lead pipe rigidity | how to cut copper pipe | corrugated plastic pipe

 

lead pipe rigidity | how to cut copper pipe | corrugated plastic pipe

lead pipe rigidity | how to cut copper pipe | corrugated plastic pipe

lead pipe rigidity | how to cut copper pipe | corrugated plastic pipe

কাস্ট আয়রন পাইপ (সিআই পাইপ)

কাস্ট আয়রন পাইপ প্রধানত মাটির নিচে পানি বা গ্যাস পরিবহনের জন্য এবং গৃহে ব্যবহৃত বিভিন্ন প্রকার পানি বা পয়ঃনিষ্কাশনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। বৃহৎ দালানগুলোর ছাদের পানি নিষ্কাশন এবং পয়ঃগ্যাস নিষ্কাশনের কাজে এর ব্যবহার সর্বাধিক। এ পাইপ কাস্টিং পদ্ধতিতে ঢালাই করে তৈরি করা হয়। এ পাইপ ফ্ল্যাঞ্জসহ অথবা স্পিগট ও সকেট বিশিষ্ট হয়। অন্য ধাতুর তুলনায় কাস্ট আয়ন পাইপ অধিক চাপ সহ্য করতে পারে এবং অবক্ষয়রোধী ও দীর্ঘস্থায়ী হওয়াতে পানি সরবরাহ করতে স্পিগট ও সকেট গঠন বিশিষ্ট পাইপ ব্যবহৃত হয়। এটি দামে অপেক্ষাকৃত সস্তা, কিন্তু ওজনে ভারী ও ভঙ্গুর বলে অনেক ক্ষেত্রে এর পরিবর্তে স্টিল বা রট আয়রনের পাইপ ব্যবহৃত হয়।

আরসিসি পাইপ

শহরে ময়লা পানি নিষ্কাশনের জন্য আরসিসি পাইপ বেশি ব্যবহৃত হয়। লোহার সরু রড দিয়ে মূল কাঠামো তৈরি করে সিমেন্ট, বালি ও খোয়া দিয়ে যথাস্থানে ঢালাই করে এ পাইপ তৈরি করা যায় বলে অধিক ব্যবহৃত হয়। পাইপের অভ্যন্তরীণ ব্যাস ৮০ মি.মি. থেকে ২৬০০ মি.মি. এবং গুরুত্ব ২৫ মিমি থেকে ২১৫ মি.মি. পর্যন্ত হয়ে থাকে। কংক্রিট নির্মিত তল মসৃণ বলে প্রবাহের গতিবেগ কম বিস্তৃত হয়। এ পাইপ যে কোনো প্রকার চাপ প্রতিরোধ সক্ষম। এ পাইপ অধিক ভারী বলে স্থাস্তান্তর, পরিবহন ও কর্মস্থলে সংস্থাপন করা অসুবিধাজনক ও ব্যয়সাপেক্ষ।


অন্য পোষ্ট : Cutting Tools | Measuring Tools | Machine Tools | toos

অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ

অ্যাসবেস্টস ফাইবার ও সিমেন্ট সংযোগে এ পাইপ তৈরি করা হয় বলে একে অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ বলা হয়। এ পাইপ তৈরি করতে তারের জালি-রি ইনফোর্সমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এ পাইপ অত্যন্ত মজবুত ও মসৃণ এবং সস্তা, কিন্তু ভঙ্গুর। তাই এ পাইপ স্থাপনের সময় সতর্কতা অবলম্বন করতে হয়। পানি নিষ্কাশনের যাবতীয় কাজে এটি ব্যবহার করা হয়। এ পাইপ অন্য পাইপের সাথে সিমেন্টের সাহায্যে জোড়া দেয়া হয়। এ পাইপের ব্যাস ৪০ মি.মি. থেকে ৫০০ মি.মি. এবং দৈর্ঘ্য ২ মিটার থেকে ৩ মিটার পর্যন্ত হয়ে থাকে। এ পাইপে তড়িৎ প্রবাহিত হয় না এবং আগুনে ক্ষতিগ্রস্ত হয় না। এসিড, লবণ, ক্ষার, মাটি ইত্যাদি দিয়েও এ পাইপ আক্রান্ত হয় না।

স্টিল পাইপ

উঁচু চাপে পানি, বাষ্প, গ্যাস ও বাতাস প্রবাহের কাজে স্টিল ব্যবহৃত হয়। রট আয়রন ও কাস্ট আয়রন পাইপের তুলনায় স্টিল পাইপের শক্তি অনেক বেশি এবং ভেঙ্গে যাবার সম্ভাবনা অনেক কম। এ জন্য যেসব স্থানে বড় আকৃতির পাইপের প্রয়োজন ও প্রবাহের চাপ অত্যধিক সে সব স্থানে স্টিল পাইপ ব্যবহার করা সুবিধাজনক। এ পাইপ যে কোনো দৈর্ঘ্যের ও ব্যাসের তৈরি করা যায়। এ পাইপ জোড়াবিহীন ও জোড়াসহ দুই প্রকারেই হয়ে থাকে। এ পাইপের স্থায়িত্ব কম এবং রক্ষণাবেক্ষণ ব্যয় অধিক। এ পাইপ মাটির ওপরে ব্যবহার করা হয়। ক্রোমিয়াম ও কার্বনের উপস্থিতির ওপর ভিত্তি করে স্টেইনলেস স্টিল পাইপ ও কার্বন স্টিল পাইপ হয়ে থাকে।

লেড পাইপ (সিসার পাইপ) সিসার পাইপ (Lead Pipe)

 খুব নরম বিধায় এটিকে যে কোনো আকৃতিতে সহজে বাঁকানো যায় এবং সোল্ডারিং পদ্ধতিতে জোড়া দেয়া হয়। স্যানিটারি কাজে এটি বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে হাত-মুখ ধোয়ার বেসিন, গোসলখানায় সরঞ্জামের সাথে পানি প্রবাহকারী আধার সংযোগ ও অন্যান্য প্লাম্বিং-এর কাজে এ পাইপ ব্যবহৃত হয়ে থাকে। এ পাইপের ব্যাস ১০ মি.মি. থেকে ১২৫ মি.মি. পর্যন্ত হয়ে থাকে।

lead pipe rigidity | how to cut copper pipe | corrugated plastic pipe


অন্য পোষ্ট : Metals | Ferrous Metals | Non-Ferrous Metals | Grinding

কপার পাইপ (তামার পাইপ)

তামার পাইপ (Copper Pipe)-এর তাপ পরিবহন ক্ষমতা অধিক। কাজেই বয়লারের টিউব, স্টিম ইঞ্জিনের ফিড ও ড্রেন পাইপ হিসেবে ব্যবহার করা হয়। তামা ডাকটাইল মেটাল হওয়ার এটি দিয়ে তৈরি পাইপ বাঁকানো যায় এবং সহজে যে কোনো অবস্থানে ব্যবহার করা সম্ভব হয়। এ পাইপের ব্যাস ১২ মি.মি. থেকে ৬০ মি.মি. এবং দৈর্ঘ্য ৩ মিটার থেকে ৪ মিটার পর্যন্ত হয়ে থাকে। এ পাইপ তৈরি করতে খরচ বেশি পড়ে, তবে মরিচা কম ধরে। গরম পানি পরিবহনের জন্য এ পাইপ সুবিধাজনক।

প্লাস্টিক পাইপ

বর্তমানে এ পাইপের ব্যবহার অধিক ও অতি জনপ্রিয়। বেসিনের ওয়েস্ট, বেসিন ও ফসেটের সংযোগ পাইপ,

টিউবওয়েলের পাইপ ইত্যাদি হিসেবে এটি ব্যবহৃত হয়। তা ছাড়া অস্থায়ীভাবে পানি সরবরাহে এটি ব্যবহৃত হয়। এ পাইপ কয়েল আকারেও পাওয়া যায় এবং হালকা বলে পরিবহনে সুবিধাজনক। তুলনামূলকভাবে এ পাইপের দাম কম।

স্টেইনলেস স্টিল পাইপ

স্টিল তৈরির সময় শতকরা ৪ থেকে ২২ ভাগ ক্রোমিয়াম এবং কোনো কোনো স্থলে অল্প পরিমাণ নিকেল মিশিয়ে স্টিইনলেস স্টিল তৈরি হয়। এ স্টিল দিয়ে যে পাইপ তৈরি হয়, তাই স্টেইনলেস স্টিল পাইপ। এটির ক্ষয় রোধকারী শক্তি অনেক বেশি। এর ওপর কখনো মরিচা পড়ে না বা কোনো দাগ পড়ে না। বয়লারের সুপার হিটার, এসিডযুক্ত জল পরিবহণ পাম্পের বিভিন্ন অংশ, তেল শোধনাগারের টারবাইন ইত্যাদি স্টেইনলেস স্টিল পাইপ ব্যবহৃত হয়।

ডাকটাইল পাইপ

এ পাইপ সাধারণ পানি সরবরাহের জন্য মূল পাইপ শাখা পাইপ ও উপশাখা পাইপ হিসেবে ব্যবহার করা হয়। এটি স্টিল পাইপের মতো, তবে এর ভেতর ও বাইরে সিমেন্ট কোটিং দেয়া থাকে। 

বিভিন্ন পাইপের প্রয়োজনীয়তা :

বিভিন্ন পাইপের প্রয়োজনীয়তা নিম্নে উল্লেখ করা হলো

সিআই পাইপের প্রয়োজনীয়তা

(ক) মাটির নিচে পানি ও গ্যাস পরিবহনে

(খ) গৃহের পয়ঃমল নিষ্কাশনে।

(গ) দালানের ছাদের পানি নিষ্কাশনে।

(ঘ) পয়ঃগ্যাস নিষ্কাশনে।

আরসিসি পাইপের প্রয়োজনীয়তা

 (অ) বন্যা বা বৃষ্টির পানি কোনো এলাকা থেকে দূরীভূত করার কাজে।

(আ) শহরের ময়লা পানি নিষ্কাশনের কাজে।

অ্যাসবেস্টস সিমেন্ট পাইপের প্রয়োজনীয়তা

(ক) পানি পরিবহনে।

(খ) এসিড জাতীয় তরল পরিবহনে।

(গ) বর্জ্য পদার্থ পরিবহনে।

স্টিল পাইপের প্রয়োজনীয়তা

(ক) আবাসিক, বাণিজ্যিক ও শিল্প-কারখানায় পানি সরবরাহের জন্য
(খ) পরিশোধিত ও অপরিশোধিত তেল, যার সাথে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয় না সেসব ক্ষেত্রে তেল সরবরাহ ও স্থানান্তরের জন্য।
(গ) বয়লার, টারবাইন ইত্যাদি হতে স্টিম সরবরাহের জন্য।
(ঘ) কোনো কোনো ক্ষেত্রে বৈদ্যুতিক ক্যাবলের কনডুইট হিসেবে ব্যবহৃত হয়।


অন্য পোষ্ট : Machine Tools | doosan machine tools | Operation Trade

কপার (তামা) পাইপের প্রয়োজনীয়তা

(ক) ঔষধ শিল্প, রাসায়নিক শিল্প ইত্যাদিতে প্রবাহী স্থানান্তরের কাজে।

(খ) পানি পরিবহনের জন্য।

(গ) বাষ্প পরিবহনের জন্য।

লেড পাইপের প্রয়োজনীয়তা

(ক) প্লাম্বিং সিস্টেমে পানি সরবরাহে।

(খ) ফিকচারের সাথে পানি সরবরাহ লাইনকে সংযোগ করতে।

বিভিন্ন পাইপের ব্যবহার ক্ষেত্র :

বিভিন্ন পাইপের ব্যবহার ক্ষেত্র নিম্নে উল্লেখ করা হলো

সিআই পাইপ

নিম্নলিখিত ক্ষেত্রে সিআই পাইপ ব্যবহৃত হয় :

(১) পানি ও গ্যাস পরিবহনের জন্য মাটির নিচে ব্যবহৃত হয়।

(২) গৃহে ও দালানে পানি নিষ্কাশনের কাজে।

(৩) পয়ঃ নিষ্কাশনে।

(৪) দালানের ছাদের পানি নিষ্কাশনে।

(৫) পয়ঃ গ্যাস নিষ্কাশনে ভেন্ট পাইপ হিসেবে।

আরসিসি পাইপ

নিম্নলিখিত ক্ষেত্রে আরসিসি পাইপ ব্যবহৃত হয় :

 (১) যে কেনো জায়গায় ময়লা পানি নিষ্কাশনে।

(২) পৌরসভা বা সিটি করপোরেশনের সিউয়ার লাইনে।

(৩) আন্ডারগ্রাউন্ড ড্রেন হিসেবে।

অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ

নিম্নলিখিত ক্ষেত্রে এ পাইপ ব্যবহৃত হয় :

(১) এসিড জাতীয় তরল স্থানান্তরের প্রয়োজনে।

(২) বয়লার ও ফার্নেসের বিভিন্ন কাজে।

(৩) শিল্প-কারখানায় বর্জ্য পদার্থ নিষ্কাশনে ড্রেন হিসেবে। (৪) পানি নিষ্কাশনের যাবতীয় কাজে।

লেড পাইপ

নিম্নলিখিত ক্ষেত্রে এ পাইপ ব্যবহৃত হয় :

(১) হাত-মুখ ধোয়ার বেসিনে।

(২) গোসলখানার সরঞ্জামের সাথে পানি প্রবাহকারী আধার সংযোগে। (৩) স্যানিটারি কাজে।

তামার পাইপ

নিম্নলিখিত ক্ষেত্রে এ পাইপ ব্যবহৃত হয় :
(১) বয়লারের টিউব হিসেবে।

(২) স্টিম ইঞ্জিনের ফিড হিসেবে।

(৩) স্টিম ইঞ্জিনের ড্রেন হিসেবে।

(৪) ঔষধ শিল্পে। (৫) রাসায়নিক শিল্পে।

(৬) ফ্রিজে।

বিভিন্ন পাইপের সুবিধা-অসুবিধা :

সিআই পাইপ

সুবিধা

(১) ঢালাই লোহার তৈরি বলে মোটামুটি মজবুত।

(২) তুলনামূলকভাবে দামে কম।

(৩) সিমেন্ট ও বালির মিশ্রণ দিয়ে ফিটিংস-এর ফাকগুলো পূরণ করা যায়।

(8) সাধারণ আঘাতে ভাঙ্গে না বা নষ্ট হয় না।

(৫) সাধারণ আঘাতে ভাঙ্গে না বা নষ্ট হয় না।


অন্য পোষ্ট : machine shop | machine shop flint | little machine shop

অসুবিধা

(১) ওজনে ভারী।

(২) ব্যবহারের ক্ষেত্রে সীমিত। (৩) মরিচারোধী নয়।

(8) বিক্রিয়ায় অংশ গ্রহণ করে।

আরসিসি পাইপ

সুবিধা

(১) প্রয়োজনীয় স্থানেই ঢালাই করা যায়।

(২) তল মসৃণ বলে প্রবাহে সুবিধাজনক হয়। 

(৩) চাপ প্রতিরোধে সক্ষম।

অসুবিধা

(১) অত্যধিক ভারী বলে স্থানান্তর ও পরিবহন অসুবিধাজনক।

(২) ব্যয় সাপেক্ষ।

অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ

সুবিধা

(1) তুলনামূলকভাবে শক্তিশালী ও স্থায়িত্ব বেশি।

(২) এসিড, ক্ষার, লবণ, মাটি ইত্যাদি দিয়ে আক্রান্ত হয় না।

(৩) আগুন বা তাপে নষ্ট হয় না।

(8) রক্ষণাবেক্ষণ খরচ কম।

অসুবিধা

(১) ৩ ইঞ্চির কম ব্যাসের এবং ৩৬ ইঞ্চির বেশি ব্যাসের পাওয়া যায় না।

(২) খুব উঁচু চাপে ব্যবহার করা যায় না। 

(৩) সব কাজে ব্যবহার করা যায় না।

স্টেইনলেস স্টিল পাইপ

সুবিধা

(১) মরিচা প্রতিরোধী।

(২) ঘর্ষণজনিত বাধা কম।

(৩) বিশেষ বিশেষ ক্ষেত্রে ব্যবহার অনস্বীকার্য।

(৪) দীর্ঘদিন ব্যবহার করা যায়।

অসুবিধা

(১) অত্যধিক মূল্য। 

(২) সব ক্ষেত্রে ব্যবহার উপযোগী নয়।

ডাকটাইল পাইপ

সুবিধা

(১) অ্যালুমিনিয়াম অথবা পাতলা আয়রন শীট থেকে তৈরি বলে সুবিধাজনক।

(২) ওজনে হালকা।

(৩) তুলনামূলকভাবে দামে কম।

(8) বিশেষ কাজের জন্য ব্যবহার উপযোগী।

অসুবিধা

(১) উঁচু চাপযুক্ত স্থানে ব্যবহার করা যায় না।

(২) প্লাম্বিং কাজে ব্যবহার কম।

কপার পাইপ

সুবিধা

(১) তুলনামূলকভাবে দামে কম।

(২) সহজে বাঁকানো যায়।

(৩) মরিচা প্রতিরোধী। (৪) বিশেষ ক্ষেত্রে ব্যবহার উপযোগী।

(৫) তুলনামূলকভাবে ঘর্ষণজনিত বাধা কম।


অন্য পোষ্ট : আর্ক ওয়েল্ডিং কাকে বলে? আর্ক ওয়েল্ডিং কত প্রকার ও কি কি - আর্ক ওয়েল্ডিং কি

অসুবিধা

(১) অধিক মূল্যের কারণে সাধারণত পানি সরবরাহ কাজে ব্যবহৃত হয়। (২) অধিক চাপ সহ্য করতে পারে না।

লেড পাইপ (সিসার পাইপ)

সুবিধা

(১) সহজে বাঁকানো যায় বলে বিশেষ জায়গায় ব্যবহৃত হয়।

(২) তুলনামূলকভাবে দামে কম। (৩) মরিচা উপযোগী।

অসুবিধা

(১) সাধারণত পানি সরবরাহ কাজের জন্য উপযোগী নয়। (২) নরম বলে অধিক চাপযুক্ত স্থানে ব্যবহার করা যায় না।

প্লাস্টিক পাইপ

সুবিধা

(১) ওজনে হালকা। 

(২) দামে সস্তা।

(৩) জিআই পাইপের পরিবর্তে ব্যবহার করা যায়।

(8) জোড়া দেয়ার পদ্ধতি সহজ।

(৫) সহজে বাঁকানো যায়। 

(৬) মরিচারোধী বলে মাটির নিচে ব্যবহার করা যায়।

অসুবিধা

(১) আঘাত সহন ক্ষমতা কম।

(২) অধিক উত্তপ্তস্থলে ব্যবহার করা যায় না।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url