Metals | Ferrous Metals | Non-Ferrous Metals | Grinding

 

Metals | Ferrous Metals | Non-Ferrous Metals | Grinding

Metals | Ferrous Metals | Non-Ferrous Metals | Grinding

ওয়ার্কশপে সতর্কতামূলক ব্যবস্থা

 ওয়ার্কশপে সতকর্তা বিধি পালনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব: 

একটি দুর্ঘটনা দ্বারা ব্যক্তিগত, সামাজিক ও জাতীয় পর্যায়ে প্রচুর ক্ষতিসাধন সহ বহুবিধ সমস্যার সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত ব্যক্তি আহত বা নিহত হতে পারে। আহত বা নিহত ব্যক্তির পরিবার ক্ষতিগ্রস্ত হয়। একটি ছোট দুর্ঘটনার কারণে একটি কারখানা ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে পারে আবার একজন দক্ষ কর্মী আহত বা নিহত হলে দেশ, জাতি ও পরিবার ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং কাজ করার সময় ঐ সকল দুর্ঘটনা হতে নিজেকে রক্ষা করার জন্য প্রত্যেক কারিগরের সতর্কতা অবলম্বন করা উচিত। ওয়ার্কশপে দক্ষ কারিগর এবং যন্ত্রপাতি উভয়ই মূল্যবান সম্পদ। কারিগররা সতর্কতার সাথে এবং নিরাপদে বিভিন্ন মেশিনটুলে কাজ করে লাভজনক দ্রব্যাদি বা যন্ত্রাংশ উৎপাদন করবে এটাই কাম্য। অন্যথায় সতর্কতার অভাবে দুর্ঘটনাজনিত কারণে কারিগরদের দৈহিক ক্ষয়ক্ষতি ও মেশিনটুলের ক্ষয়ক্ষতি অলাভজনক উৎপাদনের কারণ হয়, এটা আদৌ কাম্য নয়। বিভিন্ন মেশিনটুল ওয়ার্কশপে সতর্কতার সাথে কাজ করলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। সেফটি বিশেষজ্ঞগণ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে লব্দ সতর্কর্তা ও নিরাপত্তামূলক মনোভাব এবং আচরণ কর্মজীবনে সরাসরি প্রতিফলিত হয়। এ জন্য শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতা বিধিসমূহ অনুশীলন করা উচিত। সতর্কতা দুর্ঘটনার হার কমায়। এক সমীক্ষায় দেখা যায় হ্যান্ড টুলস ব্যবহারে দুর্ঘটনার হার ৮%। দুর্ঘটনা ক্ষতি ছাড়া মঙ্গল বয়ে আনে না। এ জন্য দুর্ঘটনা রোধকল্পে সতকর্তা বিধি পালনের প্রয়োজন রয়েছে।


নিয়ে ওয়ার্কশপে সতর্কতা বিধি পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো 

> ওয়ার্কশপে কর্মরত টেকনিসিয়ানদের জীবনের নিরাপত্তার জন্য।


> টেকনিসিয়ানদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নিরাপত্তার জন্য। 

> ওয়ার্কশপে ব্যবহৃত টুলস ও যন্ত্রপাতির নিরাপত্তার জন্য।


> ওয়ার্কশপে ব্যবহৃত কাঁচামাল ও অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র সঠিকভাবে ব্যবহার করে অপচয় কমিয়ে আনা।


> সময়ের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা।


> উত্তম কর্ম পরিবেশ বজায় রেখে সুষ্ঠুভাবে কাজ পরিচালনা করার জন্য।


অন্য পোষ্ট : সিউয়েজ কি - Industrial Sewage - what is water carriage system


Metals | Ferrous Metals | Non-Ferrous Metals | Grinding

 ওয়ার্কশপের জন্য প্রয়োজনীয় সতর্কতা বিধিসমূহঃ


ওয়ার্কশপে কর্মরত অবস্থায় বিভিন্ন প্রকার যন্ত্র বা মেশিন হতে অনেক প্রকার দুর্ঘটনা ও বিপদের আশঙ্কা থাকে।

বিভিন্ন প্রকার বিধি পালন করে এ সমস্ত বিপদ বা দুর্ঘটনা হতে মুক্ত থাকা সম্ভব।

নিয়ে ওয়ার্কশপে পালনীয় সতর্কতামূলক বিধিসমূহ উল্লেখ করা হলো


* কাজের ধরন অনুসারে সঠিক যন্ত্রের ব্যবহার।


* কাজ করার সময় যন্ত্রসমূহ যথাস্থানে রেখে কাজ করা।

* কাজ শেষে যন্ত্রগুলো নির্দিষ্ট একটি বাক্সে যথাস্থানে রাখা।


* ফাইল (File), স্ক্রেপার (Scraper) ও স্ক্রু-ড্রাইভার (Screw-driver) ইত্যাদি যন্ত্রে উপযুক্ত হাতল লাগিয়ে কাজ করা।

* হাতুড়ির হাতল ও লিক ঠিকমতো আছে কী না দেখে নেওয়া।

● "শান" (Grinding) করার সময় সঠিক চশমা ব্যবহার করা। মাপ নেবার যন্ত্রপাতিসমূহকে সঠিক স্থানে রেখে কাজ করা।

● টিলা জামা কাপড়, পায়জাম, চাদর, টাই, মাফলার ইত্যাদি পরিধান করে কাজ না করে আটসাট পোশাক তথা অ্যাপ্রোন পরিধান করে কাজ করা। কাজ করার সময় ঘড়ি, বালা, আংটি ইত্যাদি হাতে না পড়া। 

● খালি পায়ে বা স্যান্ডেল পড়ে ওয়ার্কশপে প্রবেশ না করা।


★ অন্ধকারে, কম আলোতে বা অতিরিক্ত আলোতে কাজ করা উচিত নয়। চোখ ঝলসানো আলো বের হয় এমন কাজে সানগ্লাস ব্যবহার করতে হবে।

ওয়ার্কশপে প্রয়োজনীয় পরিমান অগ্নিনির্বাপক যন্ত্র প্রকাশ্যে ও সুবিধামত জায়গায় সবসময় প্রত রাখা।


ওয়ার্কশপে ব্যবহৃত নিরাপদ পোশাক ও সরঞ্জামাদির নামঃ

ওয়ার্কশপে কাজ করার সময় যে কোন দুর্ঘটনা এড়ানোর জন্য অবশ্যই নিরাপদ পোশাক ও নিরাপদ সরঞ্জামাদি পরিধান করা দরকার। নিম্নে মেশিনশপে নিরাপদ পোশাক ও সরঞ্জামাদির তালিকা দেওয়া হলো


অন্য পোষ্ট : gaskit - automatic faucet - water supply line - sloan automatic faucet

নিরাপদ পোশাক ও সরঞ্জামসমূহঃ


১. মোটা কটন বা জিনসের তৈরি অ্যাপ্রোন,

২. আটসাট পোশাক,

৩. ল্যাদারের তৈরি হ্যান্ড-গ্লাভস, ৪. সেফটি গগলস,

৫. হ্যাড শিশু

৬. শ্যাদারের তৈরি শক্ত তলা বিশিষ্ট ভুতা, 

৭. অগ্নিনির্বাপক যন্ত্র, ইত্যাদি।

মেশিনশপে ব্যবহৃত কাচামাল (ধাতু ও অধাতু)


মেশিন শপে সচরাচর ব্যবহৃত ধাতু ও অধাতুসমূহের নামঃ মেশিনশপে সাধারণত যে সকল ধাতু ব্যবহৃত হয় উহাদেরকে দুইটি শ্রেণিতে বিভক্ত করা যায়। যেমন

১) লৌহজাত ধাতু (Ferrous Metals)

২) অলৌহজাত ধাতু (Non-Ferrous Metals)


লৌহজাত ধাতু (Ferrous Metals) : 

যে সকল ধাতুর মধ্যে লৌহ বিদ্যমান থাকে সেগুলোকে লৌহজাত ধাতু বলা হয়। মেশিনশপে যে সকল লৌহজাত ধাতু ব্যবহৃত হয় তা হলো

১) মাইন্ড স্টিল (Mild Steel) ২) মিডিয়াম কার্বন স্টিল (Medium Carbon Steel)

৩) হাই কার্বন স্টিল (High Carbon Steel)

8) টুল স্টিল (Tool Steel)

৫) গ্রে-কাস্ট আয়রন (Gray Cast Iron)

৬) হোয়াইট কাস্ট আয়রন (White Cast Iron)

৭) চিল্ড কাস্ট আয়রন (Chilled Cast Iron)

৮) ম্যালিয়েবল কাস্ট আয়রন (Malleable Cast Iron)

৯) হাই-স্পিড স্টিল (High Speed Steel) ১০) রট আয়রন (Wrought Iron)

১১) স্টেইনলেস স্টিল (Stainless Steel) ১২) স্প্রিং স্টিল (Spring Steel )

১৩) নিকেল স্টিল (Nickel Steel)

১৪) ক্রোমিয়াম স্টীল (Chromium Steel) ১৫) টাংস্টেন স্টিল (Tungsten Steel), প্রভৃতি।


Metals | Ferrous Metals | Non-Ferrous Metals | Grinding

অলৌহজাত ধাতু (Non-Ferrous Metals) ঃ

 যে সকল ধাতুর মধ্যে লৌহ বা আয়রন থাকে না সেগুলোকে অলৌহজাত ধাতু বলা হয়। মেশিনশপে যে সকল অলৌহজাত ধাতু ব্যবহৃত হয় সেগুলো হলো

১) ব্রাস ( Brass)

২) ব্রোঞ্জ (Bronze)

৩) গান মেটাল (Gun Metal)

8) অ্যালুমিনিয়াম (Aluminium)

৫) তামা (Copper)

৬) দত্তা (Zinc)

৭) অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ (Aluminium Bronze)

৮) ফসফর ব্রোঞ্জ (Phospher Bronze)

৯) বেল মেটাল (Bell Metal)

১০) সীসা (Lead)

১১) নিকেল (Nickel)

১২) টিন (Tin), প্রভৃতি।

মেশিনশপে সাধারণত যে সকল অধাতু ব্যবহৃত হয় সেগুলো

১) সালফার (Sulphur)

2) ফসফরাস (Phosphorous) ৩) প্লাস্টিক (Plastic)

8) কাঁচ (Glass)

৫) ডায়মন্ড (Diamond) ৬) গ্র্যাফাইট (Graphite)

৭) কার্বন (Carbon)

৮) সিলিকন (Silicon)

৯) পলিথিলিন (Polytheline), ইত্যাদি।

৪.২ ধাতু ও অধাতু সম্পর্কে ধারণাঃ


অন্য পোষ্ট : sewer inspection | sewer pipe lining | sewer line repair | sewer line cleanout

ধাতু (Metals) :

যে সকল পদার্থের বিশেষ দ্যুতি আছে, আঘাত সহ্য করার ক্ষমতা বিদ্যমান, পিটিয়ে পাতলা পাড় বানানো যায়, টেনে সরু ও লম্বা করা যায়, আঘাত করলে বিশেষ ধাতব শব্দ হয় এবং তাপ ও বিদ্যুত সুপরিবাহী তাদেরকে ধাতু বলে। যেমন- লোহা, তামা, দস্তা, সোনা, রূপা, ইত্যাদি।


অধাতু (Non-Metals) : 

যে সকল মৌলিক পদার্থ বা যৌগিক পদার্থ সাধারণত তাপ ও বিদ্যুত পরিবাহী নয়, কোনো দ্যুতি নেই, অপেক্ষাকৃত ভঙ্গুর এবং আঘাত করলে ধাতব শব্দ হয় না তাদেরকে অধাতু বলা হয় । যেমন- সালফার, ফসফরাস, প্লাস্টিক, কাঁচ, ডায়মন্ড, গ্র্যাফাইট, কার্বন, সিলিকন, পলিথিলিন, ইত্যাদি অধাতুর

 

মেশিনশপে যে সকল লৌহজাত ধাতু ব্যবহৃত হয় উহারা হলো

মাইন্ড স্টিল, মিডিয়াম কার্বন স্টিল, হাই কার্বন স্টিল, টুল স্টিল, গ্রে-কাস্ট আয়রন, হোয়াইট কাস্ট আয়রন,

চিল্ড কাস্ট আয়রন, ম্যালিয়েবল কাস্ট আয়রন, হাই-স্পীড স্টীল, রট আয়রন, স্টেইনলেস স্টীল, স্প্রিং স্টীল,

নিকেল স্টীল, ক্রোমিয়াম স্টীল, টাংস্টেন স্টীল প্রভৃতি।

উদাহরণ। মেশিনশপে সচরাচর ব্যবহৃত লৌহজাত ধাতু ও অলৌহজাত ধাতু ও লৌহজাত ধাতু (Ferrous Metals) : যে সকল ধাতুর মধ্যে লৌহ বিদ্যমান থাকে সেগুলোকে লৌহজাত


অলৌহজাত ধাতু (Non-Ferrous Metals) :

 যে সকল ধাতুর মধ্যে লৌহ বা আয়রন থাকে না সেগুলোকে অলৌহজাত ধাতু বলা হয়। মেশিনশপে যে সকল অলৌহজাত ধাতু ব্যবহৃত হয় সেগুলো হলো হ্রাস, ব্রোঞ্জ, গান মেটাল, অ্যালুমিনিয়াম, তামা, দস্তা, অ্যালুমিনিয়াম ব্রোঞ্জ, ফসফর ব্রোঞ্জ, বেল মেটাল, সীসা, নিকেল, টিন প্রভৃতি।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url