cement mortar, lead synonym, jute, rubber, white flex seal tape, copper pipe

 

cement mortar, lead synonym, jute, rubber, white flex seal tape, copper pipe

cement mortar, lead synonym, jute, rubber, white flex seal tape, copper pipe

cement mortar, lead synonym, jute, rubber, white flex seal tape, copper pipe

জয়েন্টিং ম্যাটেরিয়াল্স্ (Jointing Materials)

জয়েন্টিং ম্যাটেরিয়ালস বলতে প্যাকিং জাতীয় দ্রব্যাদি ও নিঃসরণ বন্ধকারী তরল ও আঠালো জাতীয় পদার্থ বোঝায়, যা সংযোজিত পাইপ ও ফিটিংস-এর সংযোজিত অংশ দিয়ে তেল, গ্যাস, বাতাস, পানি ইত্যাদি নিঃসৃত হওয়া রোধ করে। পলি টেট্রাফ্লোরো ইথিলিন টেপ, সুতা, তন্তু, পাট, সিসা, সিমেন্ট মর্টার, রবার, সীল টেপ, থ্রেড কম্পাউন্ড, নরম সোল্ডার, হোয়াইট লেড, হ্যাভক, পুডিং, রং, আঠা জাতীয় পদার্থ ইত্যাদি জয়েন্টিং ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহৃত হয়।

সংযোজিত পাইপ ও ফিটিংস-এর ধাতুর ওপর নির্ভর করে জয়েন্টিং ম্যাটেরিয়ালসের ব্যবহার বিবেচিত হয়। এছাড়া কাজের ধরন অনুযায়ী জয়েন্টিং ম্যাটেরিয়ালস্ ব্যবহৃত হয়। পাইপের জোড়া বা সন্ধি যদি এম.এস ওয়েল্ডেড হয়, তবে আর্কওয়েল্ডিং রডটি এমএসএর হতে হবে। আবার যদি জয়েন্টটি সিআই পাইপে হয়, তবে ককিং জয়েন্টে অ্যাসবেসটস Rope' এর সাথে বিটুমেন ইমালসন জয়েন্টিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহৃত হয়। ঢালাই লোহা, পোড়া মাটি, কংক্রিট ইত্যাদি পাইপ সংযোজনে সিমেন্ট মর্টার এবং প্লাস্টিক, পিভিস ইত্যাদি পাইপে অ্যাডহেসিভ কম্পাউন্ড ব্যবহৃত হয়।


কাজের ধরন অনুযায়ী জয়েন্টিং ম্যাটেরিয়ালসের প্রকারভেদ কাজের ধরন অনুযায়ী জয়েন্টিং ম্যাটেরিয়ালস নিচে লিখিত ৯ (নয়) প্রকারের হয়ে থাকে :


অন্য পোষ্ট : গভীর নলকূপ বসানোর নিয়ম - ভূগর্ভস্থ পানির স্তর - নলকূপ

cement mortar, lead synonym, jute, rubber, white flex seal tape, copper pipe

১) সিমেন্ট মর্টার

এ মর্টারে সিমেন্ট ও বালির অনুপাত ১ঃ১ হয়। ঢালাই লোহা, পেটা লোহা, পোড়া মাটি, কংক্রিট পাইপ ইত্যাদি

সংযোজনের ক্ষেত্রে ব্যবহৃত হয়।


২) সিসা

ঢালাই লোহার পাইপের সংযোগস্থলে ব্যবহার করা হয়। এক্ষেত্রে জোড়া তৈরিকালে প্রথমে বোনা সুতার প্যাকিং দেয়া হয় এবং পরে প্যাকিং-এর উপর গলিত সিসা ঢেলে দেয়া হয়।


৩) বোনা সুতা

প্যাকিং হিসেবে পাইপের ওপর পেঁচিয়ে বা জড়িয়ে দেয়া হয়। জয়েন্ট শক্ত করতে প্রয়োজনে বোনা সুতায় রং (Paint) লাগিয়ে নিলে ভাল ফল পাওয়া যায়।


৪) পাট

পাট পাইপের থ্রেডের ওপর পেঁচিয়ে পাইপ সংযোগ দেয়া হয়। সাধারণত সকেট, এলবো, ইউনিয়ন, টি ইত্যাদি জিআই ফিটিংস-এর ক্ষেত্রে পাট ব্যবহার করা হয়। কোনো কোনো সময় পাটের ওপর রঙের প্রলেপ দেয়া হয়।


৫) রাবার

সাধারণত দুটি ফ্ল্যাঞ্জ টাইপের পাইপ সংযোগের ক্ষেত্রে ফ্ল্যাঞ্জ দুটির মাঝখানে গ্যাসকেট হিসেবে রাবার ব্যবহৃত হয়।


৬) সিল টেপ

এটি পাইপের থ্রেডের ওপর পেঁচিয়ে নেয়া হয়। কমপক্ষে ৭টি পূর্ণ প্যাচ দেয়ার বিধান রয়েছে। প্যাচগুলো অবশ্য ক্লকওয়াইজ হতে হবে। সলি টেপ সাধারণত পলি টেট্রাফ্লোরো ইথিলিন ম্যাটেরিয়ালের তৈরি। এটি পাইপের প্যাচের দিকে বাঁধতে হবে, উল্টো দিকে বাঁধলে কোনো কাজ হবে না।


৭) থ্রেড কম্পাউন্ড

প্রধান উপাদান রেজিনের সাথে অন্যান্য আরও উপাদান যোগ করে তরল আকারে এটি প্রস্তুত করা হয়। প্রবাহীর ওপর নির্ভর করে বাজারে বিভিন্ন রকমের কম্পাউন্ড পাওয়া যায়। এটি পাইপের থ্রেডের ওপর ব্যবহার করা হয়।


অন্য পোষ্ট : hot water supply line - পানি গরম করার হিটার - গরম পানি সরবরাহ পদ্ধতি

৮) নরম সোল্ডার

তামা বা সিসার পাইপের জোড়ার ক্ষেত্রে নরম সোল্ডার ব্যবহৃত হয়। ৪৫° সে. তাপমাত্রায় গলে যায়। ব্লো-ল্যাম্প বা গ্যাস ওয়েল্ডিং-এর মাধ্যমে জোড়া দিতে এ প্রকার নরম সোল্ডার ব্যবহার করা হয়। এটি বাজারে কয়েল আকারের পাওয়া যায়।


৯) অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল

এটি প্লাসটিক জাতীয় পাইপ সংযোজনের কাজে ব্যবহার করা হয়। এটি ব্যবহার করলে প্রয়োগের পর কমপক্ষে ৩০ মিনিট পাইপকে স্থিতাবস্থায় রাখতে হয়। অন্যথায় এর কার্যকারিতা যথাযথভাবে পাওয়া যায় না।


জয়েন্টিং ম্যাটেরিয়াল ব্যবহারের সুবিধা-অসুবিধা

সুবিধা নিম্নরূপ

১। পাইপের পানি চোয়ানো (Leakage) পরীক্ষা হয় অর্থাৎ জয়েন্টিং ম্যাটেরিয়াল ব্যবহারে কমপক্ষে চাপ

৭.5 kg/cm2 পাওয়া যায়।

২। রক্ষণাবেক্ষণ ও মেরামত খরচ কম হয়।

৩। পাইপের ক্ষয়-ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয়।

৪। জোড়াকে মজবুত, দৃঢ় ও শক্ত করে।

৫। খণ্ড খণ্ড পদার্থকে একটি পুরোপুরি খণ্ডে পরিণত করতে সাহায্য করে।

৬। জোড় নিচ্ছিদ্র হওয়ায় বাতাস কিংবা তরল পদার্থ বের হতে পারে না।


অসুবিধা নিম্নরূপ

১। জয়েন্টিং ম্যাটেরিয়ালস সঠিকভাবে প্রয়োগ না করলে সময় ও অর্থের অপচয় হয়।

২। সঠিক মানের জয়েন্টিং ম্যাটেরিয়াল না হলে সুবিধার চেয়ে অসুবিধাই বেশি। 

৩। এটি কার্যকরভাবে ব্যবহার করতে শ্রমিক মজুরিও কম নয়।


জয়েন্টিং পদ্ধতি

বিভিন্ন পাইপের জোড়া দেয়ার পদ্ধাতি (জয়েন্টিং পদ্ধতি) নিচে দেয়া হলো

ক) জিআই পাইপ

অপেক্ষাকৃত কম ব্যাসের জিআই পাইপ স্ক্রু-থ্রেডের মাধ্যমে জোড়া দেয়া হয়। জোড়ায় যাতে কোনো লিকেজ না হয়, তার জন্য জোড়ায় সীল টেপ, বোনা সুতা ও পাটের আঁশ পেঁচিয়ে দেয়া হয়। তবে অপেক্ষাকৃত বড় ব্যাসের পাইপ জোড়া দিতে যদি প্রয়োজনীয় ফিটিংস না পাওয়া যায়, তাহলে স্থায়ী জোড়া হিসেবে ওয়েল্ডিং করা হয়। তবে স্ক্রু-থ্রেডের বেলায় বিশেষ ক্ষেত্রে থ্রেড কম্পাউন্ড রেজিন থ্রেডে ব্যবহার করা হয়।


খ) কাস্ট আয়রন পাইপ

কাস্ট আয়রন পাইপ ফ্রেঞ্জসহ এবং ফ্রেঞ্জবিহীন হয়ে থাকে। ফ্রেঞ্জবিহীন পাইপকে স্পিগট এবং সকেট বিশিষ্ট পাইপ বলে। এটি জোড়া দেয়ার জন্য পাইপের স্পিগট প্রান্তকে সকেটের মাঝে প্রবেশ করিয়ে সংযোগ ফাঁকে পাট, সিসা ইত্যাদি প্যাকিং দ্রব্যাদি দিয়ে পূরণ করা হয়। পরে সীসা গলিয়ে একে ককিং (Caulking) করা হয়। আর যদি ফ্রেঞ্জ হয়, তাহলে প্যাকিং দিয়ে নাট বোল্টের সাহায্যে জোড়া দেয়া হয়।।


গ) কংক্রিট পাইপ

কংক্রিট পাইপ সাধারণত ফ্রেঞ্জবিহীন হয়। তাই এটি জোড়া দেয়ার জন্য পাইপের স্পিগট প্রান্তকে সকেটের মাঝে প্রবেশ করিয়ে সংযোগ ফাঁকে সিমেন্ট-বালি মিশ্রিত মসলা দিয়ে পূরণ করে দেয়া হয়। জোড়াস্থল জোড়া দেয়ার পূর্বে পরিষ্কার করে ও ভালোভাবে ভিজিয়ে নিতে হয়।


অন্য পোষ্ট : ফিচার কি - কিচেন সিংক - বাথটাব - toilet flushing cistern - portable bathtub

ঘ) আরসিসি পাইপ

আরসিসি পাইপও ফ্রেঞ্জবিহীন হয়। এতে রড ব্যবহারের ফলে শক্ত ও মজবুত হয় এবং বেশি চাপে ব্যবহার করা হয়। এ পাইপের জোড়াই ও স্পিগট প্রান্তকে সকেটের মাঝে প্রবেশ করিয়ে সিমেন্ট-বালি মিশ্রিত মসলা ও বোনা সুতা, জোড়ের ফাঁকে প্রবেশ করিয়ে জোড় স্থাপন করা হয়। জোড়া দেয়ার পূর্বে জোড় তল ভালোভাবে পরিষ্কার ও পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে এবং জোড় পুরাপুরি শক্ত না হওয়া পর্যন্ত পাইপের দু'দিকের চাপ জোড়ায় বজায় রাখতে হবে।


ঙ) অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ

এ পাইপ জোড়া দেয়ার জন্য বলয় জোড় (Collar joint) ব্যবহার করা হয়। এ পাইপের কোটর (Socket and Spigot) হীন প্রান্তদ্বয় জোড়া দেয়ার জন্য ২৫ সে.মি. লম্বা ও পাইপের চেয়ে ৫ সে.মি. অধিক ব্যাস বিশিষ্ট একই পদার্থের বলয় (Collar) পাইপ দুটির সংযোগস্থলে স্থাপন করা হয়। দুই পাইপের জোড়মুখে পাটের আঁশ-এ আলকাতরা লাগিয়ে জোড়ের খাঁজে পরিয়ে দিতে হয়। পরে পাইপ দুটির জোড়মুখে চেপে রেখে বলয় ও পাইপের মাঝে ফাঁকা স্থানে সিমেন্ট-বালি মিশ্রিত মসলা (১ঃ১) অনুপাতে দিয়ে ভর্তি করে দেয়া হয়।


চ) স্টিল পাইপ

স্টিল পাইপ সাধারণত প্যাচবিশিষ্ট হয়। এ প্যাচ বা থ্রেড ক্রু-থ্রেড হয়। বড় ডায়ামিটারের বেলায় করা হয় না। সেক্ষেত্রে উভয় পাইপ Flange বিশিষ্ট হয়। ক্রু-থ্রেড বিশিষ্ট পাইপ ও ফিটিংস স্ক্রু-থ্রেডের সাহায্যে জোড়া দেয়া হয়। আর জোড় স্থলে যাতে কোনো ণিকেজ না হয়, তার জন্য স্ক্রু-থ্রেডের ওপর দিয়ে সিল টেপ, পাটির আঁশ ও পুডিং দেয়া হয়। আর ফ্রেঞ্জ বিশিষ্ট হলে দুই ফ্রেঞ্জের মাঝে রাবার প্যাকিং বা গ্যাসকিট স্থাপন করে নাট-বোন্টের সাহায্যে আটকে জোড়া দেয়া হয়। স্ক্রু-থ্রেডের বেলায় বিশেষ ক্ষেত্রে থ্রেড কম্পাউন্ড রেজিন থ্রেডে ব্যবহার করা হয়।


ছ) কপার পাইপ

এটি ফ্রেঞ্জবিহীন হয়। স্পিগটের ভেতরের প্রান্ত ও সকেটের ওপর প্রান্ত পরিষ্কার করে সকেটের মাঝে প্রবেশ করিয়ে রো-ল্যাম্প বা গ্যাস নজেলের সাহায্যে গরম করে ও পরে লিড গরম করে জোড়ের ফাঁক ভরে দিতে হয় এবং ঠাণ্ডা না হওয়া অবধি স্থির রাখতে হয়।


জ) পিভিসি পাইপ বা প্লাস্টিক পাইপ

এ পাইপ জোড়া দেয়ার পদ্ধতি খুবই সহজ। তাই অধিক ব্যাসের ক্ষেত্রে স্পিগট ও সকেট ধরনের হয়।

অপেক্ষাকৃত কম ব্যাসের পাইপ-এ ফিটিংস ব্যবহার করা হয়। তাই এর জোড় দেয়ার জন্য পাইপ ও ফিটিংস

এ অ্যাডহেসিভ উপাদান ব্যবহার করে অনুভূমিকভাবে অথবা উল্লম্বভাবে স্থাপন করে খুব সাবধানে জোড়া দিতে হয়। অনেক ক্ষেত্রে চাপ প্রয়োগ করেও জোড়া দেয়া হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url