machine shop | machine shop flint | little machine shop

 machine shop | machine shop flint | little machine shop 

Machine Tools | doosan machine tools | Operation Trade

machine shop | machine shop flint | little machine shop

 মেশিন শপ- এর পরিচিতি 

(Introduction to Machine Shop) :


মেশিন শপ হলো একটি স্থান, যেখানে ধাতুকে প্রয়োজনীয় আকার, আকৃতি এবং মসৃণতায় কাটা হয় এবং মেশিন বা যন্ত্রাংশ তৈরির জন্য সেগুলোকে সংযোজন করা হয়। অন্যভাবে বলা যায়, মেশিন শপ হলো এমন একটি স্থাপনা যেখানে কার্যবস্তুর ওপর বিভিন্ন প্রক্রিয়া বা অপারেশন সম্পন্ন করার জন্য বিভিন্ন প্রকার মেশিন বিদ্যমান থাকে। যেমন- লেদ মেশিন, মিলিং মেশিন, ড্রিলিং মেশিন, শেপিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, ওয়েল্ডিং মেশিন ইত্যাদি। অর্থাৎ এখানে বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করার জন্য ধাতব বস্তুকে প্রয়োজনীয় পরিমাণে মেশিনিং করা হয় । এভাবে নির্মিত মেশিন বা যন্ত্রাংশগুলি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী তৈরিতে ব্যবহৃত হয়। মেশিন শপ হলো সকল মেকানিক্যাল উৎপাদনের মূল ভিত্তি।


কাজের ধরন এবং উৎপাদন ক্ষমতার উপর নির্ভর করে মেশিন শপকে তিন ভাগে ভাগ করা যায়


(ক) জব শপ (Job shop)

(খ) সীমিত উৎপাদন শপ (Limited production shop) 

(গ) ব্যাপক উৎপাদন শপ (Mass production shop)


অন্য পোষ্ট : আর্ক ওয়েল্ডিং কাকে বলে? আর্ক ওয়েল্ডিং কত প্রকার ও কি কি - আর্ক ওয়েল্ডিং কি

machine shop | machine shop flint | little machine shop 


(ক) জব শপ (Job shop) :


জব শপ হলো এক ধরনের মেশিন শপ যা প্রয়োজনীয় সকল প্রকার মেশিন টুল (সাধারণত জেনারেল পারপাস মেশিন সমূহ) এবং কর্মী দ্বারা সুসজ্জিত এবং যেখানে সাধারণত বিশেষ ধরনের বিভিন্ন প্রকার সীমিত সংখ্যক (একশত পর্যন্ত) যন্ত্রাংশ বা জব মেশিনিং করা হয়। ডিজাইন ইঞ্জিনিয়ারের ডিজাইনকৃত অথবা আবিষ্কারকের উদ্ভাবিত যন্ত্রাংশ উৎপাদনে জব শপ প্রয়োজনে আসে। স্ট্যান্ডার্ড বা বিশেষ আকৃতির সীমিত পরিমাণ যন্ত্রাংশ তৈরি করতে সাধারণত জব শপ ব্যবহৃত হয়। বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন মেশিন শপসমূহকে এক প্রকার জব শপ বলা চলে।


(খ) সীমিত উৎপাদন শপ (Limited production shop) :


জব শপ এবং ব্যাপক উৎপাদন শপের মধ্যবর্তী উৎপাদন ক্ষমতা সম্পন্ন মেশিন শপকে সীমিত উৎপাদন শপ বলা হয়। একশত হতে কয়েক হাজার পর্যন্ত একই রকম যন্ত্রাংশ তৈরি করতে ইহাকে নির্দিষ্ট করা হয়। বহু সংখ্যক পুনরাবৃত্ত অপারেশন (Repetitive Operations) সমূহের জন্য সীমিত উৎপাদন শপের মেশিন টুল গুলিকে সহজেই এক সেটআপ থেকে অন্য সেটআপে পরিবর্তন করা যায়। বর্তমানে জব শপ ও সীমিত উৎপাদন শপগুলি অটোমেটিক ও নিউমেরিক্যাল (Numerical) কন্ট্রোল পদ্ধতিতে নিয়ন্ত্রিত মেশিন টুল ব্যবহার করছে। বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট, বিটাক (BITAC), প্রভৃতি সীমিত উৎপাদন শপের অন্তর্ভুক্ত।


(গ) ব্যাপক উৎপাদন শপ (Mass production shop) :


 ব্যাপক উৎপাদন শপে অসীম সংখ্যক যন্ত্রাংশ তৈরি করা হয়। এখানে অটোমেটিক ও নিউমেরিক্যাল কন্ট্রোল পদ্ধতিতে নিয়ন্ত্রিত মেশিন টুলগুলি পূর্ণ ক্ষমতায় ব্যবহৃত হয়। মেশিন টুলগুলি নির্দিষ্ট কিছু অপারেশনের জন্য সুনির্দিষ্ট কতিপয় কাটিং টুল সহ সেটআপ করা হয়। প্রায়ই মেকানিক্যাল আর্মের সাহায্যে ওয়ার্কপিস স্থাপন ও পুনরায় স্থাপন করা হয়। কাজেই একজন অপারেটর অনেক ক্ষেত্রে কয়েকটি মেশিন পরিচালনা করতে পারে।


এই জাতীয় শপে নিজস্ব নিউমেরিক্যাল কন্ট্রোল পদ্ধতি, প্রোগ্রাম তৈরির কম্পিউটার এবং টেপ তৈরি বিভাগ থাকে । লুনা-সুইডেন, ব্রিটিশ অ্যারোস্পেস-যুক্তরাজ্য, এস.কে.এফ (বিয়ারিং তৈরির কারখানা), মিটসুবিশি জাপান প্রভৃতি ব্যাপক উৎপাদন শপের পর্যায়ভুক্ত।

অন্য পোষ্ট : টিউবওয়েল - নলকূপ - নলকূপ মেকানিক কাজ কি - পানির স্তর


মেশিন শপে সচরাচর ব্যবহৃত টুলসগুলোর নামঃ 

একটি মেশিন শপে বহু ধরনের আকার, আকৃতি এবং মসৃণতার কাজ সম্পাদন করতে হয়। মেশিন শপে এ কাজগুলি সম্পাদন করতে বিভিন্ন প্রকারের টুলস ব্যবহৃত হয়। অধিকতর ব্যবহার এবং কাজের গুরুত্ব বিবেচনা


করে মেশিন শপে সচরাচর ব্যবহৃত টুলসগুলোর নাম নিম্নে উল্লেখ করা হলো


(ক) মেশিন টুলস (Machine Tools) 


মেশিন টুলস বলতে শক্তি চালিত (Power Driven) যান্ত্রিক ব্যবস্থা বা উৎপাদনকারী যন্ত্রকে বুঝায়। মেশিন টুলসের সাহায্যে কাস্টিং বা ঢালাই, পেটানো লোহা অথবা রোল্ড করা ধাতব বস্তুকে কাটা এবং তা থেকে অতিরিক্ত মেটাল বা ধাতু অপসারিত করা হয়।

 মেশিন শপে ব্যবহৃত মেশিন টুলসসমূহ হলোঃ


১. সেন্টার-বা-ইঞ্জিন-লেদ-[_Center-or_Engine_Lathe]


২. টারেট লেদ (Turret Lathe)


৩. ক্যাপস্টান লেদ ( Capstan Lathe)


8. সেনসিটিভ ড্রিলিং মেশিন (Sensitive drilling machine) ৫. আপরাইট ড্রিলিং মেশিন (Upright drilling machine)


৬. রেডিয়াল ড্রিলিং মেশিন (Radial drilling machine)


৭. প্লেইন হরাইজন্টাল মিলিং মেশিন (Plain horizontal milling machine)


৮. ইউনিভারসাল হরিজন্টাল মেশিন (Universal horizontal milling machine)


৯. ভার্টিক্যাল মিলিং মেশিন মিলিং (Vertical milling machine milling)


১০. শেপিং মেশিন (শেপার ) - Shaping machine ( shaper)


১১. প্লেনিং মেশিন (প্লেনার) - Planing machine (Planer)


১২. সারফেস গ্রাইন্ডিং মেশিন (Surface grinding machine) ১৩. সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং মেশিন (Cylindrical grinding machine)


১৪. টুল অ্যান্ড কাটার গ্রাইন্ডার (Tool and Cutter grinder)


১৫. বোরিং মেশিন (Boring Machine)


১৬. হোনিং মেশিন (Honing machine) ১৭. বেন্ড-স (Bend saw)


১৮. পাওয়ার হ্যাক-স (Power hacksaw)


১৯. শিয়ারিং প্রেস (Shearing Press)


২০. বেন্ডিং মেশিন বা প্রেস ব্রেক (Bending Machine or Press Brake)


অন্য পোষ্ট : পানির পাম্প - পাম্প কত প্রকার - air lift pump - classification of pumps

(খ) হ্যান্ড টুলস (Hand Tools) :


হস্ত চালিত যন্ত্রকে হ্যান্ড টুলস বলে। সাধারণত হাতে চালিত বা কায়িক পরিশ্রমের দ্বারা যে সকল যন্ত্রপাতি ব্যবহার করে কাঁচামালকে নির্ধারিত আকার, আকৃতি ও মসৃণতায় আনা হয় সেগুলোকে হ্যান্ড টুলস বলা হয়।


মেশিন শপে বহুল ব্যবহৃত হ্যান্ড টুলসসমূহ হলোঃ


১) হাতুড়ি বা হ্যামার (Hammer) ২) ক্রু-ড্রাইভার (Screw driver)


৩) রেঞ্চ বা স্প্যানার (Wrench or Spanner)


৪) প্লায়ার্স (Pliers)


৫) ভাইস (Vice)


৬) পাঞ্চ (Punch) ৭) অ্যানভিল (Anvil)


৮) সারফেস প্লেট (Surface plate)


সবচেয়ে সাধারণ এবং সবচেয়ে বেশি যে সমস্ত হ্যান্ড কাটিং টুলস মেশিন শপে ব্যবহৃত হয় উহাদের নাম নিয়ে উল্লেখ করা হলো


১) ফাইল (File)


২) হ্যাকস (Hack-Saw)


৩) চিজেল (Chisel)


8) ক্র্যাপার (Scrapper) ৫) ট্যাপ (Tap)


৬) ডাই (Die)


৭) রিমার (Reamer)


৮) পাইপ কাটার (Pipe Cutter)


(গ) মেজারিং টুলস্ (Measuring Tools ) :


মেশিন শপে কোনো জিনিস তৈরি করতে উৎপাদনের বিভিন্ন পর্যায়ে উহার মাপ নেওয়ার প্রয়োজন হয়। মাপ


নেওয়ার জন্য বা পরীক্ষা করার জন্য যে সকল যন্ত্রপাতি বা টুলস ব্যবহৃত হয় উহাকে মেজারিং টুলস বলে।


মেশিন শপে সচরাচর ব্যবহৃত মেজারিং টুলসসমূহের নাম হলো

 ১) ভার্নিয়ার ক্যালিপার্স (Vernier Calipers)


২) মাইক্রোমিটার (Micrometer)

 ৩) ডায়াল ইন্ডিকেটর (Dial Indicator)


৪) বিভেল প্রোট্র্যাক্টর (Bevel Protractor) 

(৫) ট্রাই স্কয়ার (Tri-Square)


৬) টেলিস্কোপিক গেজ (Teliscopic Gauge)


৭) ফিলার গেজ (Feeler Gauge)


৮) ক্রু পিচ গেজ (Screw Pitch Gauge)

 ৯) ভার্নিয়ার হাইট গেজ (Vernier Height Gauge)


১০) কম্বিনেশন সেট (Combination Set)


অন্য পোষ্ট : গভীর নলকূপ বসানোর নিয়ম - ভূগর্ভস্থ পানির স্তর - নলকূপ

মেশিন শপ-এ কর্মরত বিভিন্ন ব্যক্তিদের ভূমিকা :


 শিল্পকারখানায় যেখানে মেশিন শপ রয়েছে সেখানে ইন্সিত যন্ত্রপাতি উৎপাদন করার লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবস্থাপনার মাধ্যমে মেশিন শপের যাবতীয় কাজ কর্মকে বিভিন্ন পদ এবং পেশার লোকদের মধ্যে দায়িত্ব এবং কর্তব্য হিসেবে বন্টন করে দেওয়া হয়। পদ এবং দায়িত্ব ও কর্তব্যের ভিত্তিতে মেশিন শপে কর্মরত ব্যক্তিদের ভূমিকা নিম্নে উল্লেখ করা হলো


জেনারেল মেশিনিস্ট (General Machinist) :

 জেনারেল মেশিনিস্ট হলো এক শ্রেণির দক্ষ কারিগর যারা আত্ম নির্ভরশীল হয়ে নিরাপদে সকল প্রকার জেনারেল পারপাস মেশিন (যেমন- লেদ মেশিন, ড্রিল মেশিন, শেপার মেশিন, মিলিং মেশিন, প্লেনার, গ্রাইন্ডিং মেশিন ইত্যাদি)-গুলো নিয়ন্ত্রণ করে উৎপাদনের কাজে বিভিন্ন প্রকার বস্তু বা যন্ত্রাংশ তৈরি করতে সক্ষম বা পারদর্শী। এই প্রকার দক্ষ কারিগরগণ বিভিন্ন প্রকারের মেশিনিং অপারেশনের মেশিনে ডাটা সেট করা, কার্যবস্তু সেট করা ও প্রয়োজনীয় অ্যাকসেসরিজ-এর নিরাপদ ব্যবহার করা ইত্যাদি বিষয়ে খুবই পারদর্শিতা দেখিয়ে থাকেন। তাছাড়া উৎপাদিত দ্রব্যের গুণগত মান এবং সঠিকতা যাচাইকরণ ক্ষমতা, ব্লুপ্রিন্ট পড়া, খসড়া ড্রয়িং অংকন ক্ষমতা, লেআউট করার দক্ষতা এবং সংশ্লিষ্ট হিসাব নিকাস করার জ্ঞান ও দক্ষতার অধিকারী হয়ে থাকেন।


স্পেশালাইজড মেশিনিস্ট (Specialized Machinist) :

 স্পেশ্যালাইজড মেশিনিস্ট হলো উৎপাদনের কাজে নিয়োজিত সেসব দক্ষ কারিগর যারা নিরাপদে আত্মনির্ভরশীলতার সহিত এক বা একাধিক স্পেশ্যাল পারপাস মেশিন (যেমন- হবিং, ব্রোচিং, ল্যাপিং, হোনিং, থ্রেড মিলিং, থ্রেড গ্রাইন্ডিং, ক্র্যাংক শ্যাফট গ্রাইন্ডিং, কপি মিলিং, প্রোফাইল গ্রাইন্ডিং, গিয়ার গ্রাইন্ডিং, ভালভ গ্রাইন্ডিং ইত্যাদি) ব্যবহার করে সফলতার সাথে নির্দিষ্ট মানে বিভিন্ন প্রকার যন্ত্রাংশ তৈরি করতে সক্ষম।


মেশিনিস্ট (Machinist) : 

প্রায় সকল শিল্পকারখানায় যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ কাজের জন্য স্পেয়ার পার্টস (Spare Parts) বা খুচরা যন্ত্রাংশ তৈরি করার উদ্দেশ্যে প্রয়োজনীয় সাধারণ মেশিন যেমন- লেদ, শেপার, গ্রাইন্ডার, মিলিং মেশিন ইত্যাদি রাখা হয় এবং উল্লিখিত মেশিন টুলস ব্যবহার করে ধাতব যন্ত্রাংশ তৈরি করার জন্য মেশিনিস্ট নামক এক শ্রেণির দক্ষ কারিগর নিযুক্ত রাখা হয়। এছাড়া কতগুলি উৎপাদনশীল কারখানা আছে যেখানে সকল প্রকার মেশিন টুলস ব্যবহার করে ধাতব দ্রব্য বা যন্ত্রাংশ উৎপাদন করা হয়। উৎপাদনশীল কারখানায় সকল প্রকার মেশিন টুলস ব্যবহার করার জন্য যে শ্রেণির দক্ষ কারিগর নিযুক্ত রাখা হয় তাদেরকে বলা হয় মেশিনিস্ট। মেশিনিস্ট হলো এক শ্রেণির দক্ষ কারিগর যারা আত্মনির্ভরশীল হয়ে নিরাপদে সকল প্রকার মেশিন টুলস চালনা ও নিয়ন্ত্রন করে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে রক্ষণা-বেক্ষন ও মেরামত করা সহ সম্পর্কযুক্ত সমস্যাদি সমাধান করে বিভিন্ন প্রকার বস্তু বা যন্ত্রাংশ উৎপাদন করতে সক্ষম এবং পারদর্শী। অর্থাৎ মেশিনিস্ট হলো এক শ্রেণির দক্ষ কারিগর যারা মেশিন বা যন্ত্রাংশ তৈরিতে পারদর্শী এবং অভিজ্ঞ। আমাদের দেশের শিল্প কারখানায় মেশিনিস্টের অবস্থান হলো ফোরম্যান বা সুপারভাইজারের নিচে এবং আধা দক্ষ কারিগরের উপরে। তবে অনেক শিল্প প্রতিষ্ঠানে মেশিনিস্ট ফোরম্যানের দায়িত্ব পালন করে থাকে।


মেশিনিস্ট হেলপার (Machinist Helper) :

 মেশিনিস্ট হেলপার মেশিন শপে মেশিনিস্টের সাহায্যকারী হিসেবে কাজ সম্পাদন করে থাকে। এরা স্বতন্ত্র বা স্বাধীনভাবে মেশিন চালনা করতে পারে না কিন্তু। মেশিনিস্টের অধীনে থেকে বিভিন্ন কাজ করতে পারে। অনেক ক্ষেত্রে মেশিনিস্টের স্বল্পকালীন অনুপস্থিতে এর মেশিন চালনা এবং বিভিন্ন প্রকার সেট আপ স্থাপনের প্রাথমিক কাজগুলি করতে পারে। মেশিনিস্ট হেলপারগণ কাজের সহিত সম্পর্কযুক্ত বিভিন্ন প্রকার হ্যান্ড টুলস, কাটিং টুলস, মেজারিং টুলস, গেজেস, নির্দিষ্ট মেশিনের


ওয়ার্ক হোল্ডিং ডিভাইস সমূহ, নিরাপত্তার বিষয়াদি প্রভৃতির প্রয়োগ ও ব্যবহার এবং নাম সম্পর্কে জ্ঞান ও দক্ষতা সম্পন্ন হয়। এই শ্রেণির কারিগর একজন সাধারণত বেঞ্চ ওয়ার্কের প্রাথমিক কাজগুলিও করতে পারে। 

মেশিন অপারেটর (Machine Operator) :

 মেশিন অপারেটরের সাধারণ অর্থ হলো মেশিন চালক বা অপারেটর যখন কোনো একজন কারিগর কোনো একটি নির্দিষ্ট মেশিন চালায় তখন উক্ত কারিগরকে সে মেশিনের অপারেটর বলা হয়। যেমন-লেদ অপারেটর, শেপার অপারেটর, মিলিং মেশিন অপারেটর, গ্রাইন্ডিং মেশিন অপারেটর ইত্যাদি। মেশিন অপারেটর কোন একটি নির্দিষ্ট মেশিনের গঠন, বিভিন্ন অংশের কাজ, বিভিন্ন সেটআপ এবং অ্যাটাচমেন্ট সমূহের ব্যবহার, উক্ত মেশিনের কাজের সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন প্রকার কাটিং টুলস, হ্যান্ড টুলস এবং মেজারিং টুলসের ব্যবহার, মেশিনের কাজের সহিত সম্পর্কযুক্ত ড্রয়িং পড়া এবং খসড়া ড্রয়িং অংকন প্রভৃতির উপর সাধারণ জ্ঞান সম্পন্ন হয়। মেশিন চালনার ক্ষেত্রে উপযুক্ত দক্ষতার সাথে আত্মনির্ভরশীল হয়ে নিরাপদে উক্ত মেশিনটি চালনা ও নিয়ন্ত্রণ করে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ ও মেরামত করাসহ সম্পর্কযুক্ত সমস্যাদি সমাধান করে বিভিন্ন প্রকার বস্তু বা যন্ত্রাংশ উৎপাদন করতে সক্ষম এবং পারদর্শী।


মেশিন সেটআপ ম্যান (Machine Setup Man) :

 মেশিন সেটআপ ম্যান হলো একজন পূর্ণাঙ্গভাবে অভিজ্ঞ মেশিনিস্ট। কিছু দক্ষ মেশিনিস্ট, জব বা প্রডাকশন শপে সেটআপ ম্যান হিসেবে কাজ করে। এদের কাজ হলো মেশিনগুলিকে উৎপাদনের জন্য সেটআপ এবং সমন্বয় করা যাতে অল্প দক্ষ কারিগরগণ সহজেই উক্ত মেশিন চালনা করে বিভিন্ন প্রকার বস্তু বা যন্ত্রাংশ উৎপাদন করতে পারে। এছাড়া মেশিন সেটআপ ম্যান কাজটি কীভাবে করতে হবে তা মেশিন অপারেটরকে দেখিয়ে দেয় এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্যাদি বুঝিয়ে দেয়।


লেআউট ম্যান (Layout Man) : 

লেআউট ম্যান হলো একজন অভিজ্ঞ মেশিনিস্ট। জব বা প্রডাক্শন শপে কিছু দক্ষ মেশিনিস্ট, লেআউট ম্যান হিসেবে কাজ করে। এদের কাজ হলো উৎপাদনের জন্য প্রদত্ত ড্রয়িং বা ব্লুপ্রিন্ট অনুযায়ী বিভিন্ন প্রকার প্রয়োজনীয় সূক্ষ্ম মেজারিং ও মার্কিং টুলস ব্যবহার করে কার্য বস্তুর তলের উপর ঐ ড্রয়িং অংকন করে মার্কিং করে রাখা যা দেখে মেশিন অপারেটর সহজেই প্রয়োজনীয় অপারেশনগুলি সম্পাদন করতে পারবে।


অন্য পোষ্ট : ফিচার কি - কিচেন সিংক - বাথটাব - toilet flushing cistern - portable bathtub

পরিদর্শক (Inspector) : 

শিল্প ক্ষেত্রে উৎপাদিত দ্রব্যের বা পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ এবং মাপ সঠিক


আছে কীনা তা নিরূপণের জন্য কাঁচামাল থেকে আরম্ভ করে ফিনিশড প্রডাক্ট পর্যন্ত নিয়মিত পরিদর্শন ও


পরিমাপের প্রয়োজন হয়। অন্যথায় ইন্সিত গুণাগুণ ও সঠিক পরিমাপের শিল্প দ্রব্য উৎপাদিত না হলে, উৎপন্ন দ্রব্য নিম্ন মানের হবে এবং ক্রেতা সাধারণের নিকট তা গ্রহণ যোগ্য হবে না। সে জন্য উৎপন্ন দ্রব্যের মান ও মাপের সঠিকতার জন্য পরিদর্শনের প্রয়োজন। শিল্প কারখানা বা মেশিন শপে যারা এই পরিদর্শনের কাজটি সফলতার সহিত সম্পাদন করেন তাদের বলা হয় পরিদর্শক বা ইনস্পেক্টর। একজন পরিদর্শক ব্লুপ্রিন্ট রিডিং বা ওয়ার্কিং ড্রয়িং এর উপর অভিজ্ঞ হবেন এবং মেট্রোলজি বিষয়ের উপর যথেষ্ট জ্ঞান ও দক্ষতার অধিকারী হবেন। অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে যে সকল মাপন ও টেস্টিং যন্ত্র ব্যবহার হয় উহাদের ব্যবহার পদ্ধতি, মাপন প্রক্রিয়া, ত্রুটি নির্ণয়, রক্ষণাবেক্ষণ প্রভৃতি সম্পর্কে একজন পরিদর্শক খুবই অভিজ্ঞ হবেন। এছাড়া একজন পরিদর্শক ফিট এবং ফিট এর প্রয়োগ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা সম্পন্ন হবেন।


মিলরাইট (Mill-Write) :

 একজন মিলরাইট মেশিন শপে মেশিন ইকুইপমেন্ট সড়ানো এবং স্থাপনের


কাজ করে। মিলরাইটগণ মেশিনের পুরাতন ভিত্তি ভাঙ্গা, মেরামত এবং প্রয়োজনীয় ক্ষেত্রে চাহিদা অনুযায়ী


নতুন ভিত্তি তৈরি করতে সক্ষম এবং পারদর্শী। এছাড়া এ শ্রেণির কারিগরগণ মেশিন শপের বিভিন্ন প্রকার মেশিনের যন্ত্রাংশ খোলা এবং পুনরায় সংযোজন করা, প্রয়োজনীয় ক্ষেত্রে লুব্রিক্যান্ট প্রদান, রুটিন মেনটেইনেন্স কাজ, রিপেয়ার কাজ প্রভৃতিতে অভিজ্ঞ এবং পারদর্শী হয়ে থাকে। অনেক মেশিন শপে মেরামত এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য ভিন্ন শাখা থাকে এবং এই শাখার অধীনে কাজ করে মিলরাইটগণ মেশিন শপের যাবতীয় মেশিন সচল এবং কার্যোপযোগী রাখেন।


টুল অ্যান্ড ডাইমেকার (Tool and Diemaker) : 

মেশিন শপে কর্মরত সকল কারিগরের মধ্যে টুল অ্যান্ড ডাই মেকারের কাজ অধিকতর সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ। টুল অ্যান্ড ডাই মেকারগণ মেশিনশপের মেশিনিং কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার কাটিং টুলস, জিগ এবং ফিকচার তৈরি করে থাকেন। এছাড়াও ডাইমেকারগণ ফোর্জিং, ফর্মিং, বেল্ডিং, ড্রয়িং (যেমন-শ্যালো ড্রয়িং, কোল্ড ড্রয়িং, টিউব ড্রয়িং, ওয়্যার ড্রয়িং ইত্যাদি), ডাই কাটিং ও প্লাস্টিক মোল্ডিং-এ ব্যবহৃত ডাই তৈরি করেন। একজন ডাই মেকার মেশিন শপের যে কোনো মেশিন প্রয়োজনীয় কাজের জন্য সেট করতে এবং কাজ সম্পাদনে পারদর্শী ও অভিজ্ঞ হয়ে থাকেন। এছাড়া একজন ডাইমেকার ব্লুপ্রিন্ট পড়া, খসড়া ড্রইং অংকন সহ বিভিন্ন প্রকার হ্যান্ড টুলস, মেজারিং টুলস, মার্কিং টুলস, লেআউট টুলস, প্রভৃতি দক্ষতার সাথে নিরাপদে ও প্রয়োজনীয় সূক্ষ্মতা মাত্রায় ব্যবহার করতে পারেন।


বেঞ্চ মেকানিক্স বা বেঞ্চ ফিটার (Bench Mechanics or Bench Fitter): 

একজন বেঞ্চ মেকানিক্স এর কাজ হলো ওয়ার্ক বেঞ্চের উপর হ্যান্ড টুলস ব্যবহার করে উৎপাদিত দ্রব্য বা মেরামতকৃত দ্রব্যের ফিনিশিং দেওয়া। বেঞ্চ মেকানিক্স বা ফিটারগণ বুপ্রিন্ট বা ওয়ার্কিং ড্রইং পড়তে পারেন এবং বিভিন্ন প্রকার বেঞ্চ ওয়ার্ক যেমন-ফাইলিং, স্ক্রেপিং, পাঞ্চিং, ট্যাপিং, চিপিং প্রভৃতিতে দক্ষ এবং পারদর্শী হয়ে থাকেন।


স্টোর কিপার (Store Keeper):

 মেশিন শপের বিল্ডিং ব্যতীত সমুদয় যাবতীয় ফিটিংস, মেশিন ও যন্ত্রপাতি, কাঁচামাল, প্রভৃতি যে ব্যক্তির দায়িত্বে রেকর্ডকৃত অবস্থায় মজুত থাকে সেই দায়িত্ব পালনকারী ব্যক্তির পদের নাম স্টোর কিপার। মেশিনসমূহ সাধারণত স্থায়ীভাবে স্থাপন করা থাকে। কাঁচা মাল এবং যন্ত্রপাতি নিয়মিত ভাবে দৈনন্দিন গ্রহণ করতে হয় এবং কাজ শেষ হবার পর ফেরত বা জমা নিতে হয়। বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের মেশিন শপে স্টোর কিপার সাধারণত যন্ত্রপাতি ও কাঁচামাল সরবরাহ এবং ফেরত গ্রহণ করে থাকে। প্রশিক্ষণার্থী সংখ্যা বেশী হলে অনেক মেশিন শপে স্টোর কিপারকে সাহায্য করার জন্য সহকারী স্টোর কিপার থাকে। সহকারী স্টোর কিপার, স্টোর কিপারের অধীনে স্টোর কিপারের সাহায্যকারী হিসেবে কাজ করে মজুত মালামাল নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের মেশিন শপে বিভিন্ন বিষয়ের ব্যবহারিক অংশের ক্লাশ অনুষ্ঠিত হয়ে থাকে। শ্রেণি প্রশিক্ষকের চাহিদা অনুসারে স্টোর কিপার ব্যবহারিক বিষয়ের নির্দিষ্ট অংশের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও কাঁচামাল সরবরাহ করে দৈনন্দিন কাঁচামাল খরচ, যন্ত্রপাতি নষ্ট হওয়া বা হারিয়ে যাওয়া সম্পর্কিত তথ্যাদি রেকর্ড করে রাখে। মেশিন শপের ট্রেনিং কার্যক্রম সুষ্ঠ ভাবে সম্পাদনের জন্য স্টোর কিপারকে বাৎসরিক, ষান্মাসিক এবং প্রয়োজনীয় ক্ষেত্রে জরুরী চাহিদাপত্র তৈরি করতে হয়। ট্রেনিং এর স্বার্থে স্টোর কিপারকে অনেক সময় স্পট কোটেশনের মাধ্যমে মালামাল ক্রয়ের জন্য সংশিষ্ট ব্যক্তিদের সাহায্যে করতে হয়। মালামাল ক্রয়ের ক্ষেত্রে স্টোর কিপারকে ট্রেনিং কার্যক্রমের সঙ্গে সম্পর্কযুক্ত প্রশিক্ষক, ওয়ার্কশপ সুপারিনটেনডেন্ট বা ওয়ার্কশপ ইনচার্জ এবং প্রতিষ্ঠান প্রধান যেমন-অধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট এর পরামর্শ এবং নির্দেশ গ্রহণ করে ক্রয়কার্য সম্পাদন করতে হয়। স্টোরে সংরক্ষিত মালামাল ও মেশিন যা রেকর্ডে সংরক্ষিত আছে উহা হারিয়ে যাওয়া, নষ্ট হওয়া, ভেঙ্গে যাওয়া, খরচ হয়ে যাওয়া প্রভৃতি সকল কাজের জন্য স্টোর কিপার ব্যক্তিগতভাবে দায়ী থাকে। এছাড়া স্টোর কিপারকে স্টোরের যাবতীয় রেকর্ডপত্র দায়িত্বপ্রাপ্ত অফিসার/ওয়ার্কশপ সুপারিনটেনডেন্ট বা ওয়ার্কশপ ইনচার্জ এর অনুমোদন বা অনুস্বাক্ষর করে রাখতে হয়।


ক্রাফট ইনস্ট্রাকটর বা দক্ষ বাহক (Craft Instructor or Skill Bearer) :

 বৃত্তিমূলক বা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মেশিন শপে ব্যবহারিক ক্লাশে বিভিন্ন কাজে প্রশিক্ষণার্থীদের, শ্রেণির প্রশিক্ষককে এবং স্টোর কিপারকে সাহায্যে করা ক্রাফট ইনস্ট্রাকটর বা দক্ষ বাহকগণের কাজ। মেশিন শপের যাবতীয় মালামাল দেখাশুনা করা, মেশিন ও যন্ত্রপাতি রক্ষণা-বেক্ষণ করা, শপের যাবতীয় বৈদ্যুতিক সুইচ নিয়ন্ত্রণ করা, শপের মধ্যে উত্তম হাউজ কিপিং অবস্থা বজায় রাখা একজন ক্রাফট ইনস্ট্রাক্টর বা দক্ষ বাহকের দায়িত্ব এবং কর্তব্যের অন্তর্গত।


অন্য পোষ্ট : পানি গরম করার হিটার - গরম পানি সরবরাহ পদ্ধতি

প্রশিক্ষক বা ট্রেইনার (Instructor or Trainer) : 

বিভিন্ন বিষয়ের ব্যবহারিক অংশের উপর প্রশিক্ষণ দান করার জন্য মেশিন শপে কর্মরত যেসব ব্যক্তি দায়িত্বপ্রাপ্ত হয় তারা হলো প্রশিক্ষক বা ট্রেইনার। ব্যবহারিক কাজ সম্পর্কিত সংশ্লিষ্ট তথ্যাদি পরিবেশন, ব্যবহারিক কাজের বিভিন্ন অংশের উপর ব্যবহারিক নির্দেশনা প্রদান, কাজের অনুশীলনের সময় তদারকী করা এবং নিরাপদে নির্দিষ্ট দক্ষতা মানে ব্যবহারিক ক্লাশের কাজ সম্পাদন করা অর্থাৎ প্রশিক্ষণার্থীদের নির্দিষ্ট জ্ঞান ও দক্ষতা মানে কাজ করিতে সমর্থ করে তোলা একজন প্রশিক্ষকের প্রধান দায়িত্ব এবং কর্তব্য। প্রশিক্ষণার্থীদের গঠনমূলক ইতিবাচক মনোভাব সৃষ্টি করা, উত্তম কর্ম পরিবেশ নিশ্চিত করা । দুর্ঘটনা এবং অপচয়ের হার কমানো প্রভৃতি ক্ষেত্রে প্রশিক্ষকগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেশিন শপের জন্য চাহিদাপত্র তৈরি, মেশিন ও যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ, সঠিক মালামাল প্রাপ্তি নিশ্চিত করা প্রভৃতি ক্ষেত্রে প্রশিক্ষকগণ সর্বদা স্টোর কিপারকে সাহায্য করে। প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কর্তৃক গৃহীত বিভিন্ন কাজ বাস্তবায়নে প্রশিক্ষকগণ বিভিন্নভাবে প্রশাসনকে সাহায্য করে থাকেন।


ওয়ার্ক সুপারিনটেনডেন্ট/ওয়ার্কশপ ইনচার্জ (Workshop Superintendent / Workshop Incharge) ওয়ার্কশপ সুপারিনটেনডেন্ট বা ওয়ার্কশপ ইনচার্জ হলো ব্যবস্থাপনা বা প্রশাসন কর্তৃক নিয়োগকৃত প্রধান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। এসব কর্মকর্তা মেশিন শপের যাবতীয় রেকর্ডে স্বাক্ষর করেন এবং স্টোর কিপারকে তার কাজের জন্য তাদের নিকট জবাবদিহি করতে হয়। ওয়ার্কশপ সুপারিনটেনডেন্ট বা ওয়ার্কশপ ইনচার্জ ঊর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং প্রতিষ্ঠানের আইন কানুন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি মালামাল ক্রয় ও বিক্রয়, মেশিন ও যন্ত্রপাতি অকেজো হয়ে যাওয়া, ভেঙ্গে বা হারিয়ে যাওয়া, চুরি হওয়া প্রভৃতি বিষয়গুলি সরাসরি তদারকী করেন এবং অনেক ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এসব বিষয়গুলির কারণে জবাবদিহি করতে হয়। তিনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রশিক্ষণের গুণগত মান, কাঁচামালের মিতব্যয়ী ব্যবহার, মেশিন ও যন্ত্রপাতির সুষ্ঠু এবং নিয়মসম্মত ব্যবহার প্রভৃতি নিয়ন্ত্রণ করে থাকেন। মেশিন শপ ব্যবস্থার সফলতা ওয়ার্কশপ সুপারিনটেনডেন্ট ওয়ার্কশপ ইনচার্জের দায়িত্ব ও কর্তব্য পালনের সফলতার উপর অনেকাংশে নির্ভর করে।


ওয়ার্কশপ পিয়ন বা খালাসী (Workshop Peon or Khalashi) :

 মেশিন শপের মধ্যে স্টোরের বাহিরে খোল অবস্থায় রক্ষিত বিভিন্ন মেশিন, যন্ত্রপাতি ও কাঁচামাল প্রভৃতি হারানো বা চুরি হওয়া রোধ করা, মরিচা পড়া ও ধুলা পড়া থেকে জিনিসপত্র বাঁচানো, বিভিন্ন যন্ত্রাংশের প্রয়োজনীয় জায়গায় তৈল দেওয়া, উত্তম কর্ম পরিবেশের স্বার্থে যন্ত্র ও কাঁচামাল নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা (হাউজ কিপিং) প্রভৃতি একজন পিয়ন বা খালাসীর অন্যতম প্রধান দায়িত্ব এবং কর্তব্য। ওয়ার্কশপ পিয়ন বা খালাসী, ওয়ার্কশপ সুপারিনটেনডেন্ট ও ওয়ার্কশপ ইনচার্জ, স্টোর কিপার, ব্যবহারিক ক্লাশে প্রশিক্ষণ দান কাজে নিয়োজিত প্রশিক্ষক, প্রত্যেককে তাদের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সরাসরিভাবে সাহায্য করে। ওয়ার্কশপ সুপারিনটেনডেন্ট বা ওয়ার্কশপ ইনচার্জের সরাসরি তত্ত্বাবধানে ওয়ার্কশপ পিয়ন বা খালাসীগণ তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পাদন করে থাকে।


Next Post
No Comment
Add Comment
comment url