angle valve | Gate Valve,check valve | air relief valve | drain valve, globe valve

 angle valve | Gate Valve,check valve | air relief valve | drain valve, globe valve

ভাল্ভ (Valve)

পানি পরিবহন ব্যবস্থায় ভালভ অত্যাবশ্যক। এটি একপ্রকার ফিটিংস্, যা কোনো প্রবাহীর প্রবাহ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। ভাল্‌ভ সাধারণত 'Galvanized Iron; 'Brass; 'Bronze; 'Cast Iron' ইত্যাদি দিয়ে তৈরি হয়। পাইপ লাইনে বহু সংখ্যক ভালভ ব্যবহৃত হয়। এটি সাধারণত জলাধারের নির্গমন পাইপ, পাম্পের ডেলিভারি পাইপ এবং শোধন কক্ষের আগমন ও নির্গমন পাইপের সাথে সংযোগ করা হয়।


ভাল্‌ভ্-এর প্রকারভেদ

পানি পরিবহন ব্যবস্থায় বিভিন্ন ধরনের ভাল্ভ ব্যবহৃত হয়, যেমন

ক) গেট ভাল্ভ (Gate Valve) 

খ) চেক ভাল্ভ (Check Valve)

গ) এয়ার রিলিফ ভাল্ভ (Air Relief Valve)

ঘ) ড্রেন ভাল্‌ভ (Drain Valve)

ঙ) অ্যাঙ্গেল ভাল্ভ (Angle Valve)

চ) গ্লোব ভাল্ভ (Globe Valve)


অন্য পোষ্ট : পানির ট্যাংক - Water Tanks - পানির লাইনের কাজ - সরবরাহ লাইনে তারতম্য

angle valve | Gate Valve,check valve | air relief valve | drain valve, globe valve

গেট ভাল্‌ভ

angle valve | Gate Valve,check valve | air relief valve | drain valve, globe valve

এটি সাধারণত পানি পরিবহন ব্যবস্থায় 'Main Supply Line -এ ব্যবহৃত হয়। রাস্তার কর্নারে যেখানে লাইন পরস্পর ছেদ করে, সেখানে এ ভাল ব্যবহৃত হয়। এ ভালভ-এর ভিতর একটি ডিস্ক থাকে। এটি দেখতে গেট-এর মতো, তাই একে ‘Gate Valve' বলে। পানি যে দিক দিয়ে প্রবাহিত হয়, তার আড়াআড়িভাবে এ ডিস্কটি ব্যবহার করা হয়। এ ডিস্ক-এর সাথে একটি স্টেম লাগানো থাকে এবং এর সাহায্যে প্রবাহ লাইনকে চাহিদা অনুযায়ী খোলা, বন্ধ বা নিয়ন্ত্রণ করা যায়।


চেক ভালভ

angle valve | Gate Valve,check valve | air relief valve | drain valve, globe valve

কোনো নলের ভেতর দিয়ে যাতে জল উল্টোদিকে বের হতে না পারে সেজন্য এ ভালভ ব্যবহার করা হয়। এটির ভিতরে ডিস্ক এমনভাবে লাগানো থাকে যেন পানি এক দিক দিয়ে প্রবাহিত হতে পারে, কিন্তু বিপরীত প্রবাহে ভাল্‌ভ নিজে নিজেই বন্ধ হয়ে যায়। এই ভাল্ভ পাম্পের সাকশন লাইনে লাগানো হয়, যাতে পাম্প বন্ধ করার সময় লাইন থেকে পানির অপচয় প্রতিহত হয়। এ ভালভ্ আবার দুই প্রকার যথা (১) সুয়িং চেক ভালঙ্ (২) লিফ্ট চেক ভালভ।


এয়াল রিলিফ ভালভ

angle valve | Gate Valve,check valve | air relief valve | drain valve, globe valve

লম্বা পাইপ লাইনের উঁচুতম স্থানে বায়ু ও গ্যাস জমা হয়ে প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে। তাই এ ভালভ স্থাপন করে আবদ্ধ বায়ু ও গ্যাসকে লাইন থেকে বের করে দেয়া হয়।


অন্য পোষ্ট : water meter - venturi meter - orifice meter - rotary meter - turbine meter

ড্রেন ভালভ

angle valve | Gate Valve,check valve | air relief valve | drain valve, globe valve

পানি প্রবাহ লাইনের নিচু প্রান্তগুলোতে এ ভালভ স্থাপন করা হয়। পানিবাহিত বালি, কাদা বা অন্যান্য তলানি যা পরিবহন লাইনের তলদেশে জমা হয়, সেগুলো এ ভালভের সাহায্যে অপসারণ করে পরিবহন লাইনকে সচল রাখা হয়।


অ্যাঙ্গেল ভালভ

angle valve | Gate Valve,check valve | air relief valve | drain valve, globe valve

কোথাও দুটি নল ৯০° কোণে সংযোগ দেয়ার প্রয়োজন হলে সেখানে এ ভালভ ব্যবহার করা হয়। তাই অপর কোনো ফিটিংস দিয়ে জোড়া দেয়ার প্রয়োজন হয় না।


গ্লোব ভালভ

এটি 'Gate Valve' -এর মতো, তবে এর Disc-এর নিচে আসন লাগানো থাকে। ফলে স্টেম-এর সাথে লাগানো চাকা ঘুরালে Disc গিয়ে সিটের উপর বসে এবং খোলা জায়গা পুরোপুরি বন্ধ হয়ে পানিপ্রবাহ বন্ধ করে।

angle valve | Gate Valve,check valve | air relief valve | drain valve, globe valve

ভালভ-এর বিভিন্ন অংশের নাম

ক) গেট ভাল্‌ভ-এর বিভিন্ন অংশের নাম 

1. Valve Casing 

2. Cover

3. Yoke

8. Balve body

৫. Valve seat with the valve body fitted.

৬. Valve seat with the valve casing fitted.

৭. Dowel

৮. Valve stem

৯. Packing gland

১০. Handle retaining nut

১১. Yoke sleeve

১২. Washer

13. Hand wheel

 ১৪. Cover bolt

১৫. Nut for the cover bolt 

১৬. Packing gland bolt.

১৭. Nut for the packing gland bolt.

১৮. Cover yoke volt

১৯. Nut for the cover yoke volt

২০. Taper pin

২১. Set screw

২২. Gasket

২৩. Packing 

২৪. Identificaion plate


খ) গ্লোব অ্যান্ড অ্যাঙ্গেল ডাবৃত্তের বিভিন্ন অংশের নাম (চিত্র-৪৮)


১/ Valve Casing

২/ Cover

৩/ Valce body

৪/  Hand wheel

৫/  Valve seat

৬/ Valve retainer

৭/ Detent

৮/ Thread engagement ring

৯/  Packing gland So, 

১০/ Valve stem

১১/  Nut for the cover volt


অন্য পোষ্ট : সিউয়েজ কি - Industrial Sewage - what is water carriage system

গ) চেক ভাল্ভ (Swing Type) –এর বিভিন্ন অংশের নাম 

১/ Valve Casing

২/ Cover

৩/ Valve Body

৪/ Valve seat with the valve casing fitted. 

৫/  Valve seat with the valve body fitted.

৬/ Bolt of the valve body.

৭/ Arm 

৮/ Hinge pin

৯ / Plug

১০/  Hexagonal nut

১১/  Washer

১২/  Set pin

১৩/ Cover bolt

১৪/  Nut for cover bolt

১৫/ Gasket

১৬/  Identification plate.


ঘ) এয়ার রিলিফ ভালভেরর বিভিন্ন অংশের নাম 

১/ Valve Casing

২/  Valve seat holder ২. Bush

৩/  Side plate

৪/ Seat holding nut

৫/  Small air hole valve seat

৬/  Valve cage

৭/  Flout vave disc guide

৮/  Float valve disc

৯/  Ball valve or cock 

১০/  Plange.

angle valve | Gate Valve,check valve | air relief valve | drain valve, globe valve

ভাড় নষ্ট হওয়ার কারণ

নিম্নলিখিত কারণগুলোতে ভাল্‌ভ নষ্ট হতে পারে :

ক) মাটি ও ময়লা গাঁদ দিয়ে ভাল্‌ভ ঢেকে গেলে।

খ) মাঝে মাঝে পরিদর্শন করে তেল ও গ্রিজ না দিলে।

গ) স্টেম-এর পাশ দিয়ে ভালূত লিক করলে।

ঘ) ভাতের স্টেম অনুভূমিকভাবে স্থাপন না করলে।

ঙ) উল্টো দিকে ঘুরালে।

চ। ওয়াশার নষ্ট হলে।

ছ) প্যাকিং নাট খুলে গেলে।


ভালভ কার্যক্ষম পদ্ধতি/মেরামত ও রক্ষণাবেক্ষণ

ভালুত কার্যক্ষম রাখতে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণীয় :

১। মাটি বসে যাওয়ার হাত থেকে রক্ষা করতে কংক্রিট বেস- এর ওপর ভাল্‌ভ বসাতে হবে।

২। প্রয়োজনে দ্রুত মেরামতের জন্য প্রতিটি ভালত-এর সাথে ভালত-বক্স ও ম্যানহোল থাকতে হবে। 

৩। বড় ধরনের পাইপ লাইনে ২টি, ৩টি, ৪টি ভালভ খুব কাছাকাছি বসাতে হবে।

৪। নিয়মিত পরিদর্শন করে অকেজো ভাল্‌ভগুলো মেরামতের দ্রুত ব্যবস্থা নিতে হবে।

৫। মাঝে মাঝে পরিদর্শন করে ভাল্‌ভগুলোতে তেল বা গ্রিজ দিতে হবে।

৬। মাঝে মাঝে গেটটি উপর-নিচ করে পুরো মাত্রায় পানি ছেড়ে দিয়ে অবাঞ্ছিত মাটি ও কাদা সরাতে হবে।

৭। স্টেম-এর চারপাশ দিয়ে পানি চুয়ালে দ্রুত মেরামত করতে হবে।

৮। ভালভ খোলা কি বন্ধ তা প্লাম্বারের জানা থাকতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url