Trap | P– Trap | Bottle Trap | S-Trap | Running Trap, Evaporation,

Trap | P– Trap | Bottle Trap | S-Trap | Running Trap, Evaporation, 
Trap | P– Trap | Bottle Trap | S-Trap | Running Trap, Evaporation,

Trap | P– Trap | Bottle Trap | S-Trap | Running Trap, Evaporation, 

 ট্র্যাপ (Trap)

ট্র্যাপ হলো বিশেষ এক ধরনের বাঁকা নল। সিউয়ার পাইপ লাইনের দুর্গন্ধযুক্ত গ্যাস যাতে ঘরে ঢুকতে না পারে, সেজন্য দুর্গন্ধযুক্ত গ্যাসকে আটকে রাখার জন্য সিউয়ার পাইপ লাইনের নিষ্কাশন পথে এটি লাগানো হয়। ট্র্যাপের বাঁকা তলে সব সময় কিছু পরিমাণ পানি জমা থাকে এবং ঐ পানিই দুর্গন্ধযুক্ত গ্যাসকে উপরের দিকে আসতে বাধা দেয়। দুর্গন্ধযুক্ত গ্যাসকে আটকে রাখে বলে একে ট্র্যাপ (গ্যাস ফাঁদ) বলা হয় এবং পানি দিয়ে সৃষ্টি প্রতিবন্ধকতার নাম পানি প্রতিবন্ধক (Water seal) ।পানি প্রতিবন্ধকতার গভীরতার ওপর ট্র্যাপের দক্ষতা নির্ভর করে।

ট্র্যাপ নষ্ট হওয়ার কারণ

(1) Evaporation 

যদি ট্র্যাপের পানি প্রতিবন্ধক (Water seal) দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় থাকে, তাহলে বাষ্পীভবনের কারণে ভেঙ্গে যায় ও ট্র্যাপ কার্যকরিতা হারায়।


2) Self-siphonage

পানির সিল এর নিচে যদি আংশিক শূন্যতা বিরাজ করে, তবে সিল-এর পানি চুষে নিয়ে যায় ও ট্র্যাপ এর কার্যকারিতা নষ্ট হয়।


3) Back pressure

যদি খাড়া পাইপের ভেতরে উপরের তলা ও নিচের ময়লা পানি এক নিষ্কাশন করা হয়, তবে মাঝামাঝি তলার খাড়া পাইপের ভেতরের বাতাস সংকুচিত হয়। এরকম অবস্থায় সংকুচিত সেই বাতাস ট্র্যাপের দিকে ঢুকে পানির সিলকে বাইরে ধাক্কা দেয়। এভাবে Back Pressure-এর জন্য সিল ভেঙ্গে যায় ও ট্র্যাপের কার্যকারিতা নষ্ট হয়।


4) Capillary action

ট্র্যাপের বাঁকা যায়গায় (ইংরেজিতে Crown weir-এ ) কাপড়ের টুকরা, সুতা, টুকরা চুল ইত্যাদি আটকানো অবস্থায় থাকলে এগুলোর মাধ্যমে Capillary action হয়ে নিচে থেকে পানি উঠে আসে। এ অবস্থায় দীর্ঘ দিন হলে ট্র্যাপের সিল নষ্ট হয়ে যায়। পাইপের বাতাস চলাচল প্রক্রিয়ায় ট্র্যাপ নষ্ট হয়ে যায় । আংশিক শূন্যতা বা সংকুচিত অবস্থা প্রাপ্ত হলে Self-siphonage' বা Back pressure' প্রক্রিয়ায় ট্র্যাপের সিল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বলে সাধারণত ট্র্যাপ ও ভেন্ট পাইপ এক সাথে সংযুক্ত করতে হয়, কেননা এ ভেন্ট পাইপ থাকলে ট্র্যাপের সিল নষ্ট হওয়া রক্ষা পাওয়া যায়।

অন্য পোষ্ট : টিউবওয়েল - নলকূপ - নলকূপ মেকানিক কাজ কি - পানির স্তর

ট্র্যাপ সিল (Trap seal)

নিষ্কাশন পাইপের নিম্নল হতে ডিপ পর্যন্ত বিদ্যমান পানির গভীরতাকে ট্র্যাপ সিল বলে। ট্র্যাপে সব সময় পানি থাকতে হয়। বিভিন্ন কারণে ট্র্যাপ সিল নষ্ট হয়ে যেতে পারে। ট্র্যাপ সিল নষ্ট হয়ে গেলে এর সকল প্রকার কার্যপ্রণালি বন্ধ হয়ে যায়।

নিম্নলিখিত কারণে ট্র্যাপ সিল নষ্ট হয়ে যেতে পারে 

ক) দীর্ঘদিন পানি ব্যবহার না করলে পানি বাষ্পীভূত হয়ে গেলে ট্র্যাপ সিল হতে পারে।

খ) ট্র্যাপে ছিদ্র থাকলে পানি পড়ে ট্র্যাপ সিল নষ্ট হতে পারে। 

গ) নিষ্কাশন পদ্ধতিতে বায়ুর চাপ বেশি হলে ট্র্যাপ সিল নষ্ট হতে পারে।

 ঘ) সিউয়ার পাইপে বেশি পরিমাণ বায়ু আটকা পড়লে উপর থেকে পানি ব্যবহার করলে বায়ু বের হবার সময়

ট্র্যাপ সিল নষ্ট হতে পারে।


ট্র্যাপের প্রয়োজনীয়তা

ট্র্যাপ ব্যবহারের প্রয়োজনীয়তা নিম্নরূপ

ক) দুর্গন্ধযুক্ত দূষিত গ্যাস ঘরে প্রবেশে বাধাপ্রাপ্ত হয়।

খ) দুর্গন্ধযুক্ত গ্যাস যাতে ঘরে প্রবেশ করতে না পারে তাই ট্র্যাপে সব সময় পানি জমা থাকে। 

গ) ঘর বাসোপযোগী রাখতে বাইরের গ্যাসকে ঘরে প্রবেশে বাধা প্রদান করে।

ঘ) ঘরের বাসিন্দাদের রোগ-বালাই থেকে রক্ষা করে।

ঙ) দূষিত গ্যাসকে বাইরে নির্দিষ্ট দিকে নির্গমনে বাধ্য করে।

Trap | P– Trap | Bottle Trap | S-Trap | Running Trap, Evaporation, 


অন্য পোষ্ট : hot water supply line - পানি গরম করার হিটার - গরম পানি সরবরাহ পদ্ধতি

 ট্র্যাপের প্রকারভেদ

গড়ন বা আকার অনুযায়ী ট্র্যাপ পাঁচ প্রকার। যেমন

ক) পি-ট্র্যাপ (P– Trap)

খ) কিউ-ট্র্যাপ (Q-Trap)

গ) এস-ট্র্যাপ (S-Trap)

ঘ) বোতল ট্র্যাপ (Bottle Trap)

ঙ) ব্যাগ ট্র্যাপ (Bag Trap)

চ) রানিং ট্র্যাপ (Running Trap)

ব্যবহার অনুযায়ী ট্র্যাপ পাঁচ প্রকার। যথা

ক) তল বা মেঝে ট্র্যাপ (Floor Trap) 

খ) গালি ট্র্যাপ (Gully Trap)

গ) রোধী ট্র্যাপ বা মাস্টার ট্র্যাপড (Ibtercepting Trap)

ঘ) ড্রাম ট্র্যাপ (Drum Trap)

ঙ) গ্রীজ ট্র্যাপ (Grease Trap)

ক) পি-ট্র্যাপ 

যে ট্র্যাপের ময়লা আসার প্রবেশ পথটি খাড়া এবং ময়লা নিষ্কাশনের পথটি ভূমির সমান্তরাল, তাকে P- trap বলে। পি-ট্র্যাপে ফিকচারের নির্গমন পথে অবস্থিত ওয়েস্ট ওয়াটার পাইপের সাথে যুক্ত থাকে। পি-ট্র্যাপের ব্যাস ফিচারের নির্গমন পথের ব্যাসের সমান হবে।


খ) কিউ-ট্র্যাপে

যে ট্র্যাপের ময়লা আসার প্রবেশ পথটি খাড়া এবং ময়লা নিষ্কাশনের পথটি ভূমির সমান্তরাল না হয়ে কিছুটা নিম্নমুখী কোণে নিচের দিকে নামানো থাকে তাকে Q-Trap বলে। এ ট্র্যাপ ফিকচারের ব্যবহৃত ওয়েস্ট ওয়াটার পাইপের সাথে যুক্ত থাকে। এর ব্যাস ফিকচারের নির্গমন পথের ব্যাসের সমান হবে।


গ) এস-ট্র্যাপ

যে ট্র্যাপের ময়লা আসার প্রবেশ পথটি খাড়া এবং ময়লা নিষ্কাশনের পথটি মাটি থেকে খাড়া থাকে অর্থাৎ

প্রবেশপথ সমান্তরাল থাকে, তাকে ‘S-Trap' বলে।


ক) তল বা মেঝে ট্র্যাপ

ঘরের মেঝে ধোয়া পানি এবং বাথরুম ও রান্নাঘরের ব্যবহৃত ময়লা পানি যে পাইপ দিয়ে নিষ্কাশন করা হয়, ঐ পাইপের মুখে যে ট্র্যাপ লাগানো থাকে তাকে তল বা মেঝে ট্র্যাপ বলে। 


অন্য পোষ্ট : Pillar cock | Bib cock | Stop cock, Plastic facet, Bronze facet

খ) গালি ট্র্যাপ

বাড়ির ছাদের বৃষ্টির পানি ধোয়ানিসহ বাড়ির চার পাশের যে ড্রেনে জমা হয়, ঐ ড্রেনের একেবারে নিচু অংশে ইটের তৈরি গর্ত বা কক্ষের মাঝে ঝাঁঝরি দেয়া যে ট্র্যাপ ব্যবহার করা হয়, তাকে গালি ট্র্যাপ বলে

গ) রোধী ট্র্যাপ

বসতবাড়ির নিকটে অবস্থিত পৌর পাইপ লাইন এবং বাস্তুমল পাইপের সংযোগস্থলে স্থাপিত ইন্সপেকশন পিটে যে ট্র্যাপ স্থাপন করা হয় থাকে রোধী ট্র্যাপ বলে। এর অন্য নাম মাস্টার ট্র্যাপ।


ঘ) ড্রাম ট্র্যাপ

আবাসিক গৃহে বা হোটেলের গোসলখানায় নিষ্কাশন পাইপের মুখে মেঝেতে যে বিশাল আকৃতির ট্র্যাপ থাকে, তাকে ড্রাম ট্র্যাপ বলে। এর উপর স্ক্রুযুক্ত ঢাকনা থাকে ।


ঙ) গ্রীজ ট্র্যাপ

হোটেল, রেস্তোরাঁ, গ্যারেজ, রান্নাঘর, থালাবাসন ধোয়ার স্থান ইত্যাদি থেকে নির্গত যাবতীয় তেল এবং চর্বিযুক্ত ময়লা পানি নিষ্কাশনের জন্য যে বিশেষ ধরনের ট্র্যাপ ব্যবহৃত হয়, তাকে গ্রীজ ট্র্যাপ বলে। এটি বৃহৎ আকারের পাত্রের ন্যায়।

ট্র্যাপ সংযোজন পদ্ধতি বিভিন্ন প্রকার ট্র্যাপের ট্র্যাপের সংযোজন পদ্ধতি নিচে বর্ণনা করা হলো।

ক) পি-ট্র্যাপ

এ ট্র্যাপ ফিচারের নির্গমন পথের সাথে সমান্তরালভাবে এবং প্রবেশপথের সাথে খাড়াভাবে সংযুক্ত করতে হয়।

খ) কিউ-ট্র্যাপ

এ ট্র্যাপ ফিকচারের নির্গমন পথের সাথে সমান্তরাল না করে কিছুটা নিম্নমুখী কোণে নিচের দিকে কৌণিকভাবে সংযোগ করতে হয় এবং অপর প্রান্ত প্রবেশপথের সাথে খাড়াভাবে সংযোগ করতে হয়।

গ) এস-ট্র্যাপ

এ ট্র্যাপ ফিকচারের নির্গমন পথের সাথে উভয় প্রাপ্ত খাড়াভাবে সংযোগ করতে হয়।

ঘ) ব্যাগ-ট্র্যাপ

এ ধরনের ট্র্যাপ সাধারণত চুল কাটার সেলুনে ব্যবহার করা হয়। চুল জাতীয় বর্জ্য পদার্থ নিষ্কাশনের ফলে চুল আর্টকে নিষ্কাশন পথ বন্ধ হয়ে যেতে পারে। তাই এ ধরনের ট্র্যাপ ব্যবহার করে সহজেই চুল জাতীয় বর্জ্য পদার্থ অপসারণ করা সম্ভব।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url