Machine Tools | doosan machine tools | Operation Trade

Machine Tools | doosan machine tools | Operation Trade 

মেশিন টুলস অপারেশন ট্রেড (Machine Tools Operation Trade) 

Machine Tools | doosan machine tools | Operation Trade

Machine Tools | doosan machine tools | Operation Trade 

মেশিন টুলস অপারেশন ট্রেড পরিচিতিঃ 


 বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন আবিষ্কার ও উন্নয়নের ধারা হাজার হাজার বছর ধরে চলমান বিধায় আমরা আজ একবিংশ শতাব্দীর এই তথ্য প্রযুক্তির যুগে দাড়িয়ে আছি । বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। আধুনিক যুগকে যান্ত্রিক সভ্যতার যুগও বলা হয়ে থাকে। মানুষ যেদিন হতে প্রকৃতি প্রদত্ত বিভিন্ন উপাদান থেকে ধাতু আহরণ করতে শিখেছে এবং ঐ ধাতুর মাধ্যমে প্রয়োজনীয় বস্তু তৈরি করে এর সহজ ব্যবহার দ্বারা দৈনন্দিন জীবনের নানাবিধ প্রয়োজন মেটাতে শুরু করেছে, প্রকৃতপক্ষে তখন থেকেই মানুষ যান্ত্রিক যুগে পদার্পণ করেছে। বিভিন্ন যন্ত্রের আবিষ্কারের ফলে বিজ্ঞান ও প্রযুক্তি এখন পৃথিবী শাসন করছে। যে দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে যত বেশি উন্নত সে দেশ তত বেশি ক্ষমতাশীল এবং অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিকভাবে পৃথিবীতে আধিপত্য বিস্তার করে চলেছে। যান্ত্রিক সভ্যতার কল্যাণে একজন মানুষ এখন পূর্বের তুলনায় অনেক বেশি কাজ করতে পারে । মানুষ বিজ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে পড়ছে বেশি। এসব পরিবর্তনের মূলে মেশিন টুলস এর প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যবহার ব্যতীত, কম্পিউটার, মহাকাশযান, ডুবোজাহাজ, টেলিফোন, বই, কাগজপত্র, কৃষি যন্ত্রপাতি তৈরি, শিল্পের উন্নয়ন, বিভিন্ন ধরনের আধুনিক বিস্ময়কর আবিষ্কার প্রভৃতি কোনো কিছুই তৈরি করা সম্ভব হতো না। দেশ, জাতি ও সভ্যতার উন্নয়নে মেশিন ও যন্ত্রপাতির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। বর্তমানে শিল্প ও কল কারখানার প্রধান চাহিদা হলো দক্ষ জনগোষ্ঠী, যারা হাতের কাজে ও চিন্তা চেতনায় দক্ষ হয়ে কাজের মান উন্নয়ন নিজে নিজে ঘটাতে সক্ষম। যন্ত্রপাতি ও কর্মপদ্ধতির ত্রুটি বিচ্যুতি দুর করে যন্ত্রপাতি ও কর্মপদ্ধতির উন্নয়ন ঘটানোও একান্ত দরকার। 

অন্য পোষ্ট : পানির ট্যাংক - Water Tanks - পানির লাইনের কাজ - সরবরাহ লাইনে তারতম্য

 কয়েকটি যন্ত্র বা যন্ত্রাংশের সমাবেশ যখন কোন নির্দিষ্ট উৎস হতে শক্তি সঞ্চয় করে প্রয়োজনীয় কাৰ্য্য সম্পাদনে সক্ষম হয় তখন ঐ সমাবেশকে মেশিন বলা হয়। টুলস হলো যান্ত্রিক সুবিধা সম্বলিত এক প্রকার ডিভাইস বা মাধ্যম যা ব্যবহার করে কাঁচামালকে প্রয়োজন অনুযায়ী পূর্ব নির্ধারিত আকার, আকৃতি এবং মসৃণতার পরিবর্তন করা হয়। যে ট্রেডে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষালাভ করলে মেশিন টুলস সমূহের ব্যবহার সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করা যায় এবং মেশিন, টুলস ও কাঁচামালের সমন্বয়ে নতুন নতুন জব, যন্ত্রাংশ ও মেশিন তৈরি করার দক্ষতা অর্জন করা যায়, তাকে মেশিন টুলস অপারেশন ট্রেড বলা হয়। একটি দ্রব্য উৎপাদন করতে অনেক ক্ষেত্রে একাধিক মেশিন ও টুলস ব্যবহার করতে হয়। আবার একটি মেশিনে একাধিক অপারেশন করারও প্রয়োজন হতে পারে। যেমন- একটি লেদ মেশিনে টার্নিং, ফেসিং, নার্লিং, থ্রেড-কাটিং, ড্রিলিং, বোরিং ইত্যাদি অপরেশন করা যায়। মেশিন টুলস অপারেশন বলতে একটি মেশিনের দ্বারা সম্পাদিত সকল অপারেশনগুলোকে বোঝায়, আবার বিভিন্ন মেশিন টুলস-এর জন্য নির্ধারিত অপারেশনগুলোকেও বোঝায়। মেশিন টুলস অপারেশনের পরিধি অনেক বিস্তৃত। একটি নির্দিষ্ট পেশার জন্য পেশাজীবী সম্প্রদায় তৈরি করতে হলে কিছু নির্দিষ্ট মেশিন টুলস-এর অপারেশন আয়ত্ব করতে অথবা এর উপর প্রশিক্ষণ দান করতে হবে। সফলতার সাথে প্রশিক্ষণ গ্রহণ শেষে একজন প্রশিক্ষণার্থী খুব সহজেই সংশ্লিষ্ট পেশা বা বৃত্তিকে অর্থ উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারে। মেশিন টুলস অপারেশন ট্রেডে বিভিন্ন প্রকার মেশিনের কাজকে বৃত্তি বা পেশা হিসেবে গ্রহণ করার উপযোগী করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়। 
 প্রশিক্ষণ বলতে বুঝায় জ্ঞান (Knowledge), দক্ষতা (Skill) ও মনোভাব (Attitude)-এর উন্নয়ন ঘটানো। মেশিন টুলস অপারেশন ট্রেড উত্তীর্ণদের মেশিন টুল অপারেটর বলা হয়। মেশিন টুল অপারেটর হলো এমন এক শ্রেণির কারিগর যারা আত্মনির্ভরশীল হয়ে নিরাপদে সকল প্রকার মেশিন টুল চালনা ও নিয়ন্ত্রণ করে উৎপাদন কাজে বিভিন্ন প্রকার বস্তু বা যন্ত্রাংশ উৎপাদন করতে পারদর্শী হয়।

Machine Tools | doosan machine tools | Operation Trade 

মেশিন টুল অপারেটরের জন্য তাত্ত্বিক জ্ঞান : 


একজন মেশিন টুল অপারেটরের নিম্নোক্ত বিষয়ে তাত্ত্বিক জ্ঞান থাকা প্রয়োজন 
 (ক) মেশিন শপের কাজের জন্য প্রয়োজনীয় হিসাব নিকাশ, 
 (খ) লেআউট ও মার্কিং, 
 (গ) পরিমাপ গ্রহণ ও পরিমাপ যাচাইকরণ,
 (ঘ) মেকানিক্যাল ড্রয়িং-এর স্পষ্ট ধারণা,
 (ঙ) মেশিন শপের মৌলিক নিরাপত্তা বিধি, 
 (চ) যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ,
 (ছ) মেশিন টুলের অ্যাটাচমেন্ট ও অ্যাকসেসরিজ ব্যবহারে দক্ষতা, 
 (জ) সঠিক ওয়ার্কহোল্ডিং ডিভাইস ব্যবহার,
 (ঝ) কাটিং টুলের গঠন, ধাতু কাটার পদ্ধতি ও ব্যবহার। (ঞ) টুলস গ্রাইন্ডিং ও শার্পেনিং ও
 (ট) মেশিন সেটআপ, চালনা ও নিয়ন্ত্রণ। 


 মেশিন টুল অপারেটরের জন্য ব্যবহারিক দক্ষতা ঃ


 একজন মেশিন টুলস ট্রেড বিষয়ে উত্তীর্ণ প্রশিক্ষণার্থী বা একজন মেশিন টুল অপারেটরের নিম্নোক্ত বিষয়ে ব্যবহারিক দক্ষতা থাকা প্রয়োজন 

 (ক) জবের ওপর ড্রয়িং ও হিসাব অনুযায়ী লে-আউট ও মার্কিং করার দক্ষতা।

 (খ) মাইক্রোমিটার ও ভার্নিয়ার ক্যালিপার-এর সাহায্যে জব উৎপাদন কালীন পরিমাপ যাচাইকরণের দক্ষতা।

 (গ) মেকানিক্যাল ড্রয়িং বুঝতে পারা ও নিজে ড্রয়িং করতে পারার দক্ষতা। 

 (ঘ) সাধারণ মেশিন টুলের অ্যাটাচমেন্ট ও অ্যাকসেসরিজ এর ব্যবহারে দক্ষতা। 

 (ঙ) ওয়ার্ক হোল্ডিং ডিভাইস সঠিক স্থানে সঠিকভাবে বাঁধতে জানা। 

 (চ) মেশিন সেটআপ, চালনা ও নিয়ন্ত্রণে দক্ষতা।

 (ছ) ওয়ার্ক পিসের ধাতুর ধর্ম অনুযায়ী এবং মেশিনিং পদ্ধতি অনুসারে সঠিক কাটিং দক্ষতা ও কাটিং টুল সঠিকভাবে গ্রাইন্ডিং করার দক্ষতা 


 (জ) কাটিং টুলকে সঠিকভাবে ও সঠিক অ্যাংগেলে টুলহোল্ডারের সাথে বাঁধা। 

 (ঝ) কাটিং ফ্লুইড ব্যবহার করার দক্ষতা। 

 (ঞ) কাটিং ডাটা নির্বাচন ও সেটিং-এ সক্ষম। 

(ট) মেশিন অপারেশন সম্পাদনে সক্ষম।

 (ঠ) মেশিনশপের মৌলিক নিরাপত্তা বিধি পালনের অভ্যাস।

 (ড) উত্তম হাউজ কিপিং-এর অভ্যাস অর্থাৎ মেশিন, যন্ত্রপাতি ও জিনিসপত্র সংরক্ষণে সক্ষম, ইত্যাদি।

  মেশিন টুল অপারেটরদের সম্ভাব্য কর্মক্ষেত্রঃ

 একজন মেশিন টুলস অপারেশন ট্রেড উত্তীর্ণ প্রশিক্ষণার্থী বা মেশিন টুল অপারেটর সংশ্লিষ্ট জ্ঞান ও দক্ষতাসহ মেশিন টুলস চালনা করার কৌশল আয়ত্ব করতে পারলে শিল্প কারখানায় বিভিন্ন পদে অনায়াসে নিয়োগ পাবে। তারা স্ব স্ব ক্ষেত্রে নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করতে সমর্থ হবে। 

নিম্নে মেশিন টুল অপারেটরদের কর্মক্ষেত্রের বিভিন্ন পদের নাম দেওয়া হলো 
 ১/ মেশিনিস্ট, 
 ২/ টার্নার বা লেদম্যান, 
 ৩/ শেপারম্যান, 
 ৪/ মিলিংম্যান বা মিলার, 
 ৫/ গ্রাইন্ডার বা গ্রাইন্ডিং মেশিন অপারেটর, 
 ৬/ ড্রিল মেশিন অপারেটর, 
 ৭/ প্লেনার অপারেটর, 
 ৮/ জুনিয়র টেকনিসিয়ান, 
 ৯/ সিনিয়র টেকনিসিয়ান, ইত্যাদি। 

পদোন্নতির পর মেশিন টুল অপারেটরগণ নিম্নের পদগুলোতে নিয়োগ পেতে পারেন 
1/ মাস্টার টেকনিসিয়ান 
 ২/ ফোরম্যান/সুপারভাইজার। 
 তাছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তর অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীনে মেশিন টুলস অপারেটরগণ নিম্নোক্ত পদে নিয়োগ পেতে পারেন। যথা 
১/ টুলরুম অ্যাটেনডেন্ট, 
 ২/ স্টোরকিপার, 
 ৩/ ক্রাফট ইনস্ট্রাক্টর, 
 (৪/ সিনিয়র ক্রাফট ইনস্ট্রাক্টর, ইত্যাদি।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url