ফিচার কি - কিচেন সিংক - বাথটাব - toilet flushing cistern - portable bathtub

 ফিচার কি - কিচেন সিংক - বাথটাব - toilet flushing cistern - portable bathtub
ফিচার কি - কিচেন সিংক - বাথটাব - toilet flushing cistern - portable bathtub

ফিচার ব্যবহারে সমস্যার কারণ ও সমাধান

 বেসিনে উদ্ভূত সমস্যার কারণ ও সমাধান

সমস্যার কারণ : 

চুন, কাগজ, ন্যাকড়া পদার্থ, পানিতে অদ্রবর্ণীয় পদার্থের টুকরা ওয়েস্ট ওয়াটার পাইপের ট্র্যাপে জমা হয়ে ময়লা/ধোয়ানি পানিপ্রবাহে বাধা ও সমস্যার সৃষ্টি করতে পারে। 


সমাধান : 

ওয়াশ বেসিনের নিচে অংশ ভুলে ট্র্যাপ সীল পরিষ্কার করতে হবে। বেসিনের তলদেশে রক্ষিত গ্রেটিংস পরিষ্কার করতে হবে এবং মাঝে মাঝে গরম পানি ঢালতে হবে। নিয়মিত হারপিক/ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।


পানি ব্যবহারে উদ্ভূত সমস্যা ও সমাধান সমস্যা : বেসিনে পিলার কক্/স্টপ কক্ সঠিকভাবে স্থাপন না করলে অথবা পিলার কক্/ স্টক ককের ত্রুটি দেখা দিলে। লেড পাইপে ত্রুটি দেখা দিলে ওয়াশ বেসিনে ওভারফ্লো হয় কারেকশন সঠিক না থাকলে।

ফিচার কি - কিচেন সিংক - বাথটাব - toilet flushing cistern - portable bathtub

সমাধান :

সঠিকভাবে পিলার কক্/ স্টক কক্ লাগাতে হবে। ওভারফ্লো কানেকশন কোনো কারণে বন্ধ থাকলে পরিষ্কার করতে হবে। লেড পাইপে সমস্যা থাকলে লেড পরিবর্তন করতে হবে। নিয়মিত হারপিক/ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।


 সিংক ব্যবহারে উদ্ভূত সমস্যা ও সমাধান

কিচেন সিংক ব্যবহারের সমস্যা : 

শাক-সবজির উদ্বৃত্ত অংশ, মাছের কাঁটা, গোশতের হাড়, চর্বি ইত্যাদি কাটার সময় গ্রেটিংস-এ পড়ে গেলে ওয়েইস্ট ওয়াটার পাইপে সমস্যা দেখা দেবে। চুল বা অন্য কোনো অদ্রবণীয় কঠিন পদার্থের কণাবিশেষ পড়লেও সিংকে সমস্যা হবে।


অন্য পোষ্ট : Annealing | Tempering | Normalizing | Hardening | Quenching | Carburizing

সমাধান : 

কিছুদিন পর পর গ্লেটিংস এবং ওয়েইস্ট পাইপের নিচের ট্র্যাপ পরিষ্কার করতে হবে। মাঝে মাঝে গরম পানি ঢালতে হবে। নিয়মিত হারপিক/ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।


বাথটাব ব্যবহারে উদ্ভূত সমস্যা ও সমাধান

সমস্যা :

 বিভিন্ন প্রকার চুল/লোম, গ্রেটিং-এ প্রবেশ করলে পানিপ্রবাহে সমস্যা দেখা দেবে। শরীর ও কাপড়

চোপড়ের অংশবিশেষ, তুলা, টিস্যু ইত্যাদি গ্রেটিংস-এ জমা হলে ওয়েইস্ট ওয়াটার প্রবাহিত হবে না।


সমাধান :

 গ্রেটিংস-এ ময়লা, চুল ইত্যাদি জমা হলে সাথে সাথে সরাতে হবে। ব্যবহারের পর নিয়মিত পরিষ্কার রাখতে হবে। বাথটাব পানিপূর্ণ করে হঠাৎ ড্রেন আউট করে দিলে পানির চাপে ময়লা পরিষ্কার হয়ে যাবে।

ফিচার কি - কিচেন সিংক - বাথটাব - toilet flushing cistern - portable bathtub

 ইউরিন্যাল ব্যবহারে উদ্ভূত সমস্যা ও সমাধান

সমস্যা : 

ঢেলা কুলুপ ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন না করলে ঢেলা, কাপড়ের টুকরা, তুলা, কাগজ ইত্যাদি গ্রেটিংস্-এ প্রবেশ করলে প্রবাহে বাধা সৃষ্টি হবে ওয়েইস্ট ওয়াটার পাইপের নিচে ট্র্যাপ নষ্ট হলে সমস্যা দেখা দেবে। স্টপ কক/লেড পাইপের কানেকশন সঠিক না থাকলে পানি দিয়ে ফ্লাশ করা যাবে না, ফলে গন্ধ ছড়াবে। ওয়েইস্ট ওয়াটার পাইপের কানেকশন ঠিক না থাকলে বা ওয়েইস্ট ওয়াটার পাইপ ফেটে গেলে মূত্র যথাযথ প্রবাহিত না হয়ে যত্রতত্র প্রবাহিত হবে, যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর।


সমাধান : 

ঢেলা কুলুপ ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। মাঝে মাঝে গ্রেটিংস্ খুলে পরিষ্কার করতে হবে। স্টপ ককের/লেড পাইপের কানেকশন সঠিক না থাকলে ঠিক করতে হবে। ওয়েইস্ট ওয়াটার পাইপ নষ্ট থাকলে পরিবর্তন করতে হবে।


ফ্লাশিং সিস্টার্ন মেরামত পদ্ধতি

ইন্ডিয়ান এবং ইউরোপিয়ান/হাই-লেভেল এবং লো-লেভেল উভয় ফ্লাশিং সিস্টার্ন-এ একটি ফ্লোট থাকে, যা দিয়ে নিল ভাদৃত নিয়ন্ত্রিত হয়ে চেম্বার পানিপূর্ণ হয়। এ ইউনিটে নিডল ভাবৃত এবং ফ্লোট উভয়ই নষ্ট বা অকেজো হতে পারে। ফ্লোট-এর ত্রুটি বলতে ক্লোট লিক হওয়া বা ছিদ্র হওয়া বোঝায়। এক্ষেত্রে ফ্লোট বদলি করলেই ভালো হয়। নিল ভাবৃত্ত ক্ষয় হলে অনেক ক্ষেত্রে গ্রাইন্ডিং করে কার্যপোযোগী করা যায়। লেড পাইপ লিক হলে বদলি করে ফ্লাশিং সিস্টার্ন সচল করা হয়। হ্যান্ডেল ইত্যাদির ত্রুটি হলে মেয়ামত/ বদলি করতে হয়।

ফিচার কি - কিচেন সিংক - বাথটাব - toilet flushing cistern - portable bathtub

হাই লেভেল ফ্লাশিং সিস্টার্ন-এর বিভিন্ন অংশের নাম


১. ফ্লাশ পাইপ

২. বেল

৩. হ্যান্ডেল 

৪. শিকল

৫. ভাসমান বল

৬. উপচানো নল

৭. আগমন নল


ফ্লাশিং সিস্টার্ন নষ্ট হওয়ার কারণ

ফ্লাশিং সিস্টার্ন নষ্ট হওয়ার কারণ নিম্নরূপ

১) শিকল টেনে সাথে সাথে ছেড়ে না দিলে।

২) ফ্লোট বা নিডল ভালভ নষ্ট হলে বা কাজ না করলে।

৩) ফ্লোট ছিদ্র হলে।

৪) নিভল্ ভাল্‌ভ ক্ষয় হলে।

৫) লেড পাইপ (ফ্লাশিং সিস্টার্ন সংযোগের জন্য) নষ্ট হলে।

৬) হ্যান্ডেল নষ্ট হলে। 

৭) চেইন ছিঁড়ে গেলে।

৮) বেল যথাস্থানে না বসলে।


অন্য পোষ্ট : Measuring Tools | Folding Rule | End Rule | Hook Rule | Feeler Gauge

ফ্লাশিং সিস্টার্ন পরিবর্তন এবং মেরামত পদ্ধতি 

প্রথমে সরবরাহ লাইন বিচ্ছিন্ন করতে হবে, অর্থাৎ স্টপ কক্ বন্ধ করে লেড পাইপ বিচ্ছিন্ন করতে হবে। ফ্লাশিং

পাইপ ওয়াটার ক্লোসেট থেকে বিচ্ছিন্ন করার জন্য সিস্টার্নের নিচে জ্যাম নাট খুলতে হবে। ত্রুটি শনাক্ত করে যথারীতি ত্রুটিযুক্ত অংশ মেরামত অথবা নতুন সংযোজন করতে হবে।


লো-লেভেল ফ্লাশিং সিস্টার্ন/লো-ডাউন-এর বিভিন্ন অংশ

১) বড়ি

২) পুশ বটম

 ৩) কভার

৪) ইনলেট কানেকশন

৫) ফ্লোটিং ভালভ সেট

৬) ফ্লাশিং পাইপ 

৭) ওভার-ফ্লো পয়েন্ট

ফিচার কি - কিচেন সিংক - বাথটাব - toilet flushing cistern - portable bathtub

 লো-লেভেল ফ্লাশিং সিস্টার্ন নষ্ট হওয়ার কারণ

ক) পরিষ্কার-পরিচ্ছন্ন করার সময় হ্যামারিং করলে।

খ) ক্লিনিং ব্রাশ দিয়ে আঘাত করলে।

গ) লো-ডাউন ডিসপ্লেসড হবে, এমনভাবে ব্যবহার করলে।


লো-লেভেল ফ্লাশিং সিস্টার্ন পরিবর্তন ও মেরামত পদ্ধতি

পরিবর্তনের সময় প্রথমে সরবরাহ লাইন বিচ্ছিন্ন করতে হবে। প্রথমে স্টপ কক্ বন্ধ করে লেড পাইপ বিচ্ছিন্ন করতে হবে। ফ্লাশিং পাইপ ওয়াটার ক্রোসেট থেকে বিচ্ছিন্ন করার জন্য নিচের জাম নাট খুলতে হবে। ত্রুটি শনাক্ত করে যথারীতি ত্রুটিযুক্ত অংশ মেরামত বা নতুন সংযোজন করতে হবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url