করে দিতে হবে।

৩) ভালভ ওয়াশার ছিঁড়ে গেলে সব সময় পানি ঝরে পড়তে থাকে। এমতাবস্থায় একই মাপের ভালভ্ ওয়াসার নতুনভাবে লাগাতে হবে।

৪) স্টেম ভেঙ্গে গেলে বদল করতে হবে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url