G i pipe | pvc pipe | ppr pipe | upvc pipe | Compressed air pipelines

 G i pipe | pvc pipe | ppr pipe | upvc pipe | Compressed air pipelines

জিআই পাইপ (G I Pipe)

পাইপের উপরিতলে দত্তার পাতলা প্রলেপ দেয়া গ্যালভানাইজড আয়রন পাইপকে সংক্ষেপে জিআই পাইপ (G.IPipe) বলে। এ পাইপ সাধারণত রট আয়রন কিংবা মাইল্ড স্টিল দিয়ে তৈরি করা হয় এবং যাতে সহজে মরিচা না পড়ে বা সহজে অবক্ষয় না হয়, সেজন্য পাইপের উপরিতলে দত্তার পাতলা প্রলেপ দেয়া হয়। জিআই পাইপের উভয় প্রান্তে ব্রিটিশ স্ট্যান্ডার্ড গ্রেড কাটা থাকে। দুটি পাইপকে সকেটের মাধ্যমে সংযোজন করা হয়। জিআই পাইপ বেশির ভাগ ক্ষেত্রে পানি ও গ্যাস সরবরাহের কাজে ব্যবহৃত হয়। এ ছাড়া ইলেকট্রিক ওয়্যারিং এ কড়ুইট পাইপ হিসেবেও ব্যবহৃত হয়। এ পাইপের ব্যাস ১২ মিমি থেকে ১৫০ মিমি এবং দৈর্ঘ্য ৬ মিটার থেকে ৭ মিটার পর্যন্ত হয়ে থাকে। তবে এ পাইপে খরচ পড়ে অত্যাধিক।

জিআই পাইপ

G i pipe | pvc pipe | ppr pipe | upvc pipe | Compressed air pipelines

 জিআই পাইপের প্রয়োজনীয়তা জিআই পাইপের প্রয়োজনীয়তা নিম্নে উল্লেখ করা হলো

(1) বাসাবাড়িতে-গ্যাস-সরবরাহ-করার-জন্য-

(2) পানীয়জল-সরবরাহ-করার-জন্য।
(৩) পাইপের ভেতরে ও উপরে দপ্তার বিএক্ষরী প্রলেপ দেয়া থাকে বলে মরিচা বা অন্য কোনো কারণে অবক্ষয়ের হাত থেকে রক্ষাকল্পে গ্লাথিং-এর বিবিধ কাজে জিআই পাইপের প্রয়োজনীয়তা অপরিসীম।


অন্য পোষ্ট : টিউবওয়েল - নলকূপ - নলকূপ মেকানিক কাজ কি - পানির স্তর

জিআই পাইপের ব্যবহার ক্ষেত্র

জিআই পাইপের ব্যবহার ক্ষেত্র নিম্নরূপ
ক) গ্যাস সরবরাহের ক্ষেত্রে
খ) পানি সরবরাহের ক্ষেত্রে
গ) ইলেকট্রিক ওয়্যারিং-এ কনডুইট হিসেবে
ঘ) টিউবওয়েল-এর সাহায্যে মাটির নিচ হতে পানি উত্তোলনের ক্ষেত্রে।

জিআই পাইপের সুবিধা-অসুবিধা

সুবিধা

(ক) গ্যালভানাইজিং করা থাকে বলে মরিচায় সহজে ক্ষতি করতে পারে না।
(খ) ১/২ থেকে ওপরে বিভিন্ন ব্যাসের পাইপ পাওয়া যায়।
(গ) তুলনামূলক বেশি শক্ত বলে কিছুটা চাপে ব্যবহার করা যায়।
(ঘ) কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা পর্যন্ত ব্যবহার করা যায়, প্রায় ৩০ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত।
(ঙ) মাটির নিচে বসানোর সময় বা রসসিক্ত মাটিতে স্থাপন করার সময় অবশ্যই পদার্থে বিপ্রক্ষয়ী প্রলেপ দিতে হয়।

অসুবিধা

(ক) অন্য ইস্পাতের পাইপের চেয়ে এ পাইপটির দাম বেশি।
(খ) এ পাইপটি ব্যবহার করার সময় সাবধানে কাজ করতে হয়। (গ) এ জাতীয় পাইপ সাধারণত বাঁকা করে ব্যবহার করা হয় না।।
(ঘ) পানিতে অম্ল থাকলে অতি সহজেই নষ্ট হয়ে যায়।

পিভিসি পাইপ (PVC Pipe)

G i pipe | pvc pipe | ppr pipe | upvc pipe | Compressed air pipelines


এই পাইপ পলি ভিনাইল ক্লোরাইড নামক অর্গানিক কেমিক্যাল দিয়ে তৈরি করা হয় বলে একে পিভিসি পাইপ ৰলে। এই পাইপ হালকা ও যথেষ্ট নরম, তবে ভঙ্গুর নয়। এ পাইপ বিদ্যুৎ অপরিবাহী, সস্তা ও দীর্ঘস্থায়ী এবং রোদ ও বৃষ্টির কারণে তেমন ক্ষতিগ্রস্ত হয় না। বাড়ির বিভিন্ন বৈদ্যুতিক লাইনে কনসিন্ড ওয়্যারিং করার কাজে এ পাইপ ব্যবহার করা হয়। একে ঠাণ্ডা পানির সরবরাহ লাইনে এবং ময়লা পানি নিষ্কাশন লাইনেও ব্যবহার করা যায়। এ সব পাইপ প্লাস্টিক অথব নিপুলের মাধ্যমে সংযোগ করা হয়। বর্তমানে বাড়িঘরে পানি সরবরাহের জন্য এ পাইপ ব্যবহৃত হয়।

G i pipe | pvc pipe | ppr pipe | upvc pipe | Compressed air pipelines


অন্য পোষ্ট : পানির পাম্প - পাম্প কত প্রকার - air lift pump - classification of pumps

 পিভিসি পাইপের প্রয়োজনীয়তা পিভিসি পাইপের প্রয়োজনীয়তা নিম্নরূপ

(ক) বৈদ্যুতিক ওয়্যারিং সিস্টেমে।
(খ) পানি সরবরাহ সিস্টেমে।
(গ) সিউরারেল পরিবহন সিস্টেমে।
(ঘ) প্লাম্বিং কাজে এই পাইপের প্রয়োজনীয়তা অপরিসীম।

 পিভিসি পাইপের ব্যবহার ক্ষেত্র

পিভিসি পাইপের ব্যবহার ক্ষেত্র নিম্নরূপ
(ক) বাড়িঘরে পানি সরবরাহের ক্ষেত্রে।
(খ) বাড়ির বিভিন্ন বৈদ্যুতিক লাইনে কনসিন্ড ওয়ারিং-এর ক্ষেত্রে।
(গ) সয়েল পাইপ হিসেবে।
(ঘ) ঠাণ্ডা পানি সরবরাহ লাইনে।
(ঙ) ময়লা পানি নিষ্কাশন লাইনে।

 পিভিসি পাইপের সুবিধা-অসুবিধা

পিভিসি পাইপের সুবিধা-অসুবিধাগুলো নিম্নে উল্লেখ করা হলো

 সুবিধা

(ক) এ পাইপ হালকা বিধায় বহনে সুবিধাজনক।
(খ) এ পাইপ নরম তবে ভঙ্গুর নয়।
(গ) বিদ্যুৎ অপরিবাহী ও সন্তা
(ঘ) স্থায়িত্ব অধিক।
(ঙ) ধাতব নিপুলের সাহায্যেও সংযোগ করা যায়।

অসুবিধা

(ক) অধিক তাপমাত্রায় কাজের উপযোগী নয়।
(খ) অধিক চাপের ক্ষেত্রে ব্যবহার করা যায় না।
(গ) কম্পনের সৃষ্টি হয়, এরূপ ক্ষেত্রে ব্যবহৃত হয় না।

হিটিং-এর মাধ্যমে জোড়া দেয়ার পদ্ধতি

(ক) জোড়া দেয়ার জন্য প্রথমে পাইপ ও ফিটিংস উভয়কে পরিষ্কার করতে হবে।
(খ) ফিটিংসকে নির্দিষ্ট জোগানের ওপর রেখে ব্রো-ল্যাম্পের সাহায্যে উত্তপ্ত করে নিতে হবে। তারপর পাইপকে অতি সাবধানে ফিটিংস-এর ভেতরে প্রবেশ করিয়ে পাইপের ওপর পুনরায় তাপ দিতে হবে যাতে ফিটিংস-এর সাথে দৃঢ়ভাবে আটকে যায়।
(গ) দুটি পাইপ একই ব্যাসের হলে যেকোনো একটি পাইপকে উত্তপ্ত করে ভেতরের ব্যাসের চেয়ে সামান্য বেশি ব্যাসের গোলকার ট্যাম্পার বস্তু দিয়ে চাপ দিতে হবে। ফলে পাইপের প্রান্তটি ফ্লায়ারিং হবে এবং পরিশেষে অপর পাইপটি ভেতরে ঢুকিয়ে গরম করে চাপ দিলে ভেতরে ঢুকে সিল্ড হয়ে যাবে।

অন্য পোষ্ট : গভীর নলকূপ বসানোর নিয়ম - ভূগর্ভস্থ পানির স্তর - নলকূপ

পিপিআর পাইপ (PPR Pipe)

পিপিআর পাইপ



পিপিআর পাইপ হলো পলিপ্রোপাইলিন রেনডম কোপলিমার পাইপের সংক্ষিপ্ত রূপ। এটি DIN ৮০৭৭/৮০৭৮-এর আলোকে তৈরি করা হয়।

জার্মানির স্ট্যান্ডার্ড

পিপিআর পাইপের প্রয়োজনীয়তা :

হাইড্রোলিক সেনিটারি প্রয়োগের ক্ষেত্রে পিপিআর পাইপের প্রয়োজনীয়তা অপরিসীম। নিম্নে এ পাইপের প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো

১. পাইপ এবং পাইপ ফিটিং সংস্থাপন ও যুক্তকরণ পদ্ধতি খুবই সহজ।
২. গরম ও ঠাণ্ডা তরল বা বায়বীয় পদার্থ পরিবহনে সমান উপযোগী।
৩. বিশুদ্ধ পানীয়জল পরিবহনে নিশ্চয়তা বিধান করে।
8. মেটাল পাইপের তুলনায় অধিক উপযোগী।
৫. হিট লস হওয়ার সম্ভাবনা কম।
৬. প্রেসার লস হওয়ার সম্ভাবনা কম।

 পিপিআর পাইপের ব্যবহার ক্ষেত্র

(১) কম্প্রেসড এয়ার পাইপ লাইন (Compressed air pipelines
২) বাগানের ইরিগেশন সিস্টেমে (Irrigation systems of gardens).

পিপিআর পাইপের ব্যবহার ক্ষেত্র

১) কম্প্রেসড এয়ার পাইপ লাইন (Compressed air pipelines)
২) বাগানের ইরিগেশন সিস্টেমে (Irrigation systems of gardens).
৩) কম্প্রেসড এয়ার ইনস্টলেশন (Compressed air installations).
৪) আন্ডার গ্লাউন্ড হিটিং সিস্টেম (Underground heating system)
৫) হট ওয়াটার রি-সাইকিং সিস্টেম (Hot water recycling system)
৬) স্যানিটারি এবং বিশুদ্ধ পানির পাইপ লাইন (Sanitary and pure water pipelines)

 ৭) ড্রিংক ম্যানুফেকচারিং এবং কনভেইং সিস্টেম (Drink manufacturing and conveying system) 

৮) অন্যান্য শিল্প ও কৃষি পাইপ লাইন (Other industrial and agricultural pipelines)
৯) সুইমিং পুলের পাইপিং সুবিধাজনিত সংযুক্তির ক্ষেত্রে (Piping networks for swimming pool facilities).
১০) বৃষ্টির পানি ব্যবহারে পাইপিং সুবিধাজনিত সংযুক্তির ক্ষেত্রে (Piping networks for ninwater utilization systems).
১১) এয়ার কন্ডিশনিং সিস্টেমে চিলড ওয়াটার সংযুক্তির ক্ষেত্রে (Chilled water network in air conditioning systems)
(১২) ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ও কেমিক্যাল ম্যাটেরিয়ালের কনভেয়রে (Conveyor of industrial water
and chemical materials)
(১৩) আবাসিক ও বাণিজ্যিক বিল্ডিং এ গরম ও ঠাণ্ডা পানি সংযুক্তির ক্ষেত্রে (Hot and cold potable water piping networks in residential and commercial buildings)


অন্য পোষ্ট : hot water supply line - পানি গরম করার হিটার - গরম পানি সরবরাহ পদ্ধতি

 পিপিআর পাইপের সুবিধা ও অসুবিধা

সুবিধা

১) পিপিআর পাইপ বিষাক্ত নয় ( PPR pipe is Non toxic)
২) পিপিআর পাইপ ক্ষয়রোধী (PPR pipe is Corrosion resistance)
৩) উচ্চঘাত সহন ক্ষমতাসম্পন্ন ও নমনীয় (High impact strength and flexibility)
৪) পিপিআর পাইপ নিম্ন তাপীয় কনডাকটিভিটি (PPR pipe is Low thermal conductivity)
৫) রাসায়নিক প্রতিরোধক (Resistant to a wide array of chemicals)
৬) মেটাল প্রোডাক্ট-এর তুলনায় ক্ষয় প্রতিরোধী ( Resistant to corrosion as compared to metal products)
৭) দীর্ঘ লাইফ টাইম ( Very long lifetime)
৮) ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট (Environment friendly)
৯) ফিউশন ওয়েল্ডিং উপযোগী (Fast, simple, fusion welding)

অসুবিধা

১। সাদা, ধূসর ও সবুজ ব্যতিত এ পাইপ তৈরি হয় না
2।  এ পাইপে কখনও কখনও গন্ধ থাকে।
৩।  দাম বেশি।

হিটিং-এর মাধ্যমে জোড়া দেয়ার পদ্ধতি

(ক) জোড়া দেয়ার জন্য প্রথমে পাইপ ও ফিটিংস উভয়কে পরিষ্কার করতে হবে।
(খ) ফিটিংসটিকে নির্দিষ্ট জোগানের ওপর রেখে রো-শ্যাম্পের সাহায্যে উত্তপ্ত করে নিতে হবে। তারপর পাইপকে অতি সাবধানে ফিটিংস-এর ভেতরে প্রবেশ করিয়ে পাইপের ওপর পুনরায় তাপ দিতে হবে যাতে ফিটিংস-এর সাথে দৃঢ়ভাবে আটকে যায়।
(গ) দুটি পাইপ একই ব্যাসের হলে যে কোনো একটি পাইপকে উত্তপ্ত করে ভেতরের ব্যাসের চেয়ে সামান্য বেশি ব্যাসের গোলকার ট্যাম্পার বস্তু দিয়ে চাপ দিতে হবে। ফলে পাইপের প্রাপ্তটি ফ্ল্যায়ারিং হবে এবং পরিশেষে অপর পাইপটি ভেতরে ঢুকিয়ে গরম করে চাপ দিলে ভেতরে ঢুকে সিল্ড হয়ে যাবে।

ইউপিভিসি পাইপ (UPVC Pipe)

ঢাকার তেজগাঁও-এ অবস্থিত মডার্ন টিউব কোম্পানি নিজস্ব অ্যাপার্টমেন্টে ব্যবহারের জন্য বিশেষভাবে বিজ্ঞানসম্মত উন্নতমানের কেমিক্যাল দিয়ে এ পাইপ তৈরি করে, যা পিভিসি পাইপ নামে পরিচিত। এ পাইপ অপেক্ষাকৃত মসৃণ, টেকসই ও মজবুত। পরবর্তীতে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিঃ গৃহনির্মাণে উৎকৃষ্ট সমাধান, চমৎকার গঠন, শক্তিশালী, সহজে অপসারণ ও স্থাপনযোগ্য, সর্বনিম্ন রক্ষণাবেক্ষণ, বিষহীন, ক্ষয়কারকহীন ও আঠাহীন বৈশিষ্ট্যসম্মত অধিক উপযোগী ও সাশ্রয়ী মূল্যে গৃহায়ন প্রকল্পের পাইপিং ব্যবস্থা/পদ্ধতিতে গ্রহণযোগ্য ও উৎকৃষ্ট উপকরণ হিসেবে এরূপ ইউপিভিসি পাইপ তৈরি করে।

গতানুগতিক পণ্যের তুলনায় বিভিন্ন সুবিধা প্রদানপূর্বক নিখুঁত প্রকৌশল পণ্য হিসেবে ইউপিভিসি পাইপ এবং ফিটিংস বর্তমানে যথেষ্ট প্রচলিত, যা এর গুণগত মানের যোগ্যতাকেই সমর্থন করে।
নকশাবিদ, প্রকৌশলী, পরিচালক এবং নির্মাতাগণ এ পাইপিং পদ্ধতি/ব্যবস্থা আস্থার সাথে গ্রহণ করেছেন এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের গৃহায়ন খাতে নতুন এই পাইপ ব্যবহারের সাথে খাপ খাইয়ে নিচ্ছে।
এ পাইপ ব্যবহার করে মডেল হিসেবে উঁচু ভবনের ভূ-নিম্নস্থ নর্দমা এবং পানি প্রবাহের নকশা পরিকল্পনা করা হয়েছে, যার একটি নমুনা সংযুক্ত (চিত্রঃ-১) করে প্রদর্শন করা হয়েছে। এটি পানিপ্রবাহ, তু-নিম্নস্থ নর্দমা, বর্জ্যা ও বৃষ্টির পানি ব্যবস্থাপনা/অপসারণ এবং নির্গমন পথের জন্য চাপ এবং চাপমুক্ত পাইপিং ব্যবস্থাগুলোর প্রয়োগ বা ব্যবহার ব্যাখ্যা করে।


অন্য পোষ্ট : ফিচার কি - কিচেন সিংক - বাথটাব - toilet flushing cistern - portable bathtub

ইউপিভিসি পাইপের প্রয়োজনীয়তা

ইউপিডিসি পাইপের প্রয়োজনীয়তা নিম্নরূপ

সয়েল লাইন/ওয়েস্ট ওয়াটার লাইনে কোন কারণবশত প্রবাহে বাধার সৃষ্টি যাতে না হয়, সেজন্য এ পাইপের প্রয়োজনীয়তা বেশি। প্রয়োজনীয় মাত্রায় কম ডিগ্রিতে ভেন্ট করার প্রয়োজনে অপর পাইপের তুলনায় এ পাইপের প্রয়োজনীয়তা সমধিক।।

 ইউপিভিসি পাইপের ব্যবহার ক্ষেত্র

ইউপিভিসি পাইপের ব্যবহার ক্ষেত্র নিম্নরূপ

১। ইমারতের জন্য পাইপের ব্যবস্থা/পদ্ধতিসমূহে।

২। ভূ-নিম্নস্থ নদৰ্মা, বর্জ্য, বৃষ্টির পানি, ব্যবস্থাপনা/অপসারণ এবং নির্গমনে
৩। বৈদ্যুতিক তার ও তারের নল ব্যবস্থা/পদ্ধতিতে।
৪। জরুরি ও অধিকতর বহনযোগ্য পানি প্রবাহে।
৫। শিল্প প্রক্রিয়াজাত পাইপ লাইনগুলোতে।
৬। শিল্পবর্জ্যের জন্য প্রবাহ পাইপ লাইনগুলোতে।
৭। সেচ কাজে।
৮। ঘাসের চাপড়া ও ঘোড়দৌড়ের মাঠের জন্য পানি সরবরাহ ব্যবস্থাপনায়।
৯। পানি অপসারণ পাইপ লাইন সিস্টেমে।

ইউপিভিসি পাইপের সুবিধা-অসুবিধা ইউপিভিসি পাইপের সুবিধা-অসুবিধা নিম্নরূপ

সুবিধা

১। ব্যবহার সহজ এবং স্থাপনে হালকা
২। আবহাওয়া ও  মরিচা প্রতিবন্ধক ও প্রতিরোধক।
৩। জোড়া বা সংযুক্তগুলোর মাঝে সূক্ষ্ম ছিদ্ররোধী ও মসৃণ সরবরাহে সহায়তাকারী।
৪।  তড়িৎ ব্যবস্থায় সরাসরি ক্ষতি হতে রক্ষার্থে উঁচু ক্ষমতাসম্পন্ন, প্রভাবমুক্ত ও প্রতিরোধী।
৫। চমৎকার গঠন, ক্ষমতা ও শক্তির অধিকারী।
৬। শ্রেষ্ঠ/সর্বোচ্চ/উৎকৃষ্টতর ওজনবাহী।
৭। শক্তিশালী এসিড ও অ্যালকালিসহ বিভিন্ন রকম রাসায়নিক এর অপসারণে বিশেষ প্রতিবন্ধক ও প্রতিরোধক।
৮। সকল প্রকার রোগজীবাণু প্রতিবন্ধক ও প্রতিরোধক। ভিতরে উঁচু আভা এবং পানির পৃষ্ঠদেশে 

৯। চমৎকার প্রবাহ বৈশিষ্ট্য সৃষ্টিকারী।
১০। অগ্নি প্রতিরোধক।
১১। স্বাভাবিক অবস্থায় ৫০ বছরের অধিক কার্যক্ষম বা টেকসই।
১২। দৃঢ়ভাবে যুক্ত সংযোগ ও ত্রিমুক্ত নলে মল চালনায় সহায়ক।
১৩। ভেতরে পানি ও ধুলা প্রবেশে প্রতিরোধ প্রদানকারী।
১৪। নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণে পুরোপুরি রাসায়নিক তড়িৎক্রিয়ামুক্ত।
১৫। বিষমুক্ত।

অসুবিধা

১। মারাত্মক কেমিক্যাল জাতীয় পদার্থ এর ভেতর দিয়ে প্রবাহ করা বিপজ্জনক।
২। ভারী যানবাহন এটির ওপর দিয়ে চলাচল করলে ভেঙ্গে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
৩। অপরাপর পাইপের তুলনায় দাম বেশি।।
ইউপিভিসি পাইপিং পদ্ধতির সাথে জিআই ও সিআই পদ্ধতির কার্যকারিতার তুলনা জিআই ও সিআই পাইপ এবং ফিটিংসমূহ স্বল্পস্থায়ী এবং তুলনামূলকভাবে দামি। এছাড়া এগুলো করোসন Corrosion এবং স্বাস্থ্যঝুঁকির সৃষ্টি করে। অপরদিকে ইউপিভিসি পাইপ ও ফিটিংস স্বাস্থ্যঝুঁকি বা কোনোরূপ সমস্যার সৃষ্টি ব্যতিরেকেই জিআই এবং সিআই পাইপ ও ফিটিংস-এর মতো সব সুবিধা প্রদান করে । ইউপিভিসি পাইপ ও ফিটিংস তুলনামূলকভাবে দীর্ঘস্থায়ী এবং সাশ্রয়ী।
বিভিন্ন পাইপের প্রয়োজনীয়তা, ব্যবহার ক্ষেত্র এবং সুবিধা-অসুবিধা

ইউপিভিসি পাইপ এবং ফিটিংস যুক্তকরণ পদ্ধতি সলভেট সিমেন্ট (Solvent Cement), উচ্চ আঠাসম্পন্ন পলিভিনাইল ক্লোরাইড এবং দ্রুত শুষ্ক হয় এমন প্রকার পদার্থসমূহই বেশির ভাগ ক্ষেত্রে কার্যকর ইউপিভিসি পাইপ ও ফিটিংস সংযোগে অনুমোদন বা ব্যবহার করা হয়।


অন্য পোষ্ট : পানির ট্যাংক - Water Tanks - পানির লাইনের কাজ - সরবরাহ লাইনে তারতম্য

যুক্তকরণ প্রণালি (Jointing Procedure)

১। সলভেন্ট সিমেন্ট, পাইপে সম্পৃক্ত করার সময় বা লাগানোর সময় প্রান্ত Square ভাবে কাটতে হবে এবং burrs যুক্ত করতে হবে।
২। যুক্তকরণের সময় সংযোগ পৃষ্ঠ দুটোকে ভালোভাবে ধুলা, গ্রিজ এবং পানি মুক্ত করতে হবে।
৩। পরিষ্কার ব্রাশ দিয়ে উভয় পৃষ্ঠ বরাবর সলভেন্ট সিমেন্ট লাগাতে হবে।
৪ । আবরণ দেয়া পাইপের প্রান্ত বা ফিটিংস এর স্পিগটটি (Spigot) আবরণ দেয়া ফিটিংস সকেটে স্বল্পগতিতে মোচড় দিয়ে প্রবেশ করাতে হবে। লক্ষ রাখতে হবে যেন, যুক্তকরণ পৃষ্ঠসমূহে সঠিকভাবে ছড়িয়ে যায় এবং কোনো বায়ু বুঁদবুঁদ না থাকে। সলভেন্ট সিমেন্টযুক্ত পৃষ্ঠকে ৯০ সেকেন্ডের বেশি সময় অযুক্ত অবস্থায় রেখে পরবর্তীতে সংযোগটি যুক্ত করলেও তা পুরোপুরি কার্যকর হয় না।
৫। প্রাথমিক জোড় অর্জনের জন্য সংযোগটি ৩০ সেকেন্ড ধরে রাখতে হয়। অতিরিক্ত সলভেন্ট সিমেন্ট সংযোগ থেকে মুছে ফেলতে হবে এবং পুরোপুরি শক্তি অর্জনের জন্য পরবর্তী ২ ঘণ্টা রেখে দিতে হবে। উল্লেখ্য
যে, ২৪ ঘণ্টার পূর্বে সংযোগটি পরীক্ষা করা যাবে না।

বিভিন্ন পাইপের প্রয়োজনীয়তা, ব্যবহার ক্ষেত্র এবং সুবিধা-অসুবিধা

পানি সরবরাহের কাজে ব্যবহৃত ইউপিভিসি পাইপের নমিনাল সাইজ, আউটসাইড ডায়ামিটার এবং ওয়াল
থিকনেস নিচে দেওয়া হলো : 
বিভিন্ন পাইপের প্রয়োজনীয়তা, ব্যবহার ক্ষেত্র এবং সুবিধা-অসুবিধা


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url