Cutting Tools | Measuring Tools | Machine Tools | toos

Cutting Tools | Measuring Tools |  Machine Tools | toos 

টুলস কাহাকে বলে : 

Cutting Tools | Measuring Tools |  Machine Tools | toos

টুলস কাহাকে বলে কত প্রকার কি কি

কোনো জব বা ওয়ার্কপিসকে প্রয়োজন অনুযায়ী পূর্বনির্ধারিত আকার, আকৃতি এবং মসুলতায় পরিবর্তন করার জন্য যান্ত্রিক সুবিধা সম্বলিত যে ডিভাইস সমূহ বা মাধ্যম সমূহ ব্যবহার করা হয় তাদেরকে টুলস বলা হয়। অন্যভাবে বলা যায় টুলস হলো এক প্রকার যন্ত্র বা যন্ত্রাংশের সমষ্টি যা কোনো ধাতু বা ওয়াকপিস থেকে অতিরিক্ত অপ্রয়োজনীয় ধাতু কেটে বা ক্ষয় করে নির্দিষ্ট আকার, আকৃদ্ধি এবং মসৃণতা দেওয়ার কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ টুলস হলো এক প্রকার হাতিয়ার বা ব্যবহারের মাধ্যমে দুঃসাধ্য কাজ সহজসাধ্য হয় এবং হাতের কার্যকন্তু সুন্দর এবং সঠিকভাবে সম্পাদনে সহায়তা করে।


Cutting Tools | Measuring Tools |  Machine Tools | toos 

টুলস-এর শ্রেণি বিভাগঃ

মেশিনশপে যে সব টুলস ব্যবহৃত হয় তাদের কাজের ধরন ও বৈশিষ্ট্য অনুসারে তাদেরকে প্রধানতঃ ৫ (পাঁচ) ভাগে বিভক্ত করা যেতে পারে। যথা

১) মার্কিং বা লেআউট টুলস (Marking or Layout Tools) 

২) কাটিং টুলস (Cutting Tools)

৩) মেজারিং টুলস (Measuring Tools) 

(৪) আনুষঙ্গিক হ্যান্ড টুলস (Related Hand Tools)

৫) মেশিন টুলস (Machine Tools)


অন্য পোষ্ট : angle valve | Gate Valve,check valve | air relief valve | drain valve, globe valve

 বিভিন্ন প্রকার টুলস সমাকরণ :


মার্কিং বা লেআউঞ্চ টুল (Marking or Layout Tools) কাজ আরম্ভ করার পূর্বে অথবা কাজের সময় ড্রয়িং অনুযায়ী ধাতু খড়ের উপরিভাগে যে সকল টুলস দ্বারা মার্কিং করা হয় বা দাগ কেটে চিহ্ন দেওয়া হয় বা চিহ্নিত করার কাজে সাহায্য করে, সেসব টুলসকে মার্কিং বা লেজাউট টুলস বলা হয়। প্রদত্ত সুরিং অনুসারে কার্যযন্ত্রর উপরিতলে ড্রয়িং বা নকশা অংকন করাকে মার্কিং অথবা লেআউট বলা হয়। কাগজের উপর পেন্সিল ব্যবহার করে যে নিয়মে মেকানিক্যাল ড্রয়িং করা হয় অনুরূপ নিয়মে মার্কিং অথবা লেআউট টুলস্ ব্যবহার করে কার্যবস্তু তৈরি করার জন্য ওয়াকপিসের উপর মার্কিং অথবা লেআউট করা হয়। বেঞ্চ ওয়ার্ক, গিঁট মেটাল ওয়ার্ক, ড্রিজিং এর ক্ষেত্রে কেন্দ্রের অবস্থান চিহ্নিত করার জন্য লেআউট ওয়ার্ক খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।


মেজারিং টুলস : 

যে সকল টুলস মাপ গ্রহণ করতে, মাপ জানতে, ও মাপ পরীক্ষা করতে ব্যবহৃত হয় সে সকল টুলসকে মেজারিং টুলস বা মেজারিং ইনস্ট্রুমেন্টস বলা হয়। মেজারিং টুলস এর মধ্যে যে সকল টুলস সাধারণত মাপ পরীক্ষা করার কাজে ব্যবহার করা হয় তাদেরকে আলাদাভাবে টেস্টিং টুলস বলা হয়। যেমন

ট্রাই-স্কয়ার, কম্বিনেশন স্কয়ার, বিভেল প্রোট্র্যাক্টর, স্ট্রেইট এজ, স্টিল রুল ইত্যাদি। মেজারিং টুলস এর মধ্যে যে সকল টুলস্ তৈরি করা বজ্র কাজের উপযোগী কী না, ইহার মাপ গ্রহণযোগ্য সীমার মধ্যে আছে কী না ইত্যাদি বিশেষ বিশেষ ক্ষেত্রে পরীক্ষা করার কাজে ব্যবহৃত হয়, সে সকল মেজারিং টুলসকে গেজ বলা হয়।

যেমন- প্লাগ গেজ, রিং গেজ, স্ন্যাপ গেজ, রেডিয়াস গেজ, ইন্ডিকেটিং হোল গেজ, স্ক্রু-পিচ গেজ, ফিলার গেজ,ইত্যাদি।

বিভিন্ন প্রকার মেজারিং টুলসগুলো হলো :

(১) স্টিল রুল (Steel Rule)


(২) ইনসাইড ক্যালিপার্স (Inside calipers)


(৩) আউট সাইড ক্যালিপার্স (Outside Calipers)


(৪) ভার্নিয়ার ক্যালিপার্স (Vernier Calipers) 

(৫) মাইক্রোমিটার (Micrometre)


(৬) ভার্নিয়ার বিভেল প্রোট্র্যাক্টর (Vernier Bevel Protractor)


(৭) সাইন বার (Sine Bar)


(৮) টেলিস্কোপিক গেজ (Teliscopic Gauge ) 

(৯) স্পিরিট লেভেল (Spirit Level)


(১০) ইন্ডিকেটিং হোল গেজ (Indicating Hole Gauge)


(১১) স্লিপ গেজ বা গেজ ব্লক (Slip Gauge or Gauge Block)


(১২) থ্রেড গেজ (Thread Gauge)


(১৩) ডায়াল ইন্ডিকেটর (Dial Indicator) 

(১৪) ভার্নিয়ার হাইট গেজ (Vernier Height Gauge )


(১৫) সেন্টার গেজ (Centre Gauge)


(১৬) ওয়্যার গেজ (Wire Gauge), ইত্যাদি।


Cutting Tools | Measuring Tools |  Machine Tools | toos 

আনুষাঙ্গিক হ্যান্ড টুলস (Related Hand Tools) :

 মেশিনশপে বা ফিটিং বিভাগের সাধারণ কাজে অথবা অন্য টুলস এর সহকারী যন্ত্র হিসাবে যে সকল টুলস ব্যবহৃত হয় তাদেরকে আনুষঙ্গিক টুলস বলা হয়। যেমন হাতুড়ি, প্লায়ার, ভাইস, রেঞ্চ, ক্রু-ড্রাইভার, ট্যাপ রেঞ্চ, ডাই স্টক, ড্রিল চাক, চাক-কী, নাম্বার পাঞ্চ, লেটার পাঞ্চ, স্ক্রু একস্ট্রাক্টর, ট্যাপ একস্ট্রাক্টর, হ্যান্ড ভাইস, পিন ভাইস, কী-ড্রিফট, প্যারালাল ক্ল্যাম্প, ইত্যাদি।


মেশিন টুলস (Machine Tools) : 

মেশিন টুলস হলো শক্তি চালিত যান্ত্রিক ব্যবস্থা যা কাটিং টুলের সাহায্যে ওয়ার্কপিস থেকে নির্ধারিত পরিমাণ ধাতু অপসারণ করে প্রয়োজনীয় আকার, আকৃতি ও মসৃণতা প্রদানে ব্যবহৃত হয়। যেমন- লেদ মেশিন, শেপার মেশিন, প্লেনার, ড্রিলিং মেশিন, মিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, বোরিং মেশিন, হোনিং মেশিন, পাওয়ার হ্যাকস, বেন্ডস ইত্যাদি।


অন্য পোষ্ট : cement mortar, lead synonym, jute, rubber, white flex seal tape, copper pipe

 কাজের জন্য উপযুক্ত টুল নির্বাচনঃ 

টুলস নির্বাচন করার সময় কাজের ধরন, কার্যবস্তুর আকৃতি, কার্যবস্তুর পদার্থের যান্ত্রিক গুণাবলী, ইত্যাদি বিবেচনা করে নিম্নলিখিত তালিকা হতে অতি সহজেই মেশিন শপের কাজের জন্য টুলস নির্বাচন করা যায়।

যথা:

১)ফাইল (File)


2) চিজেল (Chisel)


৩) হ্যাক-'স' (Hack-Saw)


৪) হাতুড়ি (Hammer)


৫) রেঞ্চ (Wrench)


৬) ক্রু-ড্রাইভার (Screw Driver)


৭) প্লায়ার্স (Pliers) 

৮) ভাইস (Vice)


৯) ট্রাই স্কোয়্যার (Tri-square)

১০)  ইনসাইড ক্যালিপার্স (Inside Calipers)


(১১) আউটসাইড ক্যালিপার্স (Outside Calipers) ১২) ভার্নিয়ার ক্যালিপার্স (Vernier Calipers)

১৩) স্টিল রুল (Steel Rule)


১৪) মাইক্রোমিটার (Micrometer)


১৫) কম্বিনেশন স্কয়্যার (Combination Square) 

১৬) বিভেল প্রোট্র্যাক্টর (Bevel Protractor)


১৭) ট্যাপ (Tape)


১৮) ডাই (Die) 

১৯) ড্রিল গেজ (Drill Gauge)


২০) সারফেস প্লেট (Surface Plate)


২১) অ্যাংগেল প্লেট (Angle Plate) 

২২) সারফেস গেজ (Surface Gauge)


২৩) মার্কিং ব্লক (Marking block)

 ২৪) রিমার ( Reamer)


২৫) পাঞ্চ (Punch)


২৬) ক্রাইবার (Scriber)


২৭) স্ক্রেপার (Scraper )


২৮) ভি-ব্লক (Vee Block) 

২৯) ড্রিলিং মেশিন (drilling Machine)


৩০) গ্রাইন্ডিং মেশিন (Grinding Machine)


৩১) লেদ মেশিন (Lathe Machine)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url