soil pipe | water supply pipe | sewer vent pipe | Waste Water pipe

soil pipe | water supply pipe | sewer vent pipe | Waste Water pipe

 পাইপ (Pipe)

পাইপ গোলাকার ফাঁপা দীর্ঘ নলবিশেষ যার ভেতর দিয়ে তরল বা বায়বীয় পদার্থ অনায়াসে প্রবাহিত হতে পারে। অর্থাৎ যে ফাঁপা গোলাকার দীর্ঘা পরিবাহীর ভেতর দিয়ে প্রবাহী (fluid) অবিচ্ছিনভাবে প্রবাহিত হতে পারে, তাকে পাইপ বলে। সাধারণত প্লাম্বিং কাজে সরবরাহকৃত পানি, ব্যবহৃত ময়লা পানি, তরল বর্জ্যসমূহ ও গ্যাস পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হয়।

soil pipe | water supply pipe | sewer vent pipe | Waste Water pipe

চিত্র ১.১ : পাইপ

 পাইপের প্রয়োজনীয়তা

সাধারণত নিম্নলিখিত কাজে পাইপ ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা যায়।

(ক) গ্যাস সরবরাহের কাজে।

(খ) পানি সরবরাহের কাজে। 

(গ) তেল শোধনাগারে।

(ঘ) মল-মুত্রসহ ব্যবহৃত ময়লা পানি নিষ্কাশনের কাজে।

(ঙ) বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে।

(চ) খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পকারখানায়।


অন্য পোষ্ট : expansion joint | collar joint | Pipe joint | flanged joint in pipe, Mortise Joint

প্লাম্বিং সিস্টেমে পাইপের শ্রেণিবিন্যাস :

পাইপের ব্যবহার বা কার্য সম্পাদনের উপর ভিত্তি করে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায় : 

(ক) সার্ভিস পাইপ (Survice Pipe)

(খ) সাপ্লাই পাইপ (Supply Pipe)

(গ) নিষ্কাশন পাইপ (Drainage Pipe)

(ঘ) সয়েল পাইপ (Soil Pipe) 

(ঙ) ভেন্ট পাইপ (Vent Pipe)

(চ) এন্টি সাইফনেজ পাইপ (Anti Syphonage Pipe)

(ছ) হাউজ সিউয়ার (House Sewer)

(জ) স্ট্রিট মেইন সিউয়ার (Street Main Sewer) 

(ঝ) বৃষ্টির পানি বহনকারী পাইপ (Rain Water Pipe)

(ঞ) ময়লা পানি বহনকারী পাইপ (Waste Water Pipe)


soil pipe | water supply pipe | sewer vent pipe | Waste Water pipe

(ক) সার্ভিস পাইপ (Service Pipe): 

সাধারণত রাস্তার নিচে স্থাপিত সরবরাহ পাইপ থেকে অপেক্ষাকৃত সরু আকারের পাইপের সাহায্যে গৃহে বা

দালানে পানি সরবরাহ করা হয়, একে সার্ভিস পাইপ বলে। এই পাইপ সাধারণ গ্যালভানাইজড আয়রন কিংবা পিভিসির হয়ে থাকে।


(খ) সাপ্লাই পাইপ (Supply Pipe) :

শহর বা গ্রামাঞ্চলে দালান ও অন্যান্য ভবনসমূহে পানি সরবরাহের জন্য রাস্তার নিচে যে পাইপ বসানো হয় তাকে সাপ্লাই পাইপ বলে। এই সকল পাইপ কাস্ট আয়রন স্টিল (Steel), পিভিসি (P.V.C) কিংবা গ্যালভানাইজড আয়রনের (GI) হয়ে থাকে।


(গ) নিষ্কাশন পাইপ (Drainage Pipe) :

দালান বা গৃহে ব্যবহৃত ময়লা পানি ও অন্যান্য তরল বর্জ্য পদার্থ যে পাইপের সাহায্যে নিষ্কাশন করা হয় তাকে নিষ্কাশন পাইপ বলে । এটা সাধারণ কাস্ট আয়রনের হয়ে থাকে। তবে বর্তমানে পিভিসি, অ্যাসবেস্টস, সিমেন্ট পাইপ ও সিসি পাইপও ব্যবহৃত হয়।


অন্য পোষ্ট : প্লাম্বিং ফিটিংস | Plumbing Fittings, Elbow, Tee, Union

(ঘ) সয়েল পাইপ (Soil Pipe):

দালান বা গৃহের ওয়াটার ক্লোসেট (Water Closet) বা অন্য কোনো ফিকচার (Fixture) থেকে নিষ্কাশিত পানি যে নির্দিষ্ট পাইপে এসে পড়ে এবং যে পাইপের সাহায্যে এটা বাস্তুমল পাইপ (House Sewer) -এ পৌছে দেয় তাকে সয়েল পাইপ (Soil Pipe) বলে। এটা কাস্ট আয়রন, কংক্রিট, পিভিসি (অ্যাসবেস্টস) সিমেন্টের হয়ে থাকে।


(ঙ) ভেন্ট পাইপ (Vent Pipe):

নিষ্কাশিত দূষিত তরল বা অন্যান্য তরল বর্জ্য পদার্থ থেকে উদ্ভূত দুর্গন্ধযুক্ত গ্যাস নির্গমনের জন্য লম্বিক ভাবে যে পাইপ সয়েল পাইপের সঙ্গে সংযুক্ত করা হয়, তাকে ভেন্ট (Vent) পাইপ বলে। ভেন্ট পাইপকে ছাদ থেকে অন্তত ২ মিটার উচ্চতায় রাখা হয়। বৃষ্টির পাইন বা আবর্জনা যাতে পাইপের মধ্যে প্রবেশ করতে না পারে তার জন্য পাইপের মাথায় পার্শ্বছিদ্র বিশিষ্ট একটি টুপি বা কাউল (Cowl) লাগানো হয়।


(চ) এন্টি সাইফোনেজ পাইপ (Anti Syphonage Pipe):

 বহুতল বিশিষ্ট ভবনের পায়খানাগুলো সাধারণত একটির উপর একটি এমনভাবে সাজানো থাকে যে, পায়খানাগুলো থেকে একটি খাড়া পাইপের সাহায্যে মল নিষ্কাশন করা হয়। উপরের তলার পায়খানা থেকে নির্গত মল পানির তোড়ে মল পাইপের ভেতর দিয়ে নিচে নামার সময় যখন নিচের তলার মল পাত্রের সংযোগস্থল। অতিক্রম করে, তখন পিছনে সৃষ্ট আংশিক শূন্য স্থান পূরণ করতে মলপাত্র সংলগ্ন ট্রাপে (Trap) পানির পরিবর্তে বায়ু বা গ্যাস ট্র্যাপের ঊর্ধ্বমুখী বাঁক বা ভেন্ট পাইপ সংযোগকারী একটি সরু পাইপের মধ্য দিয়ে ছুটে আসে। এভাবে পাইপটি সাইফোনিক ক্রিয়ার ট্র্যাপের পানির প্রতিবন্ধককে নষ্ট থেকে রক্ষা করে বলে এই পাইপকে এন্টি সাইফোনেজ পাইপ বলে। এটা কাস্ট আয়রনের, পিভিসি অথবা অ্যাসবেস্টসের তৈরি হয়।


(ছ) হাউস সিউয়ার (House Sewer) :

প্লাম্বিং সংস্থাপনে নিষ্কাশন পদ্ধতির মধ্যে দালান বা গৃহের দেয়াল হতে রাস্তার নিচে স্থাপিত স্লিট মেইন সিউয়ার পর্যন্ত বিস্তৃত অংশকে হাউস সিউয়ার বলা হয় । এই পাইপ কাস্ট আয়রন বা কংক্রিটের হয়ে থাকে।


(জ) স্ট্রিট মেইন সিউয়ার (Steet Main Sewer) : 

দালান বা গৃহের হাউস সিউয়ার থেকে সংগৃহীত সিউয়েজ যে পাইপের মাধ্যমে শোধন বা অপসারণের উদ্দেশ্যে উপযুক্ত স্থানে নিষ্কাশন করা হয়, তাকে স্ট্রিট মেইন সিউয়ার বলে। ইহা ইট অথবা কংক্রিটের হয়ে থাকে।


(ঝ) বৃষ্টির পানিবাহিত পাইপ (Rain Water Pipe) :

কোনো দালান বা গৃহের ছাদে যে পানি জমা হয়, তা দালান বা গৃহের প্রধান দেয়ালের বাইরের পাশে সংযুক্ত খাড়া পাইপের মাধ্যমে দালানের চারদিকে নির্মিত ড্রেন এবং পরে রাস্তার নিচে সংস্থাপিত বড় সিউয়ার লাইনে অথবা খোলা নদৰ্মায় নিষ্কাশন করা হয়, একে বৃষ্টির পানিবাহিত পাইপ বা রেইন ওয়াটার পাইপ বলে। এই পাইপও কাস্ট আয়রনের হয়ে থাকে।


অন্য পোষ্ট : G i pipe | pvc pipe | ppr pipe | upvc pipe | Compressed air pipelines

(ঞ) ময়লা পানি বহনকারী পাইপ (Waste Water Pipe):

 দালান বা গৃহের বিভিন্ন ফিকচারে ব্যবহৃত ময়লা পানি দালান বা গৃহের প্রধান দেয়ালের বাইরের পৃষ্ঠে সংযুক্ত খাড়া পাইপের সাহায্যে ময়লা পানি প্রথমে দালানের চারদিকে তৈরি ড্রেনে এবং পরবর্তীতে রাস্তার নিচে সংস্থাপিত নিষ্কাশন পাইপে পড়ে, এই পাইপকে ওয়েস্ট পাইপ বলে। এই পাইপ সাধারণত কাস্ট আয়রনের হয়ে থাকে।

soil pipe | water supply pipe | sewer vent pipe | Waste Water pipe


 নির্মাণ উপাদান অনুযায়ী পাইপের প্রকারভেদ :

নির্মাণ উপাদানের ওপর ভিত্তি করে পাইপকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়।

১। কাস্ট আয়রন পাইপ/ঢালাই লোহা পাইপ (Cast Iron Pipe)।

২। স্টিল পাইপ (Steel Pipe):

(ক) মাইল্ড স্টিল পাইপ (Mild Steel Pipe) 

(খ) স্টেইনলেস স্টিল পাইপ (Stainless Steel Pipe)

(গ) কার্বন স্টিল পাইপ (Carbon Steel Pipe)

(ঘ) আন প্লিসাইজড পলি ভিনাইল ক্লোরাইড স্টিল পাইপ (Unplysized Poly Vinyle Choride Steel Pipe)

৩। রট আয়রন পাইপ (Wrougt Iron Pipe) 

 ৪। গ্যালভানাইজ্‌ড আয়রন পাইপ/জিআই পাইপ (Galvanized Iron Pipe)

৫। সিমেন্ট কংক্রিট পাইপ (Cement Concrete Pipe)

(ক) অ্যাসবেসটস সিমেন্ট পাইপ (Asbestos Cement Pipe) 

(খ) আরসিসি পাইপ (Re-inforced Cement Concrete Pipe)

(গ) প্রি-স্ট্রেসড কংক্রিট পাইপ (Pre-stressed Concrete Pipe)

৬। পিভিসি পাইপ (Poly Vinyle Chloride Pipe) 

৭। ইউপিভিসি পাইপ (Unplasticized Poly Vinyle Choride Pipe)

৮। পিতলের পাইপ (Brass Pipe)

৯। তামার পাইপ (Copper Pipe)

১০। সিসার পাইপ (Lead Pipe)

১১। পোড়ামাটি বা পাথরের পাইপ (Earthen or Stone Pipe)


নিচে বহুল ব্যবহৃত কয়েকটি পাইপের সংক্ষিপ্ত বর্ণনা প্রদান করা হলো

কাস্ট আয়রন পাইপ

সাধারণত কাস্ট আয়রন পাইপ মাটির নিচে পানি বা গ্যাস পরিবহনের জন্য এবং গৃহে ব্যবহৃত বিভিন্ন প্রকার

পানি বা পয়ঃ

নিষ্কাশনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। মূলত বৃহৎ দালানগুলোর ছাদের পানি নিষ্কাশন এবং পয়ঃগ্যাস নিষ্কাশনের কাজে এর ব্যবহার সর্বাধিক। এ পাইপের কাস্টিং পদ্ধতিতে ঢালাই করে তৈরি করা হয়। এ পাইপ ফ্ল্যাঞ্জসহ অথবা কিলক (Spigot) এবং কোটর (Socket) বিশিষ্ট হয়। অপরাপর ধাতুর তুলনায় কাস্ট আয়রন পাইপ অধিক চাপ সহ্য করতে পারে এবং এ পাইপ অবক্ষয়রোধী ও দীর্ঘস্থায়ী হওয়াতে পানি সরবরাহ করতে স্পিগট ও সকেট গঠন বিশিষ্ট পাইপ ব্যবহৃত হয়। এটি দামে অপেক্ষাকৃত সস্তা, কিন্তু ওজনে ভারী ও ভঙ্গুর বলে অনেক স্থানে এর পরিবর্তে স্টিলের বা রট আয়রনের পাইপ ব্যবহার করা হয়।

স্টিল পাইপ

সাধারণত উচ্চ চাপে পানি, বাষ্প, গ্যাস ও বাতাস প্রবাহ করার কাজে স্টিল পাইপ ব্যবহৃত হয়। রট আয়রন

ও কাস্ট আয়রন পাইপের তুলনায় স্টিল পাইপের শক্তি অনেক বেশি এবং ভেঙ্গে যাবার সম্ভাবনা অনেক কম। এ জন্য সব স্থানে বড় আকৃতির পাইপের প্রয়োজন ও প্রবাহ চাপ অত্যধিক, সে স্থানে স্টিল পাইপ ব্যবহার করা

সুবিধাজনক। এ পাইপ যে কোনো দৈর্ঘ্যের ও ব্যাসের তৈরি করা যায়। এ পাইপ জোড়াবিহীন ও জোড়াসহ দু’প্রকারেরই হয়ে থাকে। এ পাইপের স্থায়িত্ব কম এবং রক্ষণাবেক্ষণ ব্যয় অধিক। স্টিল পাইপ মাটির ওপরের কাজে স্থাপন করতে হয়।


অন্য পোষ্ট : lead pipe rigidity | how to cut copper pipe | corrugated plastic pipe

স্টেইনলেস স্টিল পাইপ

স্টিল তৈরির সময় শতকরা ৪ থেকে ২২ ভাগ ক্রোমিয়াম এবং কোনো কোনো স্থলে অল্প পরিমাণ নিকেল মিশিয়ে যে পাইপ তৈরি করা হয়, তাকে স্টেইনলেস স্টিল পাইপ বলে। এটির ক্ষয়রোধকারী শক্তি অনেক বেশি। এর ওপর  কখনো মরিচা ও কোনো প্রকার চিহ্ন পড়ে না। বয়লারের সুপার হিটার, এসিডযুক্ত জল পরিবহন পাম্পের বিভিন্ন অংশ, তেল শোধনাগারের টারবাইন ইত্যাদি তৈরিতে স্টেইনলেস স্টিল পাইপ ব্যবহৃত হয়।


রট আয়রন পাইপ

রট আয়রন পাইপ তুলনামূলক স্টিল পাইপের চেয়ে কম শক্তিশালী। ফ্ল্যাঞ্জসহ এর দৈর্ঘ্য ৫.৪২ মি.থেকে ১০.৯৪ মি. পর্যন্ত হয়ে থাকে। উত্তপ্ত তরল পদার্থ এক স্থান হতে অন্য স্থানে প্রবাহিত করার জন্য এটি বিশেষভাবে উপযোগী। রট আয়রন পাইপ অনেক সময় স্টিল পাইপের বিকল্পরূপেও ব্যবহৃত হয়।


গ্যালভানাইজড আয়রন পাইপ

এ পাইপকে সংক্ষেপে জি আই (G.I) পাইপ বলে। এ পাইপ সাধারণত রট আয়রন বা মাইল্ড স্টিল দিয়ে তৈরি করা হয় যাতে সহজে মরিচা না পড়ে বা সহজে অবক্ষয় না হয়, সেজন্য পাইপের উপরিতলে দস্তার পাতলা প্রলেপ দেয়া হয়। জিআই পাইপের উভয় প্রান্তে ব্রিটিশ স্ট্যান্ডার্ড থ্রেড কাটা থাকে। দু'টি পাইপকে সকেটের মাধ্যমে সংযোজন করা হয়। জিআই পাইপ বেশির ভাগ ক্ষেত্রে পানি সরবরাহের কাজে ব্যবহৃত হয়। এ ছাড়া ইলেকট্রিক ওয়্যারিং এ কম্ভুইট পাইপ হিসেবেও ব্যবহৃত হয়। এ পাইপের ব্যাস ১২ মিমি থেকে ১৫০ মিমি এবং ৬ মিটার থেকে ৭ মিটার পর্যন্ত দীর্ঘ হয়ে থাকে। তবে এ পাইপ ব্যবহারে খরচ পড়ে অত্যধিক।


অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ

এ পাইপ অ্যাসবেস্টস ফাইবার ও সিমেন্ট সংযোগে তৈরি করা হয় বলে একে অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ বলা হয়। এ পাইপ তৈরি করার জন্য তারের জালি রি-ইনফোর্সমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। এ পাইপ অত্যন্ত মজবুত, মসৃণ ও সস্তা, কিন্তু ভঙ্গুর। সেজন্য এ পাইপ স্থাপনের সময় সতর্কতা অবলম্বন করতে হয়। পানি নিষ্কাশনের যাবতীয় কাজে এটি ব্যবহার করা হয়। এ পাইপের সাথে অন্য পাইপ সিমেন্টের সাহায্যে জোড়া দেয়া হয়। এ পাইপের ব্যাস ৪০ মিমি থেকে ৫০০ মিমি এবং দৈর্ঘ্য ২ মিটার পর্যন্ত হয়ে থাকে। এ পাইপে তড়িৎ প্রবাহিত হয় না এবং আগুনে ক্ষতিগ্রস্ত হয় না। এসিড ক্ষার, লবণ, মাটি ইত্যাদি দিয়ে এ পাইপ আক্রান্ত হয় না।


পিভিসি পাইপ

মূলত পলি ভিনাইল ক্লোরাইড নামক অর্গানিক কেমিক্যাল দিয়ে এ পাইপ তৈরি করা হয় বলে একে পিভিসি পাইপ বলে। এ পাইপ যথেষ্ট হালকা, নরম, তবে ভঙ্গুর নয়। এ পাইপ বিদ্যুৎ অপরিবাহী, সস্তা ও দীর্ঘস্থায়ী এবং রোদ, পানি ও বৃষ্টির কারণে তেমন ক্ষতি হয় না। বাড়ির বিভিন্ন বৈদ্যুতিক লাইনে কনসিল্ড ওয়্যারিং -এর কাজে এ পাইপ ব্যবহার করা হয়। একে ঠান্ডা পানির সরবরাহ লাইনে এবং ময়লা পানি নিষ্কাশন লাইনেও ব্যবহার করা যায়। এসব পাইপ প্লাস্টিক অথবা ধাতব নিপলের মাধ্যমে সংযোগ করা হয়। বর্তমানে বাড়িঘরে পানি সরবরাহের জন্যও এ পাইপ ব্যবহৃত হয়।


পিতলের পাইপ

এ পাইপ উত্তপ্ত তরল প্রবাহের জন্য রেফ্রিজারেশন সিস্টেমে এবং প্লাম্বিং কাজে ব্যবহার করা হয়। এ পাইপ অত্যন্ত মসৃণ হয় এবং যে কোনো এসিড ক্রিয়া প্রতিহত করতে সক্ষম। এ পাইপের দাম তুলনামূলকভাবে কপার পাইপের চেয়ে কম বিধায় কপার পাইপের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। পিতলের পাইপ ও তামার পাইপ একই পদ্ধতিতে তৈরি করা হয়। এ পাইপের ব্যাস ৬ মিমি এবং দৈর্ঘ্য ৩ মি. থেকে ৪ মিটার পর্যন্ত হয়ে থাকে এ পাইপ তামার পাইপের মতো বাঁকানো যায় না বলে তামার পাইপের মতো কয়েল করে বিক্রয় হয় না এবং তামার পাইপের মত ব্যবহার করা যায় না।


অন্য পোষ্ট : soil pipe | water supply pipe | sewer vent pipe | Waste Water pipe

তামার পাইপ

তামার পাইপের তাপ পরিবহন ক্ষমতা অধিক। সেজন্য বয়লারের টিউব, স্টিম ফিড ও ড্রেন পাইপরূপে অধিক ব্যবহার করা সম্ভব হয়। এ পাইপের ব্যাস ১২ মিমি থেকে ৬০ মিমি এবং দৈর্ঘ্য ৩ মি. থেকে ৪ মিটার পর্যন্ত হয়ে থাকে। এ পাইপ তৈরিতে খরচ বেশি পড়ে, তবে মরিচা কম ধরে। গরম পানি পরবিহনের জন্য এ পাইপ সুবিধাজনক।


সিসার পাইপ

সিসার পাইপ খুব নরম বিধায় এটিকে যে কোনো আকৃতিতে সহজে বাঁকানো যায় এবং সোল্ডারিং পদ্ধতিতে জোড়া দেয়া যায়। স্যানিটারি কাজে এটি বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে। বিশেষ করে ধোয়ার বেসিন ও গোসলখানার সরঞ্জামের সাথে প্রবাহকারী আধার সংযোগ ও অন্যান্য প্লাম্বিং-এর কাজে ব্যবহৃত হয়ে থাকে। এ পাইপের ব্যাস ১০ মিমি থেকে ১২৫ মিমি পর্যন্ত হয়ে থাকে।


সিমেন্ট কংক্রিট পাইপ

মাটির নিচে প্রবাহ লাইন ও শহরের ময়লা নিষ্কাশনের জন্য সিমেন্ট কংক্রিট পাইপ ব্যবহৃত হয়। এ পাইপের ব্যাস ১৫০ সেমি থেকে ১৮০ সেমি এবং দৈর্ঘ্য ১ মিটার থেকে ৫ মিটার পর্যন্ত হয়ে থাকে। এটির মূল কাঠামো মাইন্ড স্টিলের চিকন রড দিয়ে তৈরি করা হয়। এ পাইপ যাতে সহজেই এসিড দিয়ে আক্রান্ত হতে না পারে সেজন্য এসিড প্রতিরোধ করার জন্য পাইপের ভেতর ও বাহির উভয় পিঠে সালফেট প্রতিরোধী সিমেন্টের প্রলেপ দেয়া হয়।


রি-ইনফোর্সড সিমেন্ট কংক্রিট পাইপ

মূলত শহরের ময়লা পানি নিষ্কাশনের কাজে রি-ইনফোর্সড সিমেন্ট কংক্রিট পাইপ বেশি ব্যবহৃত হয়। লোহার সরু রড দিয়ে মূল কাঠামো তৈরি করে সিমেন্ট ও খোয়া দিয়ে প্রয়োজনীয় স্থানে ঢালাই করে পাইপগুলো তৈরি করা যায় বলে অধিক ব্যবহৃত হয়। পাইপের অভ্যন্তরীণ ব্যাস ৮০ মিমি থেকে ২৬০০ মিমি এবং পুরুত্ব ২৫ মিমি থেকে ২১৫ মিমি পর্যন্ত হয়ে থাকে। কংক্রিট নির্মিত তল মসৃণ বলে প্রবাহের গতিবেগ কম বিস্তৃত হয়। এ পাইপ যে কোনো প্রকার চাপ প্রতিরোধে সক্ষম। এ পাইপ অত্যধিক ভারী বলে স্থানান্তর, পরিবহন ও কার্যস্থলে সংস্থাপন করা অসুবিধাজনক এবং ব্যয়সাপেক্ষ।


পি-স্ট্রেড্ কংক্রিট পাইপ

প্রি-স্ট্রেসড্ কংক্রিট পাইপের নির্মাণ কৌশল রি-ইনফোর্সড সিমেন্ট কংক্রিট পাইপের মতো, তবে রডে স্ট্রেসড্ দেয়া হয়। এ পাইপ যে কোনো আকার বা আকৃতির হতে পারে এবং যে কোনো প্রকার চাপ প্রতিরোধে সক্ষম। এ পাইপ নষ্ট হয়ে গেলে মেরামত করা যায় না। এ পাইপও গ্লাম্বিং কাজে ব্যবহৃত হয়।


আনপ্লিসাইজড পলি ভিনাইল ক্লোরাইড স্টিল পাইপ

এ পাইপ ইস্পাতের পাইপের মাঝে এক ধরনের পাইপ। ইস্পাতের পাইপের ভেতরের পাত্রে প্লাস্টিক(Plastic) জাতীয় উপাদানের প্রলেপ দেয়া থাকে। এটিতে ইস্পাতের পাইপের মতো ক্ষয়-ক্ষতি হয় না, পাইপের ভেতরের প্লাস্টিক (Plastic) জাতীয় উপাদান নষ্ট বা ভেঙ্গে না গেলে প্রায় স্থায়ী অবস্থায় ব্যবহার করা হয়। কিন্তু প্লাস্টিক (Plastic) জাতীয় উপাদান বেশি তাপমাত্রায় ব্যবহার করলে ক্ষমতা কমে যায়। সেজন্য নির্দিষ্টি ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এ পাইপটি পানি সরবরাহকারী পাইপ হিসেবে বেশি ব্যবহার করা হয়। তবুও ময়লাযুক্ত পানি নিষ্কাশন কাজেও ব্যবহৃত হতে পারে, কিন্তু ব্যবহার কম হয়। কেননা এই পাইপ অন্য পাইপের চেয়ে তুলনামূলক দামি।

সুবিধা-অসুবিধা

এটি ইস্পাতের পাইপের মতো সুবিধাজনক হলেও এতে নিম্নলিখিত বাধ্যকতা রয়েছে :

(ক) এ পাইপটি ৬০ ডিগ্রির চেয়ে কম তাপমাত্রায় ব্যবহার করতে হয়। 

(খ) এ পাইপটির ফিটিংস সংযোগ স্থানে বিপ্রক্ষয়ী স্থানে প্রলেপ দিতে হয়, কেননা প্যাঁচ কাটার সময় ঐ জায়গাটা কিছু কিছু ভেঙ্গে যায় এবং ভাঙ্গা স্থান থেকে ক্ষয়-ক্ষতি সংঘটিত হতে পারে।

(গ) এ পাইপটি বাঁকা করা যায় না; কেননা পাইপের ভেতরের প্লাস্টিক (Plastic) ভেঙ্গে যায়।


অন্য পোষ্ট : Annealing | Tempering | Normalizing | Hardening | Quenching | Carburizing

পোড়ামাটি বা পাথরের পাইপ

এটি কাদামাটি পুড়িয়ে তৈরি করা হয়। সাধারণত ল্যাটারাল সিউয়ার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। এ পাইপের স্থায়িত্ব অধিক, তাই ক্ষয়-ক্ষতি (মরিচা) হয় না। কিন্তু চাপের ক্ষেত্রে ক্ষমতা কম থাকে। তাই প্রবল ধাক্কা পেলে ভেঙ্গে যায়। সেজন্য নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার করা হয়। এ পাইপটি ময়লাযুক্ত পানি নিষ্কাশন কাজেও ব্যবহার করা হয়। কিন্তু বাড়িঘরের ভেতরে ব্যবহার করা হয় না।

সুবিধা-অসুবিধা

(ক) লবণ, ক্ষার, মরিচা ইত্যাদি দিয়ে এ পাইপের ক্ষয় ক্ষতি হয় না। 

(খ) এই পাইপ বেশি মজবুত থাকে না, সেজন্য অধিক যানবাহন চলাচলের রাস্তায় ব্যবহার করা যায় না।

(গ) এ পাইপের দৈর্ঘ্য কম। যেমন-৪০০,৫০০,৭০০, ১০০০ মিলিমিটারের মতো।


পাইপের সাইজ (Size of Pipe) : 

পাইপের অভ্যন্তরীণ ব্যাসের ওপর পাইপের সাইজ নির্ভর করে। পাইপ উৎপাদনকারীরা সাধারণত পানি সরবরাহের কাজে নিচে লিখিত সাইজের পাইপগুলো তৈরি করে :

১২ মিলিমিটার বা ১ ইঞ্চি;

১৯ মিলিমিটার বা ৩ ইঞ্চি; 8

২৫ মিলিমিটার বা ১ ইঞ্চি;

৩২ মিলিমিটার বা ১ ইঞ্চি ; 8

৩৮ মিলিমিটার বা ১ ইঞ্চি ;

৫০ মিলিমিটার বা ২ ইঞ্চি ;

৬৫ মিলিমিটার বা ২-ইঞ্চি;

১০০ মিলিমিটার বা ৪ ইঞ্চি;

৭৫ মিলিমিটার বা ৩ ইঞ্চি,

১২৫ মিলিমিটার বা ৫ ইঞ্চি;

১৫০ মিলিমিটার বা ৬ ইঞ্চি ইত্যাদি।

পাইপ বিভিন্ন কাজের জন্য স্থানভেদে বিভিন্ন ধরনের ও সাইজের হয়।

নিচে ব্যবহৃত বিভিন্ন ধরনের পাইপের সাইজ দেয়া হলো :

জিআই পাইপ

জিআই পাইপ ১৩ মি.মি. হতে ৫০ মি.মি. ব্যাস পর্যন্ত ব্যবহার করা হয়।

অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ

সাধারণত অ্যাসবেস্টস সিমেন্ট পাইপ ১২০০ মি.মি. ব্যাস পর্যন্ত পাইপ ব্যবহার করা হয়। তবে ক্ষেত্রবিশেষ

এর চেয়ে বেশিও ব্যবহার করা হয়।

রট আয়রন পাইপ

সর্বোচ্চ ৫০০ মি.মি. পর্যন্ত ব্যাস বিশিষ্ট পাইপ ব্যবহার করা হয়।

স্টিল পাইপ

সর্বোচ্চ ৯০০ মি.মি. ব্যাস বিশিষ্ট পাইপ ব্যবহার করা হয়। প্রয়োজনে বেশিও করা হয়।

কাস্ট আয়রন পাইপ

সাধারণত ১০০ মি.মি. ব্যাসের পাইপ ব্যবহৃত হয়। প্রয়োজনে বেশিও হয়।

কপার পাইপ

সাধারণত ৯ মি. মি. হতে ৫০ মি.মি. ব্যাসের পাইপ ব্যবহার করা হয়।

প্লাস্টিক/পিভিসি পাইপ

সাধারণত ১৩ মি. মি. হতে ৩০০ মি.মি. ব্যাসের পাইপ ব্যবহার করা হয়।

পলিথিন পাইপ

সাধারণত ১০০ মি.মি. ব্যাস পর্যন্ত পাইপ ব্যবহার করা হয়।

লেড পাইপ

সাধারণত ৬ মি.মি. ব্যাসের পাইপ ব্যবহার করা হয়।


অন্য পোষ্ট : Measuring Tools | Folding Rule | End Rule | Hook Rule | Feeler Gauge

পানি সরবরাহ পাইপের ব্যাস নির্ধারণ করার পদ্ধতি


সাধারণত দালান ও বাড়িঘরে স্থাপন করা ফিকচারের সংখ্যা অনুসারে বা ব্যবহারকারী লোকের সংখ্যা অনুমান

করে সেই অনুসারে পাইপের ব্যাস নির্ধারণ করা হয়। স্থাপিত ফিচার সংখ্যা অনুসারে সিদ্ধান্ত নিলেও সবগুলো একই সময় ব্যবহারের হার পার্থক্য থাকে, যেমন- যত ফিকচারের সংখ্যা বাড়বে, তত একই সময় ব্যবহারের হার কমে যায়। সেজন্য ফিকচারের সংখ্যা অনুসারে ফিচারের প্রয়োজনীয় পানির পরিমাণ কমাতে পারে। এতে পাইপের ব্যাস কমাতে পারে। সুতরাং আর্থিক অবস্থার জন্যেও উপযুক্ত থাকে। এই বিষয়ে কয়েকটি তালিকার মাধ্যমে সহজেই পানি সরবরাহ পাইপের ব্যাস বের করার পদ্ধতি জানা যায়। এ পদ্ধতি সাধারণ বাড়িঘর থেকে প্রায় পাঁচতলা পর্যন্ত দালানের জন্য উপযোগী। এই বিষয়ে অপর পৃষ্ঠায় তিনটি তালিকা প্রকাশিত হয়েছে। সেটা হলো


১। দালান ও বাড়িঘরে প্রতিটি ফিচারের সংযোগ করার পাইপের ব্যাস, তালিকা- ১-১। তালিকা-১-১ দিয়ে প্রকাশিত তথ্য থেকে স্থাপনের ফিকচারে কয় ইঞ্চি পাইপ দিয়ে সংযোগ করাতে হবে বোঝা যায়। যেমন বেসিন ১/২ ইঞ্চি, ওয়াটার ক্লোসেট (ফ্লাশিং ভাল্ভসহ) ১ ইঞ্চি ও কিচেন সিংক ৩/৪ ইঞ্চি ইত্যাদি। কেননা কমপক্ষে এ রকম ব্যাস দিয়ে সংযোগ না করলে প্রয়োজনীয় পানির পরিমাণ পাওয়া যাবে না।


২। দালান ও বাড়িঘরে একই সময় ফিকচার ব্যবহারের হার, তালিকা ১-২। এই তালিকা হতে স্থাপিত ফিচার সংখ্যা অনুসারে এক সময়ে ব্যবহারের হার কমে যেতে পারে তা জানা যায়। যেমন- ৫ জন লোকের জন্য ২টি ফিকচার স্থাপিত থাকলে দুটি ফিকচার এক সময়ে ব্যবহার করার সম্ভাবনা বেশি। কিন্তু ৫ জন লোকের জন্য ৫টি ফিকচার স্থাপিত করলে একই সময়ে ব্যবহারের সম্ভাবনা অনেক কম। কেননা লোকের শরীরের অবস্থা ও বাড়িঘর স্থায়ীভাবে থাকার সংখ্যা ইত্যাদির কারণে ব্যবহার অবস্থার পার্থক্য থাকে। সেজন্য স্থাপিত ফিচারের হার দিয়ে বাদ দিতে হবে। এতে পানির পরিমাণ কমাতে পারলে পাইপের ব্যাস ছোট করা যায়। সুতরাং নির্মাণ খরচও কমাতে পারে।


৩। দালান ও বাড়িঘরে পানি সরবরাহ পাইপ বের করার তালিকা- ১-৩। এই তালিকা হলো যে কোনো ব্যাসের পাইপকে অন্য যে কোনো ব্যাসে পরিবর্তন করলে কয়টা পাইপ হবে, তা জানার জন্য ব্যবহার করা হয়। যেমন-১ ব্যাসের পাইপকে ১/২ ব্যাসের পাইপে পরিবর্তন করলে কয়টা ১/২ ব্যাসের পাইপ হবে তালিকা দেখলে বুঝতে পারবে। সেটা হলো প্রায় ৩.৭ টি অর্থাৎ ১/২, ব্যাসের পাইপের ৩.৭টির জন্য ক্ষেত্রফল দিয়ে ১ ব্যাসের পাইপের মতো কাজ করা যায়। যেমন একটি ঘরে বেসিন ৪টা, সেগুলোকে ১/২ দিয়ে পানি সরবরাহ পাইপ সংযোগ করলে (সাধারণ ১/২) ১/২ = ১- এর সময় ১x৪=৪ এর উত্তর পাবে। এই উত্তর অনুসারে তালিকা দেখলে ৪=১১/৪ হয়, সেজন্য ৪টি বেসিন সংযোগ পাইপ লাইনের জন্য ১১/৪ পাইপ ব্যবহার করা হয়। অবশ্যই ফিকচারের একই সময় ব্যবহার করার হার বাদ দিয়ে করলে আরও ছোট ব্যাসের পাইপও ব্যবহার করা যেতে পারে। যেমন- ৪x৮০% (তালিকা ১-২ থেকে) =৩.২। তাহলে ১ পাইপ দিয়েও চলে। এই তালিকা ব্যবহার করার জন্য একটি শর্ত থাকে। সেটা হলো যে, ফিচারের সংযুক্ত করেছে তার সর্বনিম্ন ব্যাস ব্যবহার করতে হবে।

যেমন-সর্বনিম্ন ব্যাস ১/২ হলে, ১/২ = ১, বা হলে, ৩/৪=১ এর খাড়া লাইন ব্যবহার করতে হবে। সেজন্য ১/২ সহ অন্যান্য ব্যাসের ফিকচার সংযুক্ত থাকলে সব ১/২ কে পরিবর্তন করে ব্যবহার করতে হবে।

পাইপের ব্যাস

ফিকচার একই সময়ে ব্যাবহার করার হার (%) :

ফিকচারের সংখ্যা

উপরোক্ত তালিকা থেকে স্থাপিত ফিচার সম্পূর্ণভাবে একই সময়ে ব্যবহার করার সম্ভবনা কম, যেমন- একটি পায়খানায় প্যান ৫টি বসানো থাকে, তবে একই সময়ে সব ব্যবহার করার সম্ভাবনা কম। যত বেশি ফিকচার স্থাপন করবে তত বেশি একই সময়ে ব্যবহার করার হার কমে যাবে। সেজন্য ফিকচার সংখ্যা অনুসারে প্রয়োজনীয় হারে বাদ দিতে হবে। ফিকচার সংখ্যা অনুসারে পানি সরবরাহ পাইপের ব্যাস হিসাব করলে বড় হয়, কিন্তু ব্যবহার করার হার বাদ

দিয়ে করলে পাইপের ব্যাস কমতে পারে ও আর্থিক কারণে সুবিধাজনক।

যেমন-১০০টি বেসিন স্থাপন করতে পানির মেইন পাইপের ব্যাস ৪ কিন্তু ব্যবহারের হার শতকরা ৩০ ভাগ।

তাহলে, ১০০x০.৩ = ৩০টি হয়।

সুতরাং পাইপের ব্যাস কমতে পারে এবং খরচ কমতে পারে।

মেইন পাইপ বা শাখা পাইপ







Next Post Previous Post
No Comment
Add Comment
comment url