hot water supply line - পানি গরম করার হিটার - গরম পানি সরবরাহ পদ্ধতি

 hot water supply line - পানি গরম করার হিটার - গরম পানি সরবরাহ পদ্ধতি
hot water supply line - পানি গরম করার হিটার - গরম পানি সরবরাহ পদ্ধতি

গরম পানি সরবরাহ পদ্ধতি (Hot Water Supply System)

গৃহস্থালির বেশিরভাগ কাজে পানি ১২০-১৫০° ফা. (প্রায় ৫০-৬০° সেঃ) তাপমাত্রায় গরম করলেই যথেষ্ট, কিন্তু থালা-বাসন ধোয়া, কাপড় ধোয়া ও অন্যান্য বিশেষ কাজে ১৮০° ফা. (৮২°সে.) তাপমাত্রা পর্যন্ত গরম প্রয়োজন হতে পারে। পানি কোনো আবন্ধ পাত্রে বা পানি ট্যাংকে ২১২° ফা. তাপমাত্রার অধিক তাপমাত্রায় গরম করা হলে তাপ ও চাপ বাড়বে এবং পাত্রে জায়গা থাকলে কিছু পানি বাষ্পে পরিণত হবে। কিন্তু যদি বাষ্প সঙ্কুলানের যথেষ্ট আয়তন না থাকে, তাহলে পানির সম্প্রসারিত শক্তির ফলে অত্যধিক চাপ উৎপন্ন হবে এবং হঠাৎ এ চাপ মুক্ত করলে প্রচণ্ড বিস্ফোরণ সহকারে পানি বাষ্পে পরিণত হবে। বিস্ফোরণ রোধে চাপ লাঘব অতি জরুরি। তাপ নিয়ন্ত্রণ বাস্তবে চাপ লাঘব অপেক্ষা অধিকতর নিরাপত্তা নিশ্চিত করে। কারণ, তাপমাত্রা ফোটানো সীমার কম রাখলে বায়ুমণ্ডলীয় চাপ বা তার অধিক চাপে বাষ্প তৈরি হতে পারে না। তাপ-নিয়ন্ত্রণ ভালভের সহায়তায় তা নিয়ন্ত্রণ করা যায়।

পারিবারিক (Domestic) ব্যবহারে গরম পানি সরবরাহের কাজে কয়েল (Coil) সংবলিত পানি-হিটার, গ্যাস বা তেল-হিটার, ইলেকট্রিক হিটার ইত্যাদি দিয়ে পানি গরম করা হয়। পানি-হিটারকে প্রত্যক্ষ (direct), পরোক্ষ (Indirect), জ্বালানি প্রজ্বলিত (Fuel fired), বিদ্যুতে উত্তপ্ত (Electrically heated) বাস্পে উত্তপ্ত (Steam heated) ইত্যাদি শ্রেণিভুক্ত করা যায়। প্রত্যক্ষ হিটারে পানি গরম জ্বলের সংস্পর্শে এসে সেখান থেকে গরম পানির ট্যাংকে বা সরাসরি ব্যবহারে চলে আসে। প্রত্যক্ষ হিটারে একটি আলাদা আবদ্ধ আধারে পানিতে নিমজ্জিত হিটিং কয়েলের সহায়তায় পানি উত্তপ্ত হয় এবং গরম পানি বা বাষ্পাকারে আবর্তিত হয়। পরোক্ষ হিটারগুলো বয়লার সাপেক্ষে আধার সংবলিত বা ট্যাংকবিহীন বা অভ্যন্তরীণ বা বাহ্যিক ধরনের হতে পারে। গৃহস্থালির সংস্থাপনে সাধারণত জ্বালানি বা বিদ্যুৎচালিত প্রত্যক্ষ হিটারই ব্যবহৃত হয়। বৃহৎ সংস্থাপনে বাষ্প কয়েল সংবলিত পরোক্ষ হিটার সাধারণত দেখা যায়।

স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণে ও দ্রুত পানি গরম করতে গ্যাস, ভেল ও বিদ্যুৎ চালিত হিটার উপযোগী। পানি গরম করতে বর্তমানে অনুকূলে আবহাওয়ায় সৌর শক্তিও ব্যবহার হচ্ছে। গরম পানি বিতরণ বা সরবরাহের পরিমাণের ওপর ভিত্তি করে পানি হিটারের ধারণ ক্ষমতা নির্ণয় করা হয়। একটি পারিবারিক পানি সরবরাহ করতে পারবে এবং এটির সর্বনিম্ন ধারণক্ষমতা হবে ৩০ গ্যালন।


অন্য পোষ্ট : Cutting Tools | Measuring Tools | Machine Tools | toos

hot water supply line - পানি গরম করার হিটার - গরম পানি সরবরাহ পদ্ধতি

গরম পানি সরবরাহের পদ্ধতিগুলো

ক) ট্যাংক পদ্ধতি
খ) সিলিন্ডার পদ্ধতি
গ) উভয় পদ্ধতির সংযোগ।

ক) ট্যাংক পদ্ধতি (Tank System)

বর্তমানে এ পদ্ধতিই ব্যবহৃত হচ্ছে। ঠাণ্ডা পানির সিস্টার্ন বল ভাল্ভ দিয়ে নিয়ন্ত্রিত, যা গরম পানির সিস্টার্নকে পানি সরবরাহ করে। গরম পানির সিস্টার্নটি একটি বেন্ড দিয়ে সংযুক্ত। গরম পানির ট্যাংক ওপরে স্থাপন করতে হয়। বয়লারের ওপরের অংশে আগত পানির পাইপ এবং বয়লারের নিচের অংশে সরবরাহ পাইপের সংযোগ দিতে হয়।
বিভিন্ন প্লাম্বিৎ ফিটিংস-এ শাখা পাইপের সাহায্যে গরম পানি সরবরাহ করতে উভয় সিস্টার্ন সংযোগ দেয়া হয়। প্রবাহ লেভেলের নিচে ফিরতি পানির সংযোগ দেয়া উচিত। স্টীম ও বাতাস বের করার পাইপ যথাক্রমে ঠাণ্ডা পানির সিস্টার্ন-এর ওপরের লেভেল দিয়ে এবং গরম পানির ট্যাংক-এর ওপর দিয়ে সংযোগ দেয়া হয়। বয়লারকে কিচেনের আগুন বা হিটার দিয়ে উত্তপ্ত করা হয়।
hot water supply line - পানি গরম করার হিটার - গরম পানি সরবরাহ পদ্ধতি

(খ) সিলিন্ডার পদ্ধতি (Cylinder System)

গরম পানি সরবরাহে দুই পাইপ সিলিন্ডার পদ্ধতি ব্যবহার করা বাঞ্ছনীয়। ট্যাংক পদ্ধতি ও সিলিন্ডার পদ্ধতির মাঝে প্রধান পার্থক্য হলো সিলিন্ডার পদ্ধতির গরম পানির ট্যাংক সরবরাহ পাইপের নিচে থাকে এবং ট্যাংক পদ্ধতিতে গরম পানির ট্যাংক উপরে থাকে।
ট্যাংক পদ্ধতির চেয়ে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ সুবিধাগুলো সিলিন্ডার পদ্ধতিতে বিদ্যমান
(অ) এ পদ্ধতিতে দ্রুত কাজ সমাধা হয়।
(আ) ক্ষণিকের জন্য বিদ্যুৎ বন্ধ হলেও পানি চলাচল (Circulation) বন্ধ হয় না।
(ই) বয়লার এবং সিলিন্ডার-এর মাঝে ছোট দৈর্ঘ্যের পানি চলাচলকারী পাইপ থাকায় পানি নষ্ট হওয়ার সম্ভাবনা কম।

(গ) সিলিন্ডার ও ট্যাংক যৌথ পদ্ধতি (Cylinder and Tank Joint System)

এ পদ্ধতিতে বড় আকারের বয়লার দিয়ে একটি দালানের বিভিন্ন অংশে পরম বাতাস ও পানি সরবরাহ করা সম্ভব। উভয় পদ্ধতির সুবিধাগুলো এ পদ্ধতিতে বিদ্যমান।

পানি গরম করা (Water Heating)

১৮০° ফাঃ তাপমাত্রায় সীমাবদ্ধ রেখে কম চাপে উত্তপ্ত দিয়ে পানি গরম করা হয়। পানি গরম করার জন্য দুই পাইপ পদ্ধতি উপযোগী এবং তা সচরাচর ব্যবহৃত হয়। ৮০ নং চিত্রে ট্যাংক পদ্ধতি, এক পাইপ সিলিন্ডার পদ্ধতি দুই পাইপ সিলিন্ডার পদ্ধতি এবং যৌথ পদ্ধতি দেখানো হয়েছে। রাতে স্টপ ভাল্ভ-এর সাহায্যে রিটার্ন পাইপ বন্ধ করে রাখা হয় এবং সকালে স্টপ ভালভ খোলার পর গরম পানি পাওয়া যায়। প্রবাহ পাইপ থেকে গরম পানি সরবরাহ করা হয়। রিটার্ন পাইপ থেকেও গরম পানি নেয়া যায়। কিন্তু এ পানি অভ্যস্ত গরম নয়। বড় দালান কম চাপে সেন্ট্রিফিউগ্যাল পাম্প দিয়ে গরম পানি সরবরাহ করা হয়। বেশি চাপে গরম পানি সরবরাহ করা হয়।
hot water supply line - পানি গরম করার হিটার - গরম পানি সরবরাহ পদ্ধতি

বয়লার বা হিটারের অবস্থান

পারিবারিক ব্যবহারে গরম পানি সরবরাহের কাজে করেল সম্বলিত হিটার, গ্যাস ও তেল হিটার, ইলেকট্রিক হিটার ইত্যাদি দিয়ে পানি গরম করা হয়। গৃহস্থালি সংস্থাপনে সাধারণত জ্বালানি বা বিদ্যুৎকাশিত স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণে ও দ্রুত পানি গরম করতে গ্যাস, তেল, বিদ্যুৎ চালিত হিটার উপযোগী। ট্যাংক পদ্ধতি বর্তমানে বহুল প্রচলিত। এ পদ্ধতিতে ট্যাংক সরবরাহ পাইপের ওপরে থাকে এবং হিটার/বয়লার
নিচে থাকে এবং কিচেনের আগুন বা হিটার দিয়ে উত্তপ্ত করা হয়। সিলিন্ডার পদ্ধতিতে গরম পানির ট্যাংক সরবরাহ পাইপের নিচে থাকে। ৮১ নং চিত্রের মাধ্যমে বয়লারের অবস্থান দেখানো হয়েছে।

বয়লার অথবা হিটারের ইনলেট আউটলেট সংযোগ :
বয়লারের এবং ট্যাংকের নিকটে গেল ভালূত স্থাপন করে ইনলেট পাইপ দিয়ে ওভারহেড ট্যাংক এবং বলারের সাথে সংযোগ করতে হবে। এর মাধ্যমে তাপ বা বাষ্প ওভারহেড ট্যাংকের পানিতে গরম করে যা আউটলেট পাইপে সংযুক্ত মিক্সিং ফসেট-এর মাধ্যমে বিভিন্ন পয়েন্টে সরবরাহ হয়।

সরবরাহ লাইনে ভেস্ট পাইপ সংযোগ পদ্ধতি
ওভারহেড ট্যাংকের তলদেশে সংযুক্ত ইনলেট এবং আউটলেট পাইপে সৃষ্ট বাষ্প বা বাতাস বের করার জন্য
ঐ স্থান থেকে ওপরের দিকে ট্যাংকের উচ্চতা অপেক্ষা বেশি উঁচুতে এ পাইপ সংযোগ করা হয় ফিটিংসের
মাধ্যমে, যার উপরি অংশ হকের মতো বাঁকা থাকে।

কার্যপ্রণালি

hot water supply line - পানি গরম করার হিটার - গরম পানি সরবরাহ পদ্ধতি


অন্য পোষ্ট : Metals | Ferrous Metals | Non-Ferrous Metals | Grinding

ইলেকট্রিক পানি হিটার (Electric Water Heater)

ইলেকট্রিক পানি হিটারের সাহায্যেও পানি গরম করা যায়। ইলেকট্রিক হিটারটি ক্লিপের সাহায্যে দেয়ালে বসিয়ে ইলেকট্রিক সার্কিটের সাথে সংযোগ দেয়া হয়। ফলে পানি গরম হতে থাকে। এর ব্যয়বহুল। একটি ইলেকট্রিক পানি  সকল অংশের নাম :
১. সেফটি রিলিফ-ভালভ
২. রিলিফ-ভালভ আবরণ
৩. ওপরের হিটিং কেবিনেট
B. ওপরের হিটিং অংশ বা এলিমেন্ট
৫. স্টোরেজ ট্যাংক
৬. ফাইবার গ্লাস ইনসুলেশন
৭. বাইরের ফিনিশ
৮. নিচের হিটিং অংশ বা এলিমেন্ট
৯. এন্টি-মিক্সিং বাধাদানকারী দেয়াল, যা ট্যাংক গরম পানির সাথে ঠাণ্ডা পানির সংমিশ্রণ কমিয়ে দিতে ঠাণ্ডা পানির নির্গমন পথে ঢাল হিসেবে কাজ করে
১০. কাঠের ব্লক, যা ট্যাংক থেকে হিটারের পা গুলোতে তাপ পরিবহন রোধ করে
১১. ইস্পাতের পা গুলো
১২. ট্যাংক ড্রেন ভালভ
১৩. কেবিনেট টপ
১৪. টিহ ট্র্যাপ, যা ৩/৪ x বা ১৯ মি.মি. পাইপ ও ফিটিং দিয়ে তৈরি। এটি ট্যাংকের বাইরে এবং হিটার বেস ও কেবিনেটের মাঝ দিয়ে ছড়ানো-জমানো গরম পানির তাপ ক্ষয় প্রতিরোধ করে
১৫. রিলিফ-ভাল্ভ ড্রেন টিউব, যা রিলিফ ভাল্ভকে হিটারের বেসের সাথে যুক্ত করে
১৬. দরজার প্যানেল হাতল
১৭. প্রবেশ প্যানেল
১৮. ওপরের থার্মোস্টেট, যা ১২০-১৭০° ফারেনহাইট অর্থাৎ ৫০-৭৫° পর্যন্ত তাপমাত্রা নিয়ন্ত্রণযোগ্য
১৯. থার্মোস্টেট উৎস
২০. মাউন্টিং বোল্ট
২১. ইনসুলেটিং প্যাড
২২. কেবিনেট দরজার প্যানেল
২৩. ফ্ল্যাক্সিবল মেটাল নল
২৪. নিচের প্রবেশ প্যানেল
২৫. থামোস্টেট
২৬. থার্মোস্টেট উৎস
২৭. মাউন্টিং বোল্ড
২৮. ইনস্যুলেটিং প্যাড
২৯. পাওয়ার লীডস
৩০. গরম পানি নির্গমন ১৯ মি.মি. লোহা পাইপ
৩১. ঠাণ্ডা পানি নির্গমন ১৯ মি.মি. লোহা পাইপ
৩২. বৈদ্যুতিক সংযোগের বাইর দরজা
৩৩. বেস প্যানেল
৩৪. রিলিফ-ভালভ ড্রেন টিউব বা নল।
এই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রিত বৈদ্যুতিক পানি হিটারের কার্যনীতি প্রদর্শিত হয়েছে

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url