আর্ক ওয়েল্ডিং কাকে বলে? আর্ক ওয়েল্ডিং কত প্রকার ও কি কি - আর্ক ওয়েল্ডিং কি

 আর্ক ওয়েল্ডিং কাকে বলে?  আর্ক ওয়েল্ডিং কত প্রকার ও কি কি - আর্ক ওয়েল্ডিং কি
আর্ক ওয়েল্ডিং কাকে বলে?  আর্ক ওয়েল্ডিং কত প্রকার ও কি কি - আর্ক ওয়েল্ডিং কি

আর্ক ওয়েল্ডিং

ওয়েল্ডিং রড ও ওয়েল্ডিং করার ধাতুর (বেস মেটাল) মাঝে বিদ্যুৎ বল প্রয়োগ করে অবিরামভাবে অগ্নি স্ফুলিঙ্গ (আর্ক) নিক্ষেপ করে সৃষ্ট আর্কের তাপ দিয়ে বেস মেটাল ও ওয়েল্ডিং রড গলিয়ে যে জোড়া দেয়া হয়, তাকে আর্ক ওয়েল্ডিং বলে। মেটাল আর্ক ওয়েল্ডিং-এর ইলেকট্রোড নিজে গলে জোড়ার পরিপূরক ধাতু সরবরাহ করে। কার্বন ও টাংস্টেন আর্ক ওয়েল্ডিং-এ আলাদা পরিপূরক ধাতু সরবরাহ করা হয়। আর্ক ওয়েল্ডিং-এর তাপমাত্রা সাধারণত ১০,০০০° ফাঃ থেকে ১১,০০০° ফাঃ হয়ে থাকে। বর্তমানে দরজা জানালার ফ্রেম ও গ্রীল এ পদ্ধতিতে তৈরি হচ্ছে।


আর্ক ওয়েল্ডিং প্রধানত তিন প্রকার, যথা

১/ শীলডেড মেটাল আর্ক ওয়েল্ডিং (Shielded Metal Are Welding) 

২/ গ্যাস শীল্ড আর্ক ওয়েল্ডিং (Gas Shield Are Welding)

৩/ সাবূ-মার্জড আর্ক ওয়েল্ডিং (Sub-merged Are Welding)


 আর্ক ওয়েল্ডিং-এর প্রয়োজনীয়তা

ওয়েল্ডিং অর্থই স্থায়ী জোড়া দেয়া। সাধারণত ৩ মি.মি. এর অধিক পুরুত্ব ধাতবকে দ্রুত গতিতে সুন্দর ও মসৃণভাবে জোড়া দিতেই আর্ক ওয়েল্ডিং-এর প্রয়োজন। ৩ মি.মি.-এর কম পুরু ধাতবকে আর্ক ওয়েল্ডিং-এ করা যায়, তবে স্থায়িত্ব কম হতে পারে। আর্ক ওয়েল্ডিং মেশিন সহজলভ্য। খরচের পরিমাণও কম। এ ওয়েল্ডিং-এ দুর্ঘটনাও কম ঘটে। এ সব কারণে এর প্রয়োজনীয়তা অত্যধিক।


অন্য পোষ্ট : Trap | P– Trap | Bottle Trap | S-Trap | Running Trap, Evaporation,

আর্ক ওয়েল্ডিং কাকে বলে?  আর্ক ওয়েল্ডিং কত প্রকার ও কি কি - আর্ক ওয়েল্ডিং কি

আর্ক ওয়েল্ডিং-এর ব্যবহার ক্ষেত্র

আর্ক ওয়েল্ডিং এ অঞ্চলে অর্থাৎ আমাদের দেশে অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয়। বিশ্বের অন্যান্য দেশেও এর ব্যবহার ব্যাপক, যেমন, লঞ্চ, ফেরি এমনকি ধাতুর তৈরি নানা ধরনের নৌকা তৈরি ও সব ধরনের ডক ইয়ার্ডে এ ওয়েল্ডিং বেশি ব্যবহৃত হয়। গাড়ির বড়ি তৈরিতে এটির ব্যবহার ব্যাপক। গ্যাসের লাইন, তেলের লাইন, ওয়াটার রিফাইনারি ইত্যাদিতে এ ওয়েল্ডিং ব্যবহৃত হয়। বর্তমানে আর্ক ওয়েল্ডিং-এ ঘরবাড়ি তৈরির কাজ ও ঘরের ব্যবহার সামগ্রীতে এটির ব্যবহার ব্যাপক হচ্ছে।


আর্ক ওয়েল্ডিং-এ ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জাম (Arc Welding Equipment and Tools)

আর্ক ওয়েল্ডিং করতে নিচে বর্ণিত যন্ত্রপাতি ও সামগ্রীর প্রয়োজন হয় ।

ক) আর্ক ওয়েল্ডিং মেশিন

এ যন্ত্রের সাহায্যে ডিসি অথবা এ সি বিদ্যুৎ ব্যবহার করে কারেন্ট ও ভোল্টেজ নিয়ন্ত্রণে রেখে ওয়েল্ডিং করা যায়। বিভিন্ন ধরনের আর্ক ওয়েল্ডিং মেশিন রয়েছে। তবে এ সি ট্রান্সফরমার টাইপ মেশিনই বেশি ব্যবহৃত হয়। “এটি স্টেপ ডাউন ধরনের ট্রান্সফরমার। এ মেশিনের সাহায্যে ২২০ থেকে ৪৪০ ভোল্টের বিদ্যুৎ প্রবাহকে ৮০ থেকে ১০০ ভোল্টে নামিয়ে বিদ্যুৎপ্রবাহের মাত্রা বাড়ানো যায়। সর্বোচ্চ ৩০০ অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ আউটপুট হিসেবে পাওয়া যায়। মেশিন সংযুক্ত কন্ট্রোল ব্যবস্থার সাহায্যে বিভিন্ন মাত্রার বিদ্যুৎ প্রবাহ প্রয়োজন অনুযায়ী আউটপুট হিসেবে ব্যবহৃত হয়।


খ) ইলেকট্রোড (Electrode)

ইলেকট্রোড বলতে কোনো সুবিধাজনক দৈর্ঘ্য ও ব্যাসের ধাতব শলাকা বা দণ্ডকে বোঝায়। এটি পরিপূরক ধাতু। কার্বন শলাকা বৈদ্যুতিক আর্ক উৎপাদনের জন্য বৈদ্যুতিক বর্তনীর এক প্রান্তে বা উভয় প্রান্তে ব্যবহার

করা। হয়। এটি ইলেকট্রোড হোল্ডার হতে কার্যবস্তু পর্যন্ত চার্জ বহন করে এবং প্রয়োজনীয় আর্ক সৃষ্টি করে। এ ছাড়াও প্রয়োজনবোধে নিজে গলে জোড়াস্থানে পরিপূরক ধাতু সরবরাহ করে। এটি সাধারণত মূল ধাতুর সমধাতু হয়ে থাকে এবং লম্বায় ২৫০ মি.মি. হতে ৪৫০ মি.মি. হয়। এটির ব্যাস ১.৭৫ মি.মি. হতে ৭ মি.মি. হয়ে থাকে। জোড়া দেয়া ধাতুর পুরুত্ব অনুসারে বিভিন্ন ব্যাসের ইলেকট্রোড ব্যবহৃত হয়। সাধারণত ধাতুর

পুরুত্রে সমান ব্যাস বিশিষ্ট ইলেকট্রোড ব্যবহৃত হয়।

আর্ক ওয়েল্ডিং ইলেকট্রোডকে সাধারণত চার ভাগে ভাগ করা যায়, যথা 

ক) কার্বন ইলেকট্রোড (Carbon Electrode)

খ) টাংস্টেন ইলেকট্রোড (Tungsten Electrode)

গ) আবরণবিহীন ইলেকট্রোড (Bare Electrode) 

ঘ) আবরণযুক্ত ইলেকট্রোড (Coated Electrode)

এ ইলেকট্রোড মূলত ধাতব তার কোর হিসেবে ব্যবহৃত হয়। সাধারণ কাজের জন্য আবরণযুক্ত ইলেকট্রোড ব্যবহৃত হয়। এটির ওপরের কিছু অংশ হোল্ডারের সাথে আটকানোর জন্য কোটিং বিহীন থাকে এবং বাকি অংশ কোটিং ফ্লাক্সের আবরণ দিয়ে আবৃত থাকে। কোর তাপে গলে পরিপূরক ধাতু হিসেব যুক্ত হয়।

আর্ক ওয়েল্ডিং কাকে বলে?  আর্ক ওয়েল্ডিং কত প্রকার ও কি কি - আর্ক ওয়েল্ডিং কি


অন্য পোষ্ট : Pillar cock | Bib cock | Stop cock, Plastic facet, Bronze facet

গ) ইলেকট্রোড হোল্ডার (Electrode Holder)

 ইলেকট্রোড হোল্ডার এমন একট ডিভাইস, যা ইলেকট্রোডকে যান্ত্রিকভাবে ধরে রাখতে সহায়তা করে। অপারেটরের হাতে ধরার স্থানটি বিদ্যুৎ অপরিবাহী পদার্থ দিয়ে আবৃত থাকে এবং এর ভেতর দিয়েই বিদ্যুৎ প্রবাহ ইলেকট্রোডে যায়। হোল্ডারের 'R' (Jaw) দুটি এমনভাবে ডিজাইন করা থাকে, যাতে ইলেকট্রোডকে যে কোন কোণে (Angle-এ) দৃঢ়ভাবে ধরে রাখতে পারে। হোল্ডারটি উঁচু বিদ্যুৎ পরিবাহী এবং উঁচু তাপমাত্রা প্রতিরোধী ধাতু দিয়ে তৈরি হয়।


ঘ) ইলেকট্রোড এবং গ্রাউন্ড ক্যাবল্ (Electrode and Ground Cable) 

আর্ক ওয়েল্ডিং মেশিন এবং কাজের মাঝে বৈদ্যুতিক বর্তনী (Circuit) সম্পূর্ন হতে প্রয়োজনীয় কারেন্ট বহনক্ষম দুটি ক্যাবল প্রয়োজন হয়। একটি ইলেকট্রোড ক্যাবল, যা ইলেকট্রোড হোল্ডারের সাথে আটকানো থাকে এবং অপরটি গ্রাউন্ড ক্যাবল, যা কাজের সাথে সংযুক্ত থাকে। ইলেকট্রোড ক্যাবলকে অবশ্যই উঁচু নমনীয়তা সম্পন্ন হতে হবে যাতে ওয়েন্ডার সহজে ও অনায়াসে ইলেকট্রোড হোল্ডারকে যে কোন দিকে পরিচালনা করতে পারে।


ঙ) ক্যাবল লাগ্‌স্ ও গ্রাউন্ড ক্যাম্প (Cable Lugs and Ground Clamp) 

ইলেকট্রোড ক্যাবল ও গ্রাউন্ড ক্যাবলকে ওয়েল্ডিং মেশিনের সাথে লাগাতে যথোপযুক্ত লাগ ব্যবহার করা হয়। এ লাগটি সোল্ডারিং করে ক্যাবলের সাথে লাগানো হয়।


চ) হ্যান্ড শীল্ড অ্যান্ড হেড শীল্ড (Hand Shield and Head Shield) 

আর্ক ওয়েল্ডিং-এর সময় যে উজ্জ্বল আলোক রশ্মি বিচ্ছুরিত হয় তাতে দুই প্রকার রশ্মি বিদ্যমান থাকে যা চোখে এবং চামড়ায় অস্থায়ী বেদনাদায়ক অবস্থার সৃষ্টি করে। রশ্মি দৃষ্টি আস্ট্রা ভায়োলেট ও ইনফ্রা-রেড নামে পরিচিত। বেশি সময় খালি চোখে এ রশ্মির দিকে তাকিয়ে থাকলে চোখে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়। খালি চোখে প্রায় ৪০ ফুট (১২ মি.) দূর থেকে এর প্রভাব পরিলক্ষিত হয়। চোখতে এ রশ্মির হাত হতে রক্ষা করে ওয়েল্ডিং কাজ সম্পন্ন করতে এক ধরনের রঙিন ফিল্টার লেন্স (১১৫ মি.মি. x ৫০ মি.মি. মাপের) ব্যবহার করা হয়। এ ফিল্টার চামড়ার তৈরি শীল্ডের সাথে আটাক ব্যবহার করা হয়। এ শীল্ডের সাহায্যে শুধুমাত্র রশ্মির হাত হতেই রক্ষা পাওয়া যায় না, বরং উত্তপ্ত গলিত ধাতব পিন্ড কাজের সময় শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, তা থেকেও রক্ষা পাওয়া যায়।  এ শীল্ড দুই প্রকার, যথা :

ক) হ্যান্ড শীল্ড এবং

খ) হেডশীপ্ত

হ্যান্ড শীল্ডের সাথে একটি হাতল থাকে, যাতে ওয়েন্ডার এক হাত দিয়ে হ্যান্ড এবং অপর হাত দিয়ে ইলেকট্রোড হোল্ডার ধরে ওয়েল্ডিং কাজ সম্পন্ন করতে পারে।

আর্ক ওয়েল্ডিং কাকে বলে?  আর্ক ওয়েল্ডিং কত প্রকার ও কি কি - আর্ক ওয়েল্ডিং কি

ছ) নিরাপত্তা পোশাক

ওয়েল্ডিং করার সময় একজন ওয়েল্ডারের নিচে বর্ণিত নিরাপত্তা পোশাক পরিধান করা উচিত :

• চামড়ার গ্লোভ্স (Leather Gloves)

• স্লাভ (Sleeve)

• শোল্ডার গার্মেন্ট (Shoulder Garment)

• লেদার অ্যাপ্রোন (Leather Apron)

• ওভারঅল, লেগিংস এবং স্প্যাটস (Overall, Leggings and Spats)

ওয়েল্ডিং-এর সময় গলিত ধাতু বা আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে শরীর বা পোশাক পুড়ে যেতে পারে। তা ছাড়া পোষাক পরিচ্ছন্ন রেখে নির্বিঘ্নে ওয়েল্ডিং কাজ সম্পন্ন করতে উপরোক্ত নিরাপত্তা পোশাক প্রয়োজনমতো


জ) চিপিং হ্যামার (Chipping Hammer)

ওয়েল্ডিং করার পর রানিং বীডের ওপর স্লাগ (Slag) এবং গলিত ফ্লাক্স (Flux) এর আবরণ পড়ে। এ আবরণকে চিপের আকারে উঠিয়ে জোড়াস্থান পরিষ্কার করার জন্য চিপিং হ্যামার ব্যবহার করা হয়।


অন্য পোষ্ট : Plumbing Fixtures | প্লাম্বিং ফিকচার, Sink, Bathtub, Shower bath, Flushing

ঝ) তারের ব্রাশ (Wire Brush)

রানিং বীডের ওপর গলিত ফ্লাক্স ও স্লাগের আবরণ চিপিং হ্যামার দিয়ে ওঠানোর পর শঙ্ক তারের ব্রাশ ব্যবহার করে ময়লা পরিষ্কার করা হয়।


ঞ) টংস (Tongs)

এটি লোহার তৈরি এক প্রকার সাঁড়াশি বিশেষ, যা দেখতে অনেকটা প্লায়ার্সের মতো। গরম ‘জব' বা গরম বস্তু ধরে এক স্থান থেকে অপর স্থানে স্থানান্তর করতে টংস ব্যবহার করা হয়।


আর্ক ওয়েল্ডিং-এর বিভিন্ন জোড়ার বর্ণনা

ওয়েল্ডিং করে যেসব জোড়া দেয়া হয়, ঐগুলোকে ওয়েন্ডেড জোড়া বলে। যে দুটি ধাতু খণ্ডকে পরস্পর জোড়া দিতে হয় দেয়ার সময়ে তাদের পারস্পরিক অবস্থানের ওপর নির্ভর করে ওয়েন্ডেড জোড়াকে প্রধানত পাঁচ

ভাগে ভাগ করা হয়েছে। যথা : 

ক) বাট জোড়া (Butt Joint)

খ) ল্যাপ জোড়া (Lap Joint)

গ) টি-জোড়া (T-Joint)

ঘ) কর্নার জোড়া (Corner Joint)

ঙ) জোড়া (Edge Joint)


আর্ক ওয়েল্ডিং-এর অবস্থান (Are Welding Position)

 ওয়েল্ডিং-এর সময় বেস মেটালকে যে অবস্থানে রেখে ওয়েল্ডিং করা হয় তাকে ওয়েল্ডিং পজিশন বলে। অবস্থানগত কারণে ওয়েল্ডিং তৈরি করার কৌশল ভিন্ন হয়। কৌশলগত কারণে ওয়েন্ড ভালো বা মন্দ হয়ে থাকে। ওয়েল্ডিং

আর্ক ওয়েল্ডিং কাকে বলে?  আর্ক ওয়েল্ডিং কত প্রকার ও কি কি - আর্ক ওয়েল্ডিং কি

পজিশন চার প্রকার, যথা :

ক) চেপ্টা অবস্থান (Flat Position) 

থ) অনুভূমিক অবস্থান (Horizontal Position)

গ) উল্লম্ব অবস্থান (Vertical Position)

ঘ) উর্ধ্ব অবস্থান (Overhead Position)


আর্ক ওয়েল্ডিং-এর কার্যক্রম

বৈদ্যুতিক টারমিনাল দুটির মাঝে যেটি আর্থ অর্থাৎ ভূমির সাথে যুক্ত নয়, অর্থাৎ যা জীবন্ত ওটি ইলেকট্রোডসহ ইলেকট্রোড হোল্ডার-এর সাথে এবং অপরটিকে অর্থাৎ যেটি আর্থ এর সাথে যুক্ত করা, এটিকে যে ধাতুখণ্ডকে ওয়েল্ডিং করতে হবে তার সাথে যুক্ত করতে হয়। এতে বিদ্যুৎ প্রবাহ বা কারেন্ট ট্রান্সফরমার হতে যথাক্রমে জীবন্ত তারের মাঝ দিয়ে ইলেকট্রোড হোল্ডার ইলেকট্রোড এবং আর্থ তারের মাঝ দিয়ে ট্রান্সফরমারে ফিরে যেতে পথ পায়। ওয়েল্ডিং

করতে হলে সর্বদা প্রথমে একটি চামড়ার অ্যাপ্রোন (Leather Apron) দিয়ে শরীরকে, চামড়ার দস্তানা দিয়ে হাতকে এবং রঙিন কাচযুক্ত মুখাচ্ছাদক (Welding Shield Helmet) দিয়ে মুখকে আবৃত করে নেয়া প্রয়োজন। তা না হলে আর্কের তীব্র আলোক হতে নির্গত আলট্রা-ভায়োলেট (Ultra Violet) এবং ইনফ্রা-রেড রশ্মি দিয়ে চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে। পরে, ইলেকট্রোডসহ ইলেকট্রোড হোল্ডারটিকে হাতে নিয়ে এবং রেগুলেটর -এর সাহায্যে উপযুক্ত কারেন্ট নিয়ন্ত্রণ করে ইলেকট্রোডটিকে ধাতুখণ্ডের সাথে স্পর্শ করিয়ে সাথে সাথে এটিকে সামান্য ওপরে উঠিয়ে নিতে হয়। এতে আর্ক উৎপন্ন হয়। আর্কের দৈর্ঘ্য সূক্ষ্মভাবে ইলেকট্রোডের পায়ামেটারের প্রায় সমান হওয়া বাঞ্ছনীয়। এ ডায়ামেটার, যে বস্তুটিকে ওয়েল্ডিং করতে হবে তার বেধ মাপ এবং পরিস্থিতির ওপর নির্ভর করে। ইলেকট্রোডকে এটির এক প্রান্তে ধরেই সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এটি যদি ২.৫ মি.মি. অর্থাৎ ৩/৩২ হতে কম হয়ে, তা হলে এটিকে মধ্যস্থলে ধারণ করা প্রয়োজন হয়। এটিকে সাধারণত ৬০° হতে ৮০° কোণ নিয়ম। ওয়েল্ডিং -এর সময় আর্কের তাপে ইলেকট্রোড গলে গেলে এর দৈর্ঘ্য স্বভাবতই ক্রমশ কমে। স্মরণ রাখা উচিত যে, ইলেকট্রোড এর দৈর্ঘ্য কমে গেলেও আর্কের দৈর্ঘ্যকে সর্বদা একটি প্রকার রাখা প্রয়োজন হয় এবং এ কারণে ওয়েল্ডিং এর সময় হাতকে নিচের দিকে নামিয়ে আনতে হয়। ধাতুখণ্ডের ওপর যে স্থানে আর্ক উৎপাদন করা হয়, ধাতু গলে যাওয়ার ফলে ঐ স্থানে গর্ভের সৃষ্টি হয়। এ গর্ভের গভীরতা কারেন্টের পরিমাণের ওপর নির্ভর করে। কারেন্টের পরিমাণ কম হলে, ইলেকট্রোড দিয়ে যোগ করানো গলিত ধাতু স্তূপীকৃত হয়ে যায় এবং ইলেকট্রোডটি পুনঃ পুনঃ ধাতুখণ্ডের সাথে সংলগ্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। অপর দিকে, কারেন্টের পরিমাণ বেশি হলে ইলেকট্রোড খুব দ্রুত গলে যায় এবং ধাতু বিক্ষেপণ অধিকতরভাবে ঘটে।


আর্ক ওয়েল্ডিং-এর সাবধানতা /সতর্কতা

আর্ক ওয়েল্ডিং-এর সময় নিচে লিখিত বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত :

 ১। আর্ক ওয়েল্ডিং করার সময় চোখ রক্ষা করার জন্য রঙিন কাচযুক্ত ওয়েল্ডিং শীল্ড ব্যবহার না করে কখনও ওয়েল্ডিং করা যাবে না।

২। কাঠ বা এ জাতীয় সহজ দাহ্য বস্তুর ওপর বা এগুলোর নিকটে ধাতু খণ্ডকে রেখে কখনও ওয়েল্ডিং করা যাবে না। 

৩। উত্তপ্ত ইলেকট্রোড এর শেষাংশ নির্দিষ্ট এবং নিরাপদ স্থান ছাড়া অন্যত্র নিক্ষেপ করা যাবে না।

৪। চামড়ার দস্তানা বা গাত আচ্ছাদক এবং অ্যাপ্রোন না পরে কখনও ওয়েল্ডিং করা যাবে না। 

৫। ইলেকট্রোড হোল্ডারকে ধাতুখণ্ডের ওপর কখনও রাখা যাবে না।

৬। ওয়েল্ডিং মেশিনকে উত্তমরূপে ভূমির সাথে যুক্ত অর্থাৎ আর্থ না করে কাজে অগ্রসর হওয়া যাবে না।

৭। ওয়েল্ডিং কাজ বন্ধ করার পরক্ষণে সুইচের মাধ্যমে বৈদ্যুতিক সরবরাহ বন্ধ করে দিতে হবে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url